![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হিসাবে আমি ভালো না। সততার অসুখ আছে। মাঝে মাঝে নিজেকে সিজোফ্রেনিকদের কাতারে দেখি। কিন্তু আমি তাও না। আমি স্বার্থপর না উদার তা নিয়ে আমার নিজেরই সংসয় আছে। অদ্ভুত সচ্ছল পরিবারের অসচ্ছল মানুষ!!!
জীবনের এমন একটা পর্যায় দাঁড়িয়ে আছি যে সত্য কি আর মিথ্যা কি কিছুই বুঝি না। ছোট বেলায় মা-বাবা শিক্ষক শিক্ষিকারা শিখিয়েছেন পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। পড়া-লেখা তো অনেক করলাম কিন্তু গাড়ি ঘোড়ার নাম গন্ধওতো দেখতে পাচ্ছি না। সৎ জিবনকে মনে হচ্ছে একটা অমানুষের জীবন। কারন মানুষের রাজ্যে বসবাস করে ঐ রাজ্যের সবাইকেতো আর অমানুষ বলতে পারিনা। একটু নিজেকে পরিবর্তন করতে পাড়লে, আমারো জৌলুশের অভাব থাকবেনা, কিন্তু এই পরিবর্তন নিজেকে করতে পারছিনা বলে হতাশা আর অভাবেরো সব কিছুই দেখা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আর টিকে থাকতে ইচ্ছা করে না। শুধু মিথ্যার আর চাটুকারিতার পথ নিলে অনেক ধনী হয়ে যাবো, সত্যের পথে থেকে ঠিক তার বিপরীত অবস্থানে আছি। আর দুটার মিশ্রণ তথায় এ্যমালগাম যদি হতে পারি তাবে হব সাধারন মানুষ। এ্যমালগাম হতে চাই না। শুদ্ধ থাকতে চাই। পরিষ্কার সত্য অথবা পরিষ্কার মিথ্যা!
১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৪
এ্যামালগাম বলেছেন: অফ যাও গাধা, কোথাও যখন তেল দাও না, মর্ডারেটরদেরো দিও না। অসৎ হবার চেষ্টারও দরকার নাই!!
২| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৮
বৃশ্চিক রাজ বলেছেন: ব্রো আপনার নিকটা পছন্দ হইছে খুব।
১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৫
এ্যামালগাম বলেছেন: ধন্যবাদ ব্রো
৩| ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:০২
জুন বলেছেন: শুদ্ধ থাকতে চাই। পরিষ্কার সত্য অথবা পরিষ্কার মিথ্যা!
শুদ্ধ থাকলে শান্তি পাবেন , আর অসৎ থাকলে টাকা পয়সা হবে কিন্ত আলটিমেটলি শান্তি পাবেন না । সুন্দর লিখেছেন ।
+
১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৯
এ্যামালগাম বলেছেন:
কখনো কখনো সততা অনেক ভুগায়, তখন মনে হয়, অসততার বিনিময় একটু অশান্তি নিব কিনা, অবশ্য ভুগান্তি কষ্টের বা যন্ত্রনার অশান্তিরতো আর না!!
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০২
ডরোথী সুমী বলেছেন: এই পরিবর্তনে শান্তি নাই! ভালই তো আছেন। ভাল থাকুন।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫
এ্যামালগাম বলেছেন: পরিবর্তন না হবার চেষ্টা চলচে চলবে
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১২
এ্যামালগাম বলেছেন:
ওয়াচ থেকে জেনারেলে নেবার জন্য মর্ডারেটরদের ধন্যবাদ
আর মন্তব্য করতে দেবার জন্য ধন্যবাদ দেয়াটা আপনাদের ছোট করা হবে !!