নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা লিখতে ইচ্ছা করে মাঝে মাঝে। আবার দেশের বিভিন্ন খবর পড়ে উতলা লাগে মাঝে মাঝে। করোটির ভিতর কথাগুলা ঘুরাফিরা করে। লেখক না তাই সুন্দর করে লিখতে পারি না। জানি। তাই আমি আলুমিয়া। এইটা আমার ব্লগ। আলুমিয়ার বাংলা ব্লগ।

আলুমিয়া

Imagine there’s no heaven, its easy if you try, no hell below us, above us, only sky, imagine all the people living for today, it isn’t hard to do, nothing to kill or die for, and no religion, too, imagine all the people living life in peace

আলুমিয়া › বিস্তারিত পোস্টঃ

মনে মনান্তরে - ১৮

০৭ ই মে, ২০১৩ রাত ৯:১৪

ধর্ম নিয়ে রাজনীতি - বিএনপি ষ্টাইল
মতিঝিলে কয়েক হাজার লোককে সরকার খুন করেছে। বিএনপির দাবী। তারা ব্যাথিত। তারা গায়েবানা জানাজা পড়ছেন। এখন কিছুটা অসভ্য হলেও - আমার মনে হয় এই তুলনাটা মাথায় রাখা উচিত। তুলনাটা হল - কয়েকদিন আগেও আমরা সাভারে দেখলাম একটা বিল্ডিং ধসে ৬০০ ও অধিক মানুষ মারা গেলেন। সাথে সাথে আমরা এও দেখলাম - হাজার হাজার মানুষ - ছবি নিয়ে প্রিয়জনকে খুজছেন।

কিন্তু এখন কোন পরিবারকেই দেখছি না তারা তাদের হারিয়ে যাওয়া সন্তানের খোজে মতিঝিলে আছেন। বলবেন হয়ত আমি দেখছি না - কিন্তু অনেক প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার লোকজনও তো আছেন। আমিত কোথাও এতগুলো পরিবারের কাউকেই দেখছি না।

হয়ত মিডিয়ার সবাই আওয়ামী চামচা। তাহলে কেন সাদেক হোসেন খোকা বা এই তালেবানী হেফাজত ইসলামীর নেতারা তাদের মিডিয়ার সামনে আনছেন না? তাহলে ধরে নেয়াই যায় এটা আরেক প্রপাগান্ডা।

গুজব রটানোর চেয়ে বড় কথা - এটা সবার কাছে পরিষ্কার হয়ে গ্যাছে যে - বিএনপি চেয়েছে এটা হোক। কারন মিসেস জিয়া - পরিষ্কার ভাবে বলেছেন - উনি ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছেন। উনি শফি সাহেবকে ফোন করে বলেছেন- সমাবেশ শেষ না করতে।কারন উনি জানতেন যে - পুর্ব পরিকল্পনা অনুযায়ি - হেফাজতের লোকদের দিয়ে এই তান্ডব চালালে পিছনের দরজা দিয়ে উনি উনার জামায়েতের ভাইদের নিয়ে সরকার ফেলে দিতে পারবেন।

আমেরিকার নিউজ পেপারে লিখে, সেনাবাহিনীকে উস্কে দিয়ে, হেফাজতের বাচ্চাদের ধর্মান্ধতায় উস্কে দিয়েও আওয়ামী লিগকে কাবু করতে না পেরে - মিসেস জিয়া আর কি করেন সেটা দেখার অপেক্ষায় রইলাম।
মতিঝিলে কয়েক হাজার লোককে সরকার খুন করেছে। বিএনপির দাবী। তারা ব্যাথিত। তারা গায়েবানা জানাজা পড়ছেন। এখন কিছুটা অসভ্য হলেও - আমার মনে হয় এই তুলনাটা মাথায় রাখা উচিত। তুলনাটা হল - কয়েকদিন আগেও আমরা সাভারে দেখলাম একটা বিল্ডিং ধসে ৬০০ ও অধিক মানুষ মারা গেলেন। সাথে সাথে আমরা এও দেখলাম - হাজার হাজার মানুষ - ছবি নিয়ে প্রিয়জনকে খুজছেন।

