নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরাবরের মত এ বছরও ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে নাটক। টেলিভিশনে প্রচারিত সেই সব নাটক থেকে সেরা কিছু কাজ নিয়ে এবারের আয়োজন।
ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প – প্রতি বছরের এবারো ক্লোজআপ কাছে আসার সিরিজে নির্মিত হয়েছে তিনটি নাটক। তবে দর্শকের পাঠানো গল্পে নির্মিত নাটকগুলোর থিম ভিন্ন ছিল এবার। অনলাইন থেকে অফলাইনে কাছে আসার অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে নাটকগুলো।
তোমার পিছু পিছু – মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় ‘তোমার পিছু পিছু’ নাটকে অভিনয় করেছেন তাহসান খান, বিদ্যা সিনহা মিম, আনন্দ খালেদ সহ আরও অনেকে। দুই রেস্টুরেন্টের মালিকের মধ্যকার দ্বন্দ্ব এবং প্রেম নিয়ে নাটকের কাহিনী। অন্য ধরণের প্লটের এই নাটকের সবার অভিনয় তো বটেই সেই সাথে সঙ্গীতায়জন এবং শিল্প নির্দেশনা চোখে পড়ার মত।
কেউ জানে না – আতিয়া অনুলির গল্পে নির্মিত ‘কেউ জানে না’ নাটকটি পরিচালনা করেছেন আর বি প্রীতম। ফারহান আহমেদ জোভান এবং মেহজাবিন অভিনীত নাটকের কাহিনী দুই তরুণ তরুণীকে ঘিরে যারা অনলাইনে মিথ্যে শো অফ করে প্রেমের বাঁধনে জড়িয়ে যায়। কিন্তু কালক্রমে সত্যি ফাঁস হয়ে যায়।
মেঘ এনেছি ভেজা – রুবায়েত মাহমুদের পরিচালনায় ‘মেঘ এনেছি ভেজা’ নাটকের গল্পটি তরিকুল ইসলাম তপুর লেখা। সিয়াম আহমেদ, সাবিলা নূর এবং বাঁধন সাহা অভিনীত নাটকটি দুই তরুণ তরুণীকে ঘিরে যারা ফেসবুকের ট্রাভেল গ্রুপের মাধ্যমে ট্যুরে গিয়ে কাছে আসে। কিন্তু তৃতীয় পক্ষ এসে ঘটনা মোড় নেয় অন্যদিকে।
আমার গল্পে তুমি – মিজানুর রহমান আরিয়ানের অসাধারণ এক সৃষ্টি ‘আমার গল্পে তুমি’ নাটকটি। বরাবরের মত এবারো কাজে পরিচ্ছন্নতা লক্ষ্য করা গেছে। তাহসান খান, মিথিলা এবং ঊর্মিলার অভিনয়ে নাটকের কাহিনী ছিল অসাধারণ। সকলের অভিনয় ভালো লাগার মত। সেই সাথে নাটকের টাইটেল ট্র্যাকও মন ছুঁয়ে যাবার মত।
অন্য কোথাও – সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘অন্য কোথাও’ নাটকে ভিন্ন ধারার স্বাদ পাওয়া গেল। মৌসুমি হামিদ এবং নিলয় আলমগীর অভিনীত নাটকের কাহিনী আবর্তিত হয় এক প্রতিষ্ঠিত অভিনেত্রীকে ঘিরে যে কিনা অভিনয় করতে করতে ক্লান্ত। একটু নিস্তার পেতে ছব্দবেশে হাজির হয় গ্রামে, পরিচয় হয় এক মাঝির সাথে। ভাব জমানোর চেষ্টা করে। দুজনের অভিনয়ই চোখে পড়ার মত। বেশ সাবলীল ভাবে অভিনয় করেছেন মৌসুমি এবং নিলয়।
সিনেমার মত প্রেম – কাজল আরেফিন অমির গল্প এবং পরিচালনায় ‘সিনেমার মত প্রেম’ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো, শখ, সিফাত, শাওন প্রমুখ। সাব্বির খান নামের এক উঠতি সঙ্গীতশিল্পীর জীবনে আসা ভালোবাসা নিয়ে নাটকের কাহিনী। গল্পের পরিনতি হয় ট্র্যাজেডির মাধ্যমে যা দর্শক হয়তো কল্পনাও করতে পারেনি।
ভ্যালেনটাইন গিফট – ফারহান আহমেদ জোভান এবং সাফা কবির অভিনীত ‘ভ্যালেনটাইন গিফট’ নাটকটি পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। ভার্সিটিতে প্রথম পরিচয়, এরপর প্রেমের সূত্রপাত। এভাবেই গল্প এগোয় শুভ এবং অনন্যার। কিন্তু ভিন্ন ধর্মালম্বির হওয়ায় শুরু হয় ঝামেলা। কাহিনীর ইতি ঘটে ট্র্যাজেডির মধ্য দিয়ে।
ক্যানভাসে ভালোবাসা – সেজান নূরের গল্পে ‘ক্যানভাসে ভালোবাসা’ নাটকে অভিনয় করেছেন সারিকা, অ্যালেন শুভ্র, মেমী প্রমুখ। আর্কিটেকচারে পড়ুয়া আশিক বাড়ির ডিজাইন দেখতে গিয়ে পরিচিত হয় ফারিয়ার সাথে। এরপর বন্ধুত্ব । কিন্তু এদিকে ফারিয়ার বিয়ে বাবার বন্ধুর ছেলের সাথে ঠিক হয়ে থাকায় ঘটনা মোড় নেয় অন্যদিকে।
