![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হিসাবে আমি ভালো না। সততার অসুখ আছে। মাঝে মাঝে নিজেকে সিজোফ্রেনিকদের কাতারে দেখি। কিন্তু আমি তাও না। আমি স্বার্থপর না উদার তা নিয়ে আমার নিজেরই সংসয় আছে। অদ্ভুত সচ্ছল পরিবারের অসচ্ছল মানুষ!!!
ভাগ্যিস আমার ছেলেটা এখনও জানে না, ঈদের সাথে নতুন জুতার কি সম্পর্ক। সৎ জীবনের আরেক নাম মৃত জীবন। এখানে প্রতি পদে পদেই মৃত্যু আসে এবং মনের বা শরীরের কোথাও না কোথাও আঘাত হানে। এবং বেশীর ভাগ সময় তাঁর(মৃত্যুর)ই জয় হয়। গত প্রায় ৫ বছর ঈদ উপলক্ষে স্ত্রীকে কিছু দেয়া হয়নি, আসলে বিয়েইতো করলাম ৬ বছর। উনার কোন কমপ্লেইন নাই এর জন্য। এটা অবশ্য সুস্পষ্ট দির্ঘ্য জীবনের লক্ষন। আজ সকাল থেকে অনেক বার আমাকে মৃত্যুর মুখামুখি হতে হয়েছে, যখনই ভেবেছি যে আগামীকাল আমার ছেলেটা পুরানো স্যান্ডেল পড়ে দৌড়াবে। বার বারই উনার(স্ত্রীর) অভিযোগ হীন মুখদেখে জমদূত পালিয়েছে। কিন্তু এভাবে আর কয়দিন?
রাত সাড়ে নয়টা
২৮-০৭-২০১৪
বাংলাদেশ।
২৮ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৮
এ্যামালগাম বলেছেন:
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫
ডরোথী সুমী বলেছেন: মানসিক শান্তিটাই জরুরী, যেটা একমাত্র সততা থেকেই পাওয়া যায়। ধন্যবাদ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২
এ্যামালগাম বলেছেন: আপা আপনি ঠিক বলেছেন
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৪
রুদ্র জাহেদ বলেছেন:
সৎ জীবনের আরেক নাম মৃত জীবন।চরম সত্য মনে হয়
২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮
এ্যামালগাম বলেছেন: cannot agree more !!
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৯
অপ্সরা বলেছেন: ভাইয়া শুভকামনা!