নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ - বাতাসে গুনগুন, এসেছে ফাগুন

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২

স্থান - বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, জয়দেবপুর, গাজীপুর

১) হলদে ডালিয়া



২) সূর্যমুখী



৩) কসমস



৪) দোপাটি



৫) চন্দ্রমল্লিকা



৬) কমলা গাঁদা



৭) হলদে গাঁদা



৮) রক্ত গাঁদা



৯) এটাকে 'মোরগ ফুল' নামে জানি



১০) গাছের গড়ন আর পাতা ডালিয়া ফুল গাছের মত হলেও এটা আসলে ডালিয়া ফুল নয়, তবে এর আসল নামও জানি না



নাম না জানা আরও কিছু ফুল

১১)


১২)


১৩)


১৪)


১৫)


রয়েছে আরও কিছু ছবি। পরের পোস্টে দিবো ছবিগুলো। আর নাম না জানা ফুলগুলোর নাম যদি কেউ জেনে থাকেন তবে আওয়াজ দিয়েন। সবাইকে বসন্তের শুভেচ্ছা। :)

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২

নতুন নকিব বলেছেন:



আলভী রহমান শোভন,

দারুন! দারুন ফুলের হাসি!

অনেক ধন্যবাদ।

আগেই আমি ধন্যবাদ দিয়ে রাখলাম, কারন- সামুতে প্রায় নির্দিষ্ট লোকদেরই দেখি ফুলের সাথে তাদের ভাব এবং ভালবাসা। পাঠকরাও তাদেরকেই ধন্যবাদ দেয়ার জন্য অপেক্ষায় থাকেন, মনে হয়।

ফুলওয়ালা, ফুলপ্রেমি নতুন কেউ এলে তাকে বরন করে নিতে আমাদের কষ্ট হয় কি না কে জানে!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৭

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাইয়ু। :)

ফুল আমিও অনেক ভালোবাসি, আর ফুল নিয়ে বেশ কিছু পোস্ট আমিও দিয়েছি আগে।

বসন্তের শুভেচ্ছা নিবেন। ভালো থাকুন সব সময়। :)

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
ছবিগুলো সুন্দর +

বসন্তের শুভেচ্ছা রইলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৯

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়ু।

বসন্তের শুভেচ্ছা আপনাকেও। ভালো থাকবেন। :)

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: সবগুলো ফুলের নাম জানতে পারলে অনেক ভালো হত। এত্তগুলো সুন্দর সুন্দর ফুলের ছবি দেখে মন ভালো হয়ে গেলো। তবে চার নং ফুলটা তো কলাবতী বলেই মনে হচ্ছে। দোলনচাঁপা ফুল তো সাদা রঙের হয়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৬

আলভী রহমান শোভন বলেছেন: চার নম্বর ছবিটির নাম আমি ভুল লিখেছিলাম। তবে ওটা কলাবতী নয়, দোপাটি। এডিট করে ঠিক করেছি। ধন্যবাদ আপুনি। :)

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯

পলাশমিঞা বলেছেন:

এই ফুলের নাম জানতে চাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪২

আলভী রহমান শোভন বলেছেন: সেই ছেলেবেলা থেকে ফুলটা দেখে আসছি কিন্তু নামটা জানা হলনা এখনো। :(

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
খুব সুন্দর ফুলের ছবি ।
আমার ভুল না হলে ৩ নং সম্ভবত কসমস ফুল
আর ১৪ নং টি লজ্জাবতি ।
বাকি নাম না জানা দুটি ফুলের নাম ছবি দেখে
চিনতে পারছিনা । তবে ১১ ও ১২ নং পপি
গোত্রিয় হলেও হতে পারে , কারণ পপির
অনেক গোত্র রয়েছে ।

বসন্তের শুভেচ্ছা র্‌ইল ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩

আলভী রহমান শোভন বলেছেন: আপনি যেটাকে কসমস বলছেন সেটাকেই বাংলায় চাঁপা ফুল বলে। আর ১৪ নং লজ্জাবতী নয়, এই ফুলের গাছটা অনেক বড়। লজ্জাবতীর মত গুল্ম ধরণের নয়। ১১ ও ১২ নং এর ব্যাপারে বলতে পারবো না।

ভালো থাকবেন। বসন্তের শুভেচ্ছা আপনাকেও। :)

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০

বর্ষন হোমস বলেছেন:
সুন্দর ফুল দেখে মন ভাল হয়ে গেল।
তবে ছবি গুলো আরেকটু সুন্দর ভাবে তোলা যেত।
ধন্যবাদ।শুভকামনা রইল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৪

আলভী রহমান শোভন বলেছেন: আনাড়ি হাতে যেমন পেরেছি তুলেছি ছবি।

বসন্তের শুভেচ্ছা। :)

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৩

আহমেদ জী এস বলেছেন: আলভী রহমান শোভন ,




ফুলের মতোই নিটোল সুন্দর সব ফুলের ছবি !!!!!!!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০০

