নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমি না, আমি আপনি, ভেবে বলুন, আমি আছি

এ্যামালগাম

মানুষ হিসাবে আমি ভালো না। সততার অসুখ আছে। মাঝে মাঝে নিজেকে সিজোফ্রেনিকদের কাতারে দেখি। কিন্তু আমি তাও না। আমি স্বার্থপর না উদার তা নিয়ে আমার নিজেরই সংসয় আছে। অদ্ভুত সচ্ছল পরিবারের অসচ্ছল মানুষ!!!

এ্যামালগাম › বিস্তারিত পোস্টঃ

এ্যমালগাম-১২(ভাল মানুষ)

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬


নিজেকে ভাল মানুষ ভাবা এক জিনিশ আর প্রকৃতই ভাল মানুষ হওয়া আরেক জিনিশ। মাঝে মাঝেই মনে হয় আসলে প্রতিটাক্ষন একটা ভাল মানুষের অভিনয় করে যাচ্ছি। এখনই নিজের মনের চাহিদা গুলো মিটাতে পারলে মিটিয়ে নিতাম, শুধু দুনিয়া না জানলেই হত। এখনি অনেক অনেক বড় একটা টাকার বস্তা পেয়ে গেলে নিজেই নিজের মনে করে দখল করতাম, কখনই এর মালিককে খুজতাম না। কিংবা যদি গোপন অভিসারে যেতে পারতাম কেট ব্লেঞ্চেটের সাথে, নিজের বৌ এর কথা হয়ত মনেও আসত না। আমার এক কলিগ আমাকে একবার বলে ছিলেন, যারা পায় না তারাই সততার অভিনয় করে, তুমি সুরঞ্জিতের সিটে বস মানুষ তোমার বাসায় ৫ কোটি টাকা নিয়ে আসলে তুমিও না করবা না। আমার মাঝে মাঝে মনে হয় আলাঊদ্দিনের আশ্চর্য প্রদীপটা যদি পেতাম এত কষ্ট আর পেতে হত না, অথবা যদি এখনি হাতে পেয়ে যেতাম আমার ইনহ্যারিটেন্স এর সম্পদ গুলো যা আমি হয়তবা কোন দিন ইনহ্যারিট করব!? প্রায়ই ভাবি কালো জাদু বা জ্বীনএর ক্ষমতা যদি আমার থাকত, তবে কত কিছুই না করতাম। তবুয় দমে যাই, সাড়ে বার টাকার জিনিশ সাড়ে বার টাকা দিয়েই কিনি, বার টাকা দিয়ে নয়। হাজার হাজার টাকার হাতছানি দেখেও না দেখার ভান শুনেও না শুনার ভান করি। নিজে কে ভালো মানুষ ভাবি, ভাবি গায়েতো চর্বি জমে যাচ্ছে!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩

এ্যামালগাম বলেছেন:

আপনার আসলেই মনে হয় আপনি ভাল মানুষ??? :) :)

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

এ্যামালগাম বলেছেন: মোটেই না। :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.