নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

২৭শে সেপ্টম্বর সার্ভার মেইনটেন্যান্স ইসুতে শান্তিপূর্ণ ভাবে সামুতে হরতাল পালিত হলো

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০২

অবশেষে ২৭শে সেপ্টম্বর সার্ভার মেইনটেন্যান্স ইসুতে শান্তিপূর্ণ ভাবে সামুতে হরতাল পালিত হলো।
আর এ হরতালের জন্য দেশ ও দেশের বাহিরে থাকা সামুর অনেক অ্যাক্টিভিশন সদস্য, ম্যাম্বারদের, পোস্ট লেখা, পোস্ট পড়া এবং কমেন্ট করা, থেকে বিরত থাকতে হয়েছে ।সকল সদস্যদের ২৭শে সেপ্টম্বর থেকে ২৯শে সেপ্টম্বর সকাল ৭ঘটিকা পযন্ত বেশ দূরযোগ পূণ্য অবস্থায় কাটাতে হয়েছে সামুর সকল ব্লগারদের । যাই হোক গত দুদিন টাণা পরিশ্রম করে অবশেষে সামুকে মেইনটেন্যন্স করতে সক্ষম হয়েছেন কৃতপক্ষ। সে জন্য সামুর কৃতপক্ষকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই ।তবে বলা চলে ২৭তারিখ সারাদিন সামুর রাস্তা জনশূণ্য ছিল । প্রতিটি ব্লগারের ব্লগ বাড়িগুলো ছিল বেশ ফাঁকা ।তবে এ নিয়ে দেশের ও দেশের বাহিরে কোথাউ কোন সংঘষ এবং ব্লগারদের মধ্যে কোন রকম বিদ্রহের ঘটনা ঘটেনি । B-) কিন্ত ঘটনা ঘটেছে সার্ভার চালু