![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হিসাবে আমি ভালো না। সততার অসুখ আছে। মাঝে মাঝে নিজেকে সিজোফ্রেনিকদের কাতারে দেখি। কিন্তু আমি তাও না। আমি স্বার্থপর না উদার তা নিয়ে আমার নিজেরই সংসয় আছে। অদ্ভুত সচ্ছল পরিবারের অসচ্ছল মানুষ!!!
ঢাকায় একটা বাচ্চা স্কুলে পড়বে, কেন তাকে সব থেকে সেরা স্কুলে পড়তে হবে? সেরা স্কুল মানে কি? লটারি কেন? পরিক্ষাই বা কেন? কেন তদবির আর ঘুষ!! কেন সব বাচ্চার প্রাথমিক শিক্ষা এক মানের হবে না? এই যন্ত্রনা কি বাচ্চারাই সৃষ্টি করছে না তাদের উচ্চাকাঙ্ক্ষী বাবা মায়েরা? সেরা শিক্ষা কি মানুষ হবার শিক্ষা নয়? মানুষ কিভাবে হবে, যখন একটু বড় হয়েই জানবে ওমুক বা তমুক শিক্ষককে ঘুষ দিয়ে তাকে স্কুলে পাঠানো হয়েছে? ১০০ তে ১০০ পাবার রেসে বাচ্চাদের যে চাপদেয়া হচ্ছে এবং তাদের শৈশব ধংশ করা হচ্ছে তারই বহিঃ প্রকাশ হচ্ছে কৈশোরের অমনোযোগীতা, আজে বাজে কিন্তু সহজ কাজ(নেশা বা পর্ন) এবং আজ কাল কোন কোন ক্ষেত্রে আত্নহত্যা পর্যন্ত। কেউ কি কিছুই করবেন না? কেউ কি সচেতন হবেন না? কত আলতু ফালতু আন্দোলনইতো হয় আমাদের দেশে!!! কিন্তু কেউ কি ভাবেন না, দেশের প্রকৃত ভবিষ্যৎ হল, ভবিষ্যৎ এর মানুষ গুলো।
©somewhere in net ltd.