নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলাশী

আলুভর্তা

আমি বাইরে কেমন এবং ভেতরে কেমন এটা আমরা প্রায় ভুলে যাই ...

আলুভর্তা › বিস্তারিত পোস্টঃ

প্লিজ একটু তথ্য দিয়ে সাহায্য করেন

২৪ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:১৪

আসসালামুয়ালাইকুম,গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ঘুরতে যেতে চাচ্ছি কেউ কি জানাবেন ঢাকা থেকে কিভাবে যাব ?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:৪৫

বিডি আইডল বলেছেন: স্হানীয় ছাত্রলীগের নেতাকে চাদাঁ দিয়ে টোকেন কিনতে হবে...এরপর গাজীপুর ছাত্রলীগের নেতার কাছে সে টোকেন দেখিয়ে টিকেট কিনতে হবে।

২| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৮

ভিটামিন সি বলেছেন: আপনি কোথা থেকে যাবেন তার উপর নির্ভর করছে আপনার যাবার রুট। ধরি আপনি মহাখালী বাস টার্মিনাল থেকে যাচ্ছেন। তাহলে উঠে পড়ুন ভালুকাগামী পলল ডাউন-টাউনে (দুনিয়ার খাচ্চর, লোকাল বাস সার্ভিস), বাঘের বাজার নেমে যান। ভাড়া ১০০ টাকা, ৩ ঘন্টারও বেশি লাগতে পারে। তারপর রাস্তার পশ্চিম পাশে তাকান, দেখবেন সাইনবোর্ডের নিচে বাঘ মামা শুয়ে আছে আর বান্দর ঝুলতাছে। যদি আরামে যেতে চান ঝটপট উঠে পড়ুন এনায় (ঢাকা-ময়মনসিংহ) ভাড়া ২২০ সময় খুব বেশী ১.৩০ ঘন্টা। সকালে আসলে আরো কম লাগতে পারে। এই দুইটা বাদে আলম এশিয়া হতে পারে আপনার ৩ং পছন্দ। ৬০-৭০ টাকা ভাড়া নিবে। এছাড়া ঢাকা থেকে ময়মনসিংহ, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, জামালপুর, শেরপুর, নালিতাবাড়ী, শ্রীবর্দী, ঝিনাইগাতী, হালুয়াঘাট, নেত্রকোনা, গৌরীপুর, নকলা, ঈশ্বগঞ্জ, হোসেনপুর, পাকুন্দিয়াগামী যে কোন বাসে করে চলে আসতে পারেন। বাঘের বাজার থেকে সিএনজি নিয়ে সোজা আস্তানায়।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮

ঢাকাবাসী বলেছেন: ওটা কি জিনিস?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.