কিন্তু এখন কোন পরিবারকেই দেখছি না তারা তাদের হারিয়ে যাওয়া সন্তানের খোজে মতিঝিলে আছেন। বলবেন হয়ত আমি দেখছি না - কিন্তু অনেক প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার লোকজনও তো আছেন। আমিত কোথাও এতগুলো পরিবারের কাউকেই দেখছি না।

হয়ত মিডিয়ার সবাই আওয়ামী চামচা। তাহলে কেন সাদেক হোসেন খোকা বা এই তালেবানী হেফাজত ইসলামীর নেতারা তাদের মিডিয়ার সামনে আনছেন না? তাহলে ধরে নেয়াই যায় এটা আরেক প্রপাগান্ডা।

গুজব রটানোর চেয়ে বড় কথা - এটা সবার কাছে পরিষ্কার হয়ে গ্যাছে যে - বিএনপি চেয়েছে এটা হোক। কারন মিসেস জিয়া - পরিষ্কার ভাবে বলেছেন - উনি ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছেন। উনি শফি সাহেবকে ফোন করে বলেছেন- সমাবেশ শেষ না করতে।কারন উনি জানতেন যে - পুর্ব পরিকল্পনা অনুযায়ি - হেফাজতের লোকদের দিয়ে এই তান্ডব চালালে পিছনের দরজা দিয়ে উনি উনার জামায়েতের ভাইদের নিয়ে সরকার ফেলে দিতে পারবেন।

আমেরিকার নিউজ পেপারে লিখে, সেনাবাহিনীকে উস্কে দিয়ে, হেফাজতের বাচ্চাদের ধর্মান্ধতায় উস্কে দিয়েও আওয়ামী লিগকে কাবু করতে না পেরে - মিসেস জিয়া আর কি করেন সেটা দেখার অপেক্ষায় রইলাম।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ রাত ৯:২৮

কলাবাগান১ বলেছেন: সেনাবাহিনীকে উস্কে দিয়ে, হেফাজতকে ধর্মান্ধতায় উস্কে দিয়েও আওয়ামী লিগকে কাবু করতে না পেরে - মিসেস জিয়া আর কি করেন সেটা দেখার অপেক্ষায় রইলাম।

২| ০৭ ই মে, ২০১৩ রাত ৯:২৯

ওবায়েদুল আকবর বলেছেন: আওয়ামীলীগ আর বিএনপি দুইটাই খারাপ। ক্ষমতায় যাওয়ার জন্য নোংড়ামী করতে এদের বিবেকে বাধেনা।

৩| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:০৭

মুহসিন বলেছেন: দুই দলই যদি চুক্তি করে নেয়, প্রত্যেকে ৫ বছর করে পালাবদল করে ক্ষমতায় থাকবে, কেউ কারো বিপরীতে বিশৃংখলা করবেনা--- তাহলে দেশটা অনেক শান্তিতে থাকতো। এতো শাহবাগ, হেফাজত, মঞ্চ, হরতাল কোনটারই দরকার হতোনা।

৪| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:৪৮

ধূসর সপ্ন বলেছেন: ওই আলু মিয়া সত্য কে আর কত দিন চাপা রাখতে পারস সেটাই দেখব !!!

১০ ই মে, ২০১৩ রাত ১১:৪২

আলুমিয়া বলেছেন: ধূসর সপ্ন - আমি তো আলু। আমি নিজেই মাটির নিচে চাপা থাকি! সত্য সাহেবটা আবার কে রে ভাই। আমি কাউরে চাপাচাপির মধ্যে নাই।

৫| ১১ ই মে, ২০১৩ রাত ১২:০৪

প্রুফরিডার বলেছেন: রাস্ট্র কর্তৃক সংঘটিত হত্যার সংখ্যাতত্ব দিয়ে কি সভ্যসমাজের মানদন্ড নিয়ন্ত্রিত হয়?

ও অধম তাই বলে আমি উত্তম হইবনা কেন ভাইয়া?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.