নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদা সত্য কথা বলিব ।মিথ্যার প্রতিবাদ করব ।

কালের সাক্ষী

সর্বদাসত্য

কালের সাক্ষী

সর্বদাসত্য › বিস্তারিত পোস্টঃ

বিরোধী দলের বিকল্প সিপিডি ??????? বাজেট বিশ্লেষনে বা সমালোচনায় বিএনপি কতটুকু সার্থক!!!!!!!!

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৭

বিএনপি দাবি করে তারা দেশের সব চেয়ে বড় রাজনৈতিক দল । কিন্তু তারা বিরোধী দল হিসেবে কি আদেও সফল ভুমিকা পালন করতে পেরেছ গত সাড়ে চার বছরে? সে প্রশ্নের উত্তর দেশের মানুষ আগেও চাই নি, বিএনপির ক্ষেত্রেও চাইবে বলে মনে করি না !!

আমি যে বিষয়টা বলছি তা হল বিএনপি’র বাজেটোত্তর প্রতক্রিয়া নিয়ে । আমার ধারনা বিএনপি বাজেট নিয়ে তাদের বিশ্লেষন তুলে ধরতে ব্যর্থ । হ্যা এক কথায় ব্যর্থই বলব আমি ।

একটি গনতান্ত্রিক দেশের বিরোধী দলের একটি ছায়া মন্ত্রী পরিষদ থাকবে না এটা ভাবতে আমার কষ্ট হয় । যেখানে বিএনপির মত একটি বড় দল, বিরোধী দলে, এবং যে দলে রয়েছে অসংখ্য বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ সহ হোমরা চোমরারা ।

তারা কি একটি সংবাদ সম্মেলন করে বাজেট নিয়ে তাদের বিশ্লষন তুলে ধতে পারত না ? অন্তত এখন পর্যন্ত পারে নি । কিছুটা ভুল বলছি , কারন নামকাওয়াস্তে বলেছে, আর তা হল বিএনপির ক্ষমতায় থাকার সময়ের আইনমন্ত্রী!!!!!!!! তিনি যা বোঝেন তাই দিয়েছেন । বলেছেন এটা একটা ‘বিগ বিউটিফুল বেলুন’। এক কথায় শেষ????? ভদ্রলোকের এক কথা !!!!

শনিবার পত্রিকার পাতা খুলে দেখলাম, পত্রিকার পাতার একপাশ জুড়ে , অর্থমন্ত্রী সাংবাদিকদের সামনে তার বাজেটের ব্যাখ্যা দিয়েছেন , আর অন্য পাশে বাজেট নিয়ে সামলোচনা এবং বিশ্লেষন তুলে ধরেছেন বেসরকারী গবেষনা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।

আমার মতে সিডিপি নয় পত্রিকার ঐ অংশে থাকা দরকার ছিল প্রধান বিরোধী দলের বাজেট বিশ্লেষন । যা তারা করতে ব্যর্থ!!!!

সিপিডির বাজেট এনালাইসিস: সি

View this link

বিরোধী দলের বিকল্প যদি একটি এনজিওকে হতে হয় তাহলে বিরোধী দল থাকার দরকার-ই বা কি ???

নাকি যিনি বাজেট বুঝেন সেই সাইফুর রহমান নেই মানে আর কোন অর্থমন্ত্রীর যোগ্য কোন নেতা বিএনপিতে নেই । আমরা তা চিন্তা করতে চাই না । নাকি বিএনপির নেতৃত্বের এসব নিয়ে চিন্তা করার সময় নেই ????????????????



দেশের যারা নেতৃত্বে আসার চিন্তা করেন তাদের এই বিষয় ভাবতে হবে । তাদের জনগনের কাছে দায়বদ্ধতা থাকতে হবে ।

শুধু দলীয় দৃস্টিতে বাজেটের সমালোচনা আমার শুনতে চাই না এটা যেমন সত্য তেমন এটাও সত্য আমরা বিরোধী দলের কাছ থেকে সরকারের দেয়া বাজেটের ব্যখ্যা শুনতে চাই।

আমরা শুনতে চাই কালো টাকা সাদা করার বিষয়ে তাদের নীতি কি, নারীর উন্নয়নে তাদের বাজেট হলে কি থাকত, রাজস্ব আদায়ে কি পদক্ষেপ নেয়া উচিত , বিদেশী ঋনের বোঝা বা ভর্তুকির বোঝা নামাতে তারা কি করতেন বা সরকার কি করতে পারত । আয়-ব্যয়ের হিসাব কেমন করলে ভাল হবে, পিপিপি ভবিষ্যত কি? প্রবৃদ্ধি ডাবল ডিজিট করতে পদক্ষেপ কি হতে পারে, মধ্যম আয়ের দেশ হতে কি করা যায়, অথবা শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কি করা উচিত এম অনেক প্রশ্নের বিষয়ে তাদের নীতি কি হতে পারত ।

অবশ্য সিপিডি বলেছে বাজেট বাস্তাবায়ন করা কঠিন । কেন কঠিন তারা ব্যাখ্যা করেছে । বিস্তারিত সকলেই জানে । তাহলে বিরোধী দল কেন বলতে পারল না????

