নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ - Dear Zindagi ( জীবনকে নতুন ভাবে উপলব্ধি করার গল্প )

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৬



২৫ নভেম্বর বলিউডে মুক্তি পেল Dear Zindagi ছবিটি। ৪৫ কোটি রুপী বাজেটের ছবিটিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, শাহরুখ খান, কুনাল কাপুর, আলী জাফর প্রমুখ।

১৫০ মিনিট ব্যাপ্তি ছবিটির কাহিনী আবর্তিত হয় কাইরা (আলিয়া ভাট) নামের এক তরুণীকে ঘিরে যে কিনা পেশায় একজন সিনেম্যাটোগ্রাফার। মূলত সিনেমার দৃশ্যায়ন এবং বিজ্ঞাপন নির্মাণের কাজ করে থাকে সে। তবে নিজেই সে একক ভাবে সিনেমা বানাতে ইচ্ছুক কিন্তু যথেষ্ট মেধাবী হওয়া সত্ত্বেও সিনেমা বানাবার স্বপ্ন আর পূরণ হয় না, কারণ হিসেবে প্রযোজকেরা দেখান যে একে তো কাইরার বয়স কম, তার ওপর সে মেয়ে। এমন কি তার বয়ফ্রেন্ড রঘু (কুনাল কাপুর) নিজেই একজন প্রযোজক হওয়া সত্ত্বেও কাইরাকে ছবি নির্মাণের সুযোগ দিতে সাহস পায়না। এদিকে কাহিনীর আবর্তে রঘুর সাথে ব্রেকআপ করে কাইরা। নিজেকে সামলাতে অনেক ঝক্কি পোহাতে হয় তাকে। আবার এদিকে পরিবারের কিছু ব্যাপারের চাপও তাকে নিতে হয়। বাসার মানুষগুলো তার মিডিয়ায় কাজ করা ঠিক পছন্দ করে না, আবার বিয়ের জন্যও পিড়াপীড়ি করতে থাকে। আবার ছেলেবেলায় তার পারিবারিক ঝামেলাগুলোও পরিণত বয়সে তাকে পোড়ায়। এক সময় সে হতাশা থেকে মুক্তি পেতে দ্বারস্থ হয় সাইক্রিয়াটিসট জাহাঙ্গীর খানের (শাহরুখ) কাছে। এরপর কি? কাইরা কি মুক্তি পায় তার হতাশা থেকে? কিভাবে সে জীবনকে নতুন করে উপলব্ধি করতে শেখে? এই সব কিছুর উত্তর জানা যাবে Dear Zindagi ছবিটির শেষ অব্দি দেখার পর।

পরিচালক গৌরি সিনডির দ্বিতীয় ছবি এটি। পরিচালকের প্রথম ছবি ছিল ‘English Vinglish’ যেখানে এক সাধারণ হিন্দু বধূর জীবন এবং তার জেগে ওঠার গল্প দেখতে পাই আমরা। আবার Dear Zindagi ছবিটি বর্তমানের তরুণ সমাজের ভালোবাসা, হতাশা আর পারিবারিক ব্যাপার নিয়ে তুলে ধরা হয়েছে। বোঝাই যায়, পরিচালক ভিন্ন ধারার ছবি নির্মাণ পছন্দ করেন।

ছবিটি কিছুটা ধীর গতির কিন্তু কাহিনী এতোটা মসৃণ ভাবে এগিয়েছে যে ধীর গতিটা ছাপিয়ে গেছে। ছবির সংলাপগুলো মাথায় গেঁথে থাকার মত। বর্তমানের তরুণ তরুণীরা সংলাপের মাঝে নিজেদের খুঁজে পাবে, সেই সাথে খুঁজে পাবে কিভাবে জীবনের হতাশা ভুলে জীবনকে সুন্দর ভাবে নতুন করে সাজাতে হয়।

ছবিতে সকলের অভিনয় ছিল চোখে লেগে থাকার মত। আলিয়া ভাট বরাবরের মত মন প্রাণ ঢেলে অভিনয় করেছেন। শাহরুখ খানের কথা বললে বলতে হয় বিগত কয়েক বছরের তার বড় বাজেটের ছবিগুলোর তুলনায় Dear Zindagi স্বল্প বাজেটের ছবি হলেও এতে শাহরুখের পরিপূর্ণ অভিনয় প্রতিভা পেয়েছি।

