![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হিসাবে আমি ভালো না। সততার অসুখ আছে। মাঝে মাঝে নিজেকে সিজোফ্রেনিকদের কাতারে দেখি। কিন্তু আমি তাও না। আমি স্বার্থপর না উদার তা নিয়ে আমার নিজেরই সংসয় আছে। অদ্ভুত সচ্ছল পরিবারের অসচ্ছল মানুষ!!!
এতটুকু জীবনে যা বুঝলাম, বাস্তব নিয়ে কেউ চিন্তাভাবনা আলোচনা সমালোচনা করলেই কেউ বলেন অভদ্র, কেউ বলেন অপ্রয়োজনীয়। মনে হয় যেন সবাই অবাস্তবের মধ্যেই থাকতে চান। শুধু মাত্র দুটা জিনিশকে বাস্তব মনে হয়। এক হচ্ছে ক্ষুধা আর দুই হচ্ছে যৌনতা। আর ৃথিবীর সব কিছু আর সব কর্মই এই দুই বাস্তবতার অলংকার। অন্তত আমার তাই মনে হয়। আপনাদের ভিন্ন মত থা্কলে বলতে পারেন। সামাজিকতা ভদ্রতা শালীনতা এগুলো আমাদের বানানো অবাস্তবতা। কিন্তু এগুলকে ঘিরেই আমরা অভিনয় করে যাচ্ছি প্রতিনিয়ত। যদি পরিক্ষা করতে চান, এই ব্লগেই, সানি লিওনি বা যৌনতা নামদিয়ে কোন পোষ্ট দিন অথবা টাকা কামানোর সহজ উপায় লিখেআলতু ফালতু বাল্-পোষ্ট দিন দেখবেন হিট আর হিট। আর শালীনতা, সততা, ভদ্রতা নামের পোষ্ট গুলো কেউ পড়বেনা। এমন কি স্টিকি হলেও না। লাভ কি অবাস্তবতায় বসবাস করে। কেন ক্ষুধা আর যৌনতা নিয়ে কথা বলা যাবে না??
©somewhere in net ltd.