নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমি না, আমি আপনি, ভেবে বলুন, আমি আছি

এ্যামালগাম

মানুষ হিসাবে আমি ভালো না। সততার অসুখ আছে। মাঝে মাঝে নিজেকে সিজোফ্রেনিকদের কাতারে দেখি। কিন্তু আমি তাও না। আমি স্বার্থপর না উদার তা নিয়ে আমার নিজেরই সংসয় আছে। অদ্ভুত সচ্ছল পরিবারের অসচ্ছল মানুষ!!!

এ্যামালগাম › বিস্তারিত পোস্টঃ

এ্যমালগাম-১৩(কাম স্বাধীনতা)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৪


বিয়ের আগে মাথায় ছিল কাম আর কাম। মনে হচ্ছিল যেন এই বার আর কোন বাধা নাই। যত অবসর কাটবে কাম রাজ্যে। কামেই ডুবে যাব অবকাশে। বিয়ের পারের জীবনটা আর ঐ রকম কল্পনার সাথে কিছুই মিললনা। দেখি আমারচেয়ে একটা কোল বালিশো অনেক প্রিয়। আর পোলাপাইন হবার পরেতো আমার কাম রাজ্যের অস্তিও্বই নাই। যতটুকু ভালোবাসা ছিল আমার জন্য তার ৯৯ ভাগ বরাদ্দ এখন ওদের জন্য। আমার কাম রাজ্যের বিকাশতো নাই বরং অস্তিত্ত সংকট। এখন প্রায়ই মনে হয় আমি পরাধীন। আজ মনে হচ্ছে স্বাধীনতা দরকার, খুব শিগ্রই স্বাধীনতা দরকার। আর দরকার একটা গার্লফ্রেন্ড যার বয়স অহল্যার মত ১৬তে না হলেও কুড়িতেই চিরদিনের জন্য আটকে যাবে। কেউ ভুলেও ভাববেন না, আমি ওকে ভালোবাসি না!!!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

এ্যামালগাম বলেছেন:
বড়ই দুঃখ নিয়া রাইত ১২টার পরেও ব্লগে লগ ইন করলাম !!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

এ্যামালগাম বলেছেন: সকাল সুন্দর ছিল !!

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১২

মহা সমন্বয় বলেছেন: এত দুঃখ নিয়েন না.. আরেকটা বিয়ে করে ফেলেন । কারণ ৪ টা বিয়ে করা জায়েজ আছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

এ্যামালগাম বলেছেন:

বিয়া আর করমু না। গার্লফ্রেন্ড হইলে সই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.