ছবিতে আরেকটি উল্লেখ করার মত বিষয় ছিল গানগুলো এবং এর সঙ্গীতায়জন । ছবিতে মোট আটটি গান রয়েছে এবং প্রতিটি গানের লিরিক অসাধারন।

ছবি মুক্তির প্রথম দিনেই বেশ অর্থ উঠিয়ে ফেলেছে বক্স অফিস। হিটের খাতায় নাম লেখাতেও বেশী দেরী নেই। সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে ব্যাপক। এখন ২০১৬ সালের এ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে একাধারে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা মিউজিক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীর পুরস্কার বাগিয়ে নিলেও অবাক হবার কিছু থাকবে না।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫১

অন্তু নীল বলেছেন:
দেখতে হবে তাহলে।
এমনিতেই হিন্দি মুভি খুব একটা দেখা হয় না। আর শাহরুখের গত কয়েক বছরের একটা মুভিও দেখা হয়নি। বলা চলে দেখার মতও ছিলনা আমার কাছে। জোয়য়া আখতার, হিরানী, অনিরুদ্ধ রায়ের ছবিই বেশি দেখা হয়।

তবে শারুখকে তাঁর গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসতে হবে। এই মুভিটিতে সেরকমই আভাস পাচ্ছি।

ধন্যবাদ।

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

আলভী রহমান শোভন বলেছেন: গত কয়েক বছরের শাহরুখের ছবি নিয়ে আমিও হতাশ ছিলাম। তবে এই ছবিটি দেখতে পারেন। আপনাকে হতাশ হতে হবে না সেই গ্যারান্টি দিচ্ছি। :)

২| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬

নিষ্‌কর্মা বলেছেন: শাহ রুখ খান স্বল্প বাজেটের ছবিতে চমৎকার অভিনয় করেন। সে কারণেই এই ছবিটি ভালো হবে আশা করি।

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩০

আলভী রহমান শোভন বলেছেন: :)

৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২১

রিয়াজ হোসেন তানিম বলেছেন: গতকাল রাতে দেখেছি।শাহরুখ খানের রিলিজ হওয়া গত কয়েকটা মুবি থেকে এইটা অনেকটা ভাল।

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

আলভী রহমান শোভন বলেছেন: :)

৪| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

মোঃ ইয়াসির ইরফান বলেছেন: এই মুভিতে শাহরুখের কয়েকটি ডায়লগ হয়তো লেজেন্ডারী পর্যায়েও চলে যাবে।
মা-বাবাকে সাধারণ মানুষের মতো করে চিন্তা করা। ওদেরও ভুল থাকতে পারে এসব ভাবা। তারপর আছে, অতীত দিয়ে বর্তমানকে ব্ল্যাকমেইল করে ভবিষ্যত যেন নষ্ট না-করে।
দুর্দান্ত ছিল ডায়লগগুলো।
আলিয়া ভাট অনবদ্য ছিলেন। মাত্র তেইশেই যিনি এমন অভিনয় করেন তাঁর কাছ থেকে প্রত্যাশাটা অনুমিতভাবেই বেড়ে যায়।
আর শাহরুখ তো মাস্টারক্লাস দেখিয়েছেন। এই চরিত্র তিনি ছাড়া আর কেউ করতে পারতেন কি না, কে জানে!
চমৎকার একটা মুভি।

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১০

আলভী রহমান শোভন বলেছেন: সহমত :)

৫| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০১

আরণ্যক রাখাল বলেছেন: কেমনে দেখলেন?

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৭

আলভী রহমান শোভন বলেছেন: অনলাইনে। :)

৬| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

আল মাসুম ভাই বলেছেন: আসলেই অসাধারন ।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৬

আলভী রহমান শোভন বলেছেন: :)

৭| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৯

গেম চেঞ্জার বলেছেন: ভাল প্রিন্ট আসুক, তাহলে অবশ্যই দেখব।

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৫

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! আচ্ছা ! :)

৮| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৭

এডওয়ার্ড মায়া বলেছেন: রিভিউ ভাল লিখেছেন ।
সুন্দর

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৫

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। মুভিটা দেখবেন পারলে, ভালো লাগবে আশা করি। :)

৯| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৯

উল্টা দূরবীন বলেছেন: রিভিউটা খুব ভালো লিখেছেন।

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৪

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়ু। :) সময় করে মুভিটা দেইখেন, ভাল্লাগবে ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.