নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমি না, আমি আপনি, ভেবে বলুন, আমি আছি

এ্যামালগাম

মানুষ হিসাবে আমি ভালো না। সততার অসুখ আছে। মাঝে মাঝে নিজেকে সিজোফ্রেনিকদের কাতারে দেখি। কিন্তু আমি তাও না। আমি স্বার্থপর না উদার তা নিয়ে আমার নিজেরই সংসয় আছে। অদ্ভুত সচ্ছল পরিবারের অসচ্ছল মানুষ!!!

এ্যামালগাম › বিস্তারিত পোস্টঃ

তোমার অপেক্ষা

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯



তোমার অপেক্ষা

লিখেছেন কবি কাজী এ্যমালগাম ইসলাম

অসম্ভব মিস করছি ,
অসম্ভব মিস করছি, তোমাকে
তোমাকে না দেখা কটা দিন,
দিন নাই রাত নাই, শুধু বৃষ্টি
শুধু বৃষ্টিকি আর ভালো লাগে,কোথায় শুরা
শুরা চাই আমার এখনি,চাই নেশা
নেশা কেমন সাকি ছাড়া, নষ্ট সব
নষ্ট সব আমার কল্পনায়, তুমি নাই
তুমি নাই গন্ধ নাই নেশা নাই
বৃষ্টিটার গন্ধ কেমন যেন নগ্ন
তোমার একটু গন্ধ
সুন্দর করে দাও
এমন কেন হবে
সব ভালোলাগায় তোমার অপেক্ষা ?





উৎসর্গঃ আমার বৌ, যে ঢাকায় গরমে বইসা কষ্ট পাইতেছে,







আর লেখক আমি যার সিলেটের আরামের আবহাওয়া সব কিছু কষ্ট লাগতাছে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৬ রাত ১১:৩৫

মুদ্‌দাকির বলেছেন:

সব ভালোলাগায় তোমার অপেক্ষা এখানে প্রশ্নবোধক কেন???

কবিতা কঠিন জিনিস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.