নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমি না, আমি আপনি, ভেবে বলুন, আমি আছি

এ্যামালগাম

মানুষ হিসাবে আমি ভালো না। সততার অসুখ আছে। মাঝে মাঝে নিজেকে সিজোফ্রেনিকদের কাতারে দেখি। কিন্তু আমি তাও না। আমি স্বার্থপর না উদার তা নিয়ে আমার নিজেরই সংসয় আছে। অদ্ভুত সচ্ছল পরিবারের অসচ্ছল মানুষ!!!

এ্যামালগাম › বিস্তারিত পোস্টঃ

এ্যমালগাম-৫ (প্রথম প্রেম)

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৮



প্রথম প্রেম কাকে বলে? এটাই মাঝে মাঝে বুঝি না! যতবার প্রেমে পড়েছি সবগুলো ফিলিংসই স্ট্রং ছিল। ক্লাস সিক্সের লিওন, ক্লাস এইটের মিনু, ক্লাস ইলাভেনের জেমি। লিওন এতই ভালোছিল যে কখনো সামনেই জেতে পারিনাই, আর পরে বুঝলাম ও আমার চেয়ে বড় তাই তা ক্ষন্ত দিলাম, তখন ওটা বড় বাধা ছিল। মিনুকে শুধু দেখতাম আর দেখা দিতাম!! ফুল পেয়েছি অনেক বার, এর বেশী কিছু না। ওর ভাই বাধাদিলে ব্যাপারটা শেষ হয়ে যায়। এর পরে জেমি পর্ব। ঐ মেয়েটা হর্নি ছিল। ওর ব্যাপারগুলো ছিল ফিজিকাল। আমি ওকে অনেক ভালোবাসতাম। ওর ঠোঁট আর শরীর আমার স্পর্স পাওয়া। ব্যাপারগুলো ভালো লাগত না আমার। ওকে বলেছি, কিন্তু ওর সাথে ছিল অমিত শৈলী নামের অসৎ সঙ্গ। একবার ওর বাবা-মা বাসায় না থাকায় ওর বাসায়ও জেতে হয়েছে। তেমন কিছুই হয়নাই, লাভের লাভ হয়েছে, আধাঘন্টার স্তন চাপাপাপি আর ১০মিনিটের চুম্বন। সে এক অদ্ভুত ভালো লাগা। ওকে ছাড়বার পরেও অনেক দিন ভুলি নাই। এরা কে আমার প্রথম প্রেম কখনোই বুঝি না। জেমী ভালো নেই। কিন্তু ব্যাপারটা আমার কখনো খারাপ লাগে না। (ফেসবুকের কল্যানে জানি) কিন্তু আমার বৌ, ও হয়ত আমার শেষ প্রেম প্রতিবার ওকে দেখি অনুভব করি আর মনে হয় আরে তোমার সাথে আমার ক্লাস সিক্সে থাকতে কেন দেখা হলনা। আর আমি নিশ্চিত, এই মহিওষির মত সত্যি করে কেউ আমাকে ভালোবাসে নাই।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৯

মুদ্‌দাকির বলেছেন:

ভাই যেমনে সবার নাম নিলেন??!!!

আমার মনে হয় আপনার স্ত্রীই আপনার প্রথম প্রেম

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০২

এ্যামালগাম বলেছেন: ভাই আমারো তাই মনে হয়, কিন্তু ঠিক বুঝি না!!!

নামগুলো কাল্পনিক ভাবুন। :P

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

ডরোথী সুমী বলেছেন: বউয়ের ভালবাসার মধ্যেই থাকুন। পুরনো ঘেঁটে শুধুই শান্তি নষ্ট। ঠিক না?

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

এ্যামালগাম বলেছেন:
ওর হাসিতে হাসি ওর কান্নায় কাঁদি, ওর সাময়িক অনুপস্থিতিতেই জীবন অর্থ হীন মনে হয় , তাই তার আবেশেই আছি :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.