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

বসন্তের শুভেচ্ছা।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০১

গেম চেঞ্জার বলেছেন: ছবিগুলো এক সাইজ করে দিলে সবচেয়ে সুন্দর হতো! এখনোই যাঃ সুন্দর! :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৫

আলভী রহমান শোভন বলেছেন: ছবিগুলোর ব্যাকগ্রাউনড নিয়ে ঝামেলা হচ্ছিল। তাই বিভিন্ন অ্যাঙ্গেলে তুলতে হইছে।

বসন্তের শুভেচ্ছা কিন্তু তোমারে গেমু। :)

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩

পলাশমিঞা বলেছেন: :((

চিন্তার কারণ নেই, আমি জানলে আপনাকে জানাব।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৮

আলভী রহমান শোভন বলেছেন: জেনে ফেলেছি। সিলেক্টিভলি সোশ্যাল আপুনি জানিয়েছেন এটা কড়ই ফুল । :)

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৮

সুমন কর বলেছেন: সুন্দর।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৫

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ সুমনদা। :)

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪২

নীলপরি বলেছেন: দারুন লাগলো ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৮

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপুনি। :)

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৯

অসিত কর্মকার সুজন বলেছেন: এতো এতো ফুলের ছবি দেখালাম , চোখকে স্নিগ্ধতা দিলাম । আরো জানা-অজানা ফুল দেখবো আশায় রইলাম ।

ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায় !! রবীন্দ্র সঙ্গীতটি বার বার কাছে ভাসছে ।

ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্ট এর জন্য

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

আলভী রহমান শোভন বলেছেন: হুম, আরো পোস্ট আসছে সামনে।

আপনাকেও ধন্যবাদ অসিতদা। :)

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৭

জুন বলেছেন: লাষ্ট দুটো ফুল অনেক দেখা কিন্ত নাম বলতে পারবো না আলভী রহমান শোভন । খুব ভালোলাগলো আপনার ফুলে ছাওয়া ব্লগটি ।
+

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

আলভী রহমান শোভন বলেছেন: অনেক ধন্যবাদ জুন আপু। সিলেক্টিভলি সোশ্যাল আপুনি কিন্তু বলে দিয়েছে নামটা। এটা কড়ই ফুল। :)

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৩

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: ১৪ নং টা কড়ই ফুল। এটা গোলাপী রঙেরও হয়। অনেক কিউট একটা ফুল :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮

আলভী রহমান শোভন বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি। এই ফুলের নামটা অনেকের জানা ছিল না। আপনার কল্যাণে জানা হয়ে গেল। :)

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫১

সাহসী সন্তান বলেছেন: খুব সুন্দর ফুলময় ছবি ব্লগ! অনেক ভাল লাগলো!

শুভ কামনা জানবেন!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১০

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়ু।

অনেক অনেক শুভ কামনা। :)

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০১

প্রাইমারি স্কুল বলেছেন: ১৫ নং টা বন জামরুজ ফুল
পলাশমিঞা যে ফুলের নাম জানতে চে্যেছেন তা পাতড় কড়াই

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৪

আলভী রহমান শোভন বলেছেন: অনেক গুলা ধন্যবাদ নাম না জানা ফুলের নাম জানানোর জন্য। :)

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন:
বসন্তে দারুন ছবিব্লগ আপনার!!!
(৩) নাম্বার ফুলটা চাঁপা ফুল নয় কসমস। (১৩) নাম্বারটা কসমসই মনে হচ্ছে।
(১০) নাম্বারটা চন্দ্রমল্লিকারই আরেকটা প্রজাতি, চন্দ্রমল্লিকা বললে ভুল হবে না।
(১১,১২) নাম্বার পপি ফুল মনে হচ্ছে, সাহসী সন্তান ভাল বলতে পারবেন।



১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৯

আলভী রহমান শোভন বলেছেন: বাহ বাহ !! অনেক অনেক ধন্যবাদ আপুনি মূল্যবান মন্তব্যের জন্য। আরও ছবি রয়েছে ফুলের, যেগুলোর নাম জানি না। পোস্ট দিলে অবশ্যই আপনার মন্তব্য আশা করবো। ধন্যবাদ। ভালো থাকবেন। :)

১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন:

(১৪) নাম্বার ছবিটা এই ছবির সাথে মেলে কিনা দেখতে পারেন। নাম পাওডার পাফ/ ভেলভেট।
(১৫) নাম্বারটা কড়ই ফুল।


১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০২

আলভী রহমান শোভন বলেছেন: হুম আপুনি ! ১৪ নম্বরটা মিলে। তাইলে এইটা পাউডার পাফ ফুল। :)

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫

পার্থ তালুকদার বলেছেন: দারুণসব ফুলের বাহার !!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ। :)

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১২

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর সব ছবি :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫২

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপুনি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.