রুপালী জোছনায় – ওসমান সজীবের গল্পে ‘রুপালী জোছনায়’ নাটকটি পরিচালনা করেছেন রূপক বিন রউফ। অভিনয়ে ছিলেন আফরান নিশো এবং অপর্ণা ঘোষ। সেই ছেলেবেলা থেকেই বান্ধবীর বড় ভাইকে ভালো লাগা এবং এর পরিণয় নিয়ে নাটকের কাহিনী।
পলাতক সময় অথবা প্রেম- মুশফিক কল্লোলের পরিচালনায় ‘পলাতক সময় অথবা প্রেম’ নাটকে অভিনয় করেছেন আবির মির্জা এবং তাসনুভা এলভিন। দুই কিশোর কিশোরীর বন্ধুত্ব থেকে প্রেমে পড়ার গল্প এটি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২১
আলভী রহমান শোভন বলেছেন: হুম ! সময় করে দেখে নিও।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
অতঃপর হৃদয় বলেছেন: প্রিয় তে রাখলাম।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৮
আলভী রহমান শোভন বলেছেন: আচ্ছা !
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
গেম চেঞ্জার বলেছেন: যাক, ভাল হয়েছে। নাটক ফাটক দেখি না অনেক দিন। তোমার কল্যানে দু একটা দেখা যাবে!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬
আলভী রহমান শোভন বলেছেন: হুম ! সময় করে দেইখো। একটু হইলেও ভালো লাগবে আশা করি।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২১
রাতুল_শাহ বলেছেন: এখন কেন জানি সিনেমার মত নাটকও দেখতে ইচ্ছে করেনা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৩
আলভী রহমান শোভন বলেছেন:
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২
বুক ওয়ার্ম বলেছেন:
ধন্যবাদ
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯
আলভী রহমান শোভন বলেছেন:
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৬
মো সাদিকুর রহমান বলেছেন: নাটকগুলোতে আর মজা নাই। এক সময় বাংলাদেশের নাটক মানেই অন্য কিছু ছিল আজ এত চ্যানেল আর এত আর্টিস্টভাল মানের নাটক পাওয়াই কঠিন ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২২
আলভী রহমান শোভন বলেছেন: তবুও মাঝে মাঝে ২/১ টা ভালো নাটক পয়দা হয়।
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দেখা হয় নাই একটাও
বুকমার্ক করে রাখলাম দেখার জন্য।
ভাল একটা কাজ ধন্যবাদ আপনাকে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
আলভী রহমান শোভন বলেছেন: আচ্ছা ভাইয়ু। সময় করে দেখে নিয়েন।
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮
আরণ্যক রাখাল বলেছেন: আপনি ক'টা দেখেছেন এর মধ্য?
সবচে' ভাল কোনটা?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
আলভী রহমান শোভন বলেছেন: ভালোবাসা দিবসে প্রচারিত সবগুলো নাটকই দেখেছি আমি। সেগুলোর মধ্য থেকে সেরা কাজগুলো নিয়ে পোস্ট দিয়েছি।
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৯
অতঃপর হৃদয় বলেছেন: ৩ টা ডাউনলোড দিতেছি এম বি কম ওয়াই ফাই নাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৩
আলভী রহমান শোভন বলেছেন: আহারে ! তাইলে প্রথম থেকে ডাউনলোড দিয়ে দেখো। মানের বিচারে পোস্টটি সাজিয়েছি।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫
অতঃপর হৃদয় বলেছেন: এম বি শেষ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০২
আলভী রহমান শোভন বলেছেন: বেচারা !
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
অতঃপর হৃদয় বলেছেন: দেখার চেষ্টা করব।