নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা লিখতে ইচ্ছা করে মাঝে মাঝে। আবার দেশের বিভিন্ন খবর পড়ে উতলা লাগে মাঝে মাঝে। করোটির ভিতর কথাগুলা ঘুরাফিরা করে। লেখক না তাই সুন্দর করে লিখতে পারি না। জানি। তাই আমি আলুমিয়া। এইটা আমার ব্লগ। আলুমিয়ার বাংলা ব্লগ।

আলুমিয়া

Imagine there’s no heaven, its easy if you try, no hell below us, above us, only sky, imagine all the people living for today, it isn’t hard to do, nothing to kill or die for, and no religion, too, imagine all the people living life in peace

আলুমিয়া › বিস্তারিত পোস্টঃ

মনে মনান্তরে - ২৫.১

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৩

মরিতে চাহিনা এই সুন্দর ভুবনে............
সিজনের শেষ। অনেকটা ভাংগা মেলা। কুকেনহফ। টিউলিপের রাজ্য। হল্যান্ড। ৮ ঘন্টা উড়ে সকালে পৌছাইছি। বৌ, পোলা মাইয়া লইয়া উঠছি একজনের বাসায়। এগুালন এয়ার বিএনবি। ব্যাপারটা হইল পেইং গেষ্ট। অনেক ভাল ব্যবস্হা। যাই হোক। আমাদের হোস্ট আমাদের কুকেনহফের সামনে নামায় দিলেন। সব ব্যাবস্হা বলে দিলেন। দেশের থেকে আসার আগেই টিকেট কিনে রাখছিল বউ। হনহন করে গেটে গিয়ে ফোনটা খুলে টিকেট দেখালাম। মনে হল ছবির মধ্যে ঢুকে গেলাম। চোখ চরখ গাছ। বউ আমার গত কয়েকবছর ধরে ঘ্যান ঘ্যান করছে কুকেনহফ যাবে। পাত্তা দেই নাই। আরে বাবা ফুলের বাগান দেখার কি আছে? আর এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাব ফুলের বাগান দেখতে! আমার এলাকায় গাছের দোকানে(নার্সারি) গেলেই তো কত ফুল দেখা যায়। কিন্তু যারা বিবাহিত তারা যানেন এইটার মোজেজা। যাই হোক আমরা কুকেনহফে। ছবিতে বুঝানো যাবে না - কি ইলাহি কান্ড! একরের উপর একর শুধু টিউলিপ আর টিউলিপ। হাজার হাজার টিউলিপ। রংবরংয়ের টিউলিপ। ছোট টিউলিপ। বড় টিউলিপ। পোলা মাইয়া দুইটা যেন প্রজাপতি হয়ে গেল। এটা ফুলটা ছুয়ে দেয় তো অন্যটার ঘ্রান নিয়ে দেখে। দেখেই মনটা ভাল হয়ে গেল। কত কিছুই দেখা হয় নাই, দুনিয়ার কত কিছুই দেখি নাই। যত দেখি মনে হয় আমি মানুষটা এই এতটুকু আর কত্তবড় সারা প্বঘিবী। কত্ত ছবি তুলছি কিনতু এডিট করতেই জান যায়। সিজন শেষ তারপরও এত ফুল এত ফুল ...........। আহ প্বথিবী কত সুন্দর..।এই জন্যই মনে হয় কবি বলছিল
মরিতে চাহিনা এই সুন্দর ভুবনে..........

























কুকেনহফের পর গেলাম ভলেনড্যাম। পরের বার ভলেনড্যাম নিয়ে লিখব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.