নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ - ফুলে ফুলে ঢলে ঢলে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫১

স্থান- বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, জয়দেবপুর, গাজীপুর

আগের দুটো পোস্টে নাম জানা এবং অজানা দুই ধরণের ফুলেরই ছবি দিয়েছিলাম। তবে এবারের পোস্টটা সম্পূর্ণ নাম না জানা ফুলের, যদিও ফুলগুলো পরিচিত কিন্তু নামগুলোই জানি না। কেউ জানলে আওয়াজ দিতে ভুলবেন না কিন্তু। :D

১)

২)

৩)

৪)

৫)

৬)

৭)

৮)

৯)

১০)

১১)

১২) এইটা মনে হয় জিনিয়া ফুল, তাই না?



পরিশেষে পোস্টখানা কামরুন নাহার বীথি (বীথিপু) - কে উৎসর্গ করলাম। আপুনির কল্যাণে অনেকগুলা ফুলের নাম জানা হয়ে গেছে আমার ইতোমধ্যে। :)

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৬

পলাশমিঞা বলেছেন: ১ এবং ২ নং ছবি খুব ভালো লেগেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৪

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়ু। :)

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২১

সচেতনহ্যাপী বলেছেন: হোক না আাপনার/আমার অজনা ।। সৌন্দর্য তো কমে নি।।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৬

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! :)

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন:

(১,২) হেলিক্রিসাম। (৩) গাজানিয়া। (৪,৫) ডায়ান্থাস। (৭) সিলভিয়া। (৮) কসমস। (৯,১০) ভার্বেনা। (১১)বাটন ফ্লাওয়ার। হ্যা (১২) জিনিয়া।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭

আলভী রহমান শোভন বলেছেন: বাহ বাহ ! আপুনি সব জানে ! :)

অনেকগুলা ধন্যবাদ।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪২

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, আপনার ফুলের পোষ্ট আমাকে উৎসর্গ করার জন্য!!!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫০

আলভী রহমান শোভন বলেছেন: হুম, আপুনি ! এত্ত এত্ত ফুলের নাম জানায় দিছেন। পোস্ট তো উৎসর্গ করাই যায়। :)

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩০

অসিত কর্মকার সুজন বলেছেন: সত্যি এতো সুন্দর সুন্দর ফুল গুলোর সাথে অনেকের অনেক স্মৃতি জড়িয়ে থাকে । কারো সাথে কারো পথচলা শুরু হয় এই ফুলের মাধ্যমেই , আবার শেষও হয়ে যেতে পারে এই ফুলের দ্বারাই । ধন্যবাদ লেখক আলভী কে

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩

আলভী রহমান শোভন বলেছেন: হুম, অসিতদা ! সবই বুঝলাম কিন্তু ফুলের মাধ্যমে পথচলা কিভাবে শেষ হয়? কেউ কি ব্রেকআপ করলে ফুল দিয়ে ব্রেকআপ করে? ;)

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩০

অসিত কর্মকার সুজন বলেছেন: কাওকে বিদায় জানাতেও ফুল দিয়ে জানানো হয়। হোক না সে সাময়িক বা চিরস্থায়ী , তাই বলেছিলাম লেখক আলভী ;)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩২

আলভী রহমান শোভন বলেছেন: জি বুঝেছি ! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.