আমার মনে তারা মনে করছে কালো টাকা সাদা, বিশাল নির্বাচনী বাজেটের তারা সমালোচনা করলে তারা আবার কিভাবে ক্ষমতায় গিয়ে এমন বাজেট দিবেন ???এই ভয় তাদের তাড়া করে ফেরে !!! তবে মানুষ সচেতন হচ্ছে , হবে । নয় ছয় করে টেকা কস্টকর হওয়ার দিন আসছে ।

হ্যাঁ.... এই একটি যায়গায় বিরোধী দল আর সরকারী দলের মিল আছে । আর তা হল তারা নিজেদের আখের গোছাতে এখন নির্বাচনী বাজেট দিয়েছে ক্ষমতায় আসলে ওনারাও দিবেন । কাটা কাটি হয়ে যাবে । দরকার কি শুধু শুধু কথা বলে নিজেদের পথটা পিচ্ছিল করতে ????!!



আম জনতা (mango people)



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৪৭

আস্তবাবা বলেছেন: বিএনপি কি সাংবাদিকদের পীটিয়ে বলবে তাদের খবর ছাপাতে?????? বিএনপির বড়ো নেতাদের কথা এখন আম-বামের পত্রিকা সামনে আনেনা। সিপিডীকে হাইলাইট করে। পারেনট ঐ সব গাজাখোর ভন্ডো সাংবাদিকদের কিছু বলেন

০৮ ই জুন, ২০১৩ রাত ১০:১৮

সর্বদাসত্য বলেছেন: আস্তাবাবা, আপনার কি মনে হয় না , সিপিডির মত বিশ্লেষণ মূলক সমালোচনা বা আলোচনা বিএনপি'র করার দরকার ছিল ???

২| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৫২

সর্বদাসত্য বলেছেন: আস্তাবাব, আপনার কি মনে হয় না , সিপিডির মত বিশ্লেষণ মূলক সমালোচনা বা আলোচনা বিএনপি'র করার দরকার ছিল ???

৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:০০

আস্তবাবা বলেছেন: বিএনপির অর্থনীতিবিদ রা সাংবাদিক সম্মেলন করে প্রতিক্রিয়া জানিয়েছে। এখন সব মিডীয়া সরকারের দালালিতে ব্যস্ত। বিএনপি আর কি করতে পারে? ক্ষমতায় থাকাকালে আম-বাম মিডীয়া প্রমোট করার খেসারত এখন দিচ্ছে

৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫১

হায়দার সুমন বলেছেন: ক্ষমতায় থাকাকালে আম-বাম মিডীয়া প্রমোট করার খেসারত এখন দিচ্ছে।
একমত

৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ৩:০৫

একাকী বাংলাদেশি বলেছেন: বিএনপি ইজ ডেড

৬| ০৯ ই জুন, ২০১৩ ভোর ৪:০৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: বিএনপি এখন জামাত হেফাজতের কোলে। অস্তিত্ব হারিয়ে ফেলছে। দেশের মানুষ এই নামমাত্র বিরোধীদলের কাছে কিছুই পায় নাই। বাজেটের গঠনমূলক সমালোচনা বিরোধীদলের কাছে জনগনের প্রাপ্য ছিল।

৭| ০৯ ই জুন, ২০১৩ ভোর ৫:০৭

ম.র.নি বলেছেন: বি এন পি'র কোন কথাটি বর্তমান সরকার আমলে নিয়েছে?বি এন পি কি ন্যায্য কথা বা দাবি এক্টাও করে নাই?যে দেশ স্বৈরতন্ত্র , এক নায়িকাতন্ত্র, ফ্যাসিস্ট স্টাইলে চলে সেখানে আবার বাজেটোত্তর কমেন্ট!!সি.পি.ডি'র বস কি এখনো মি: দেবপ্রিয় ভট্টাচার্য?থাক কিছু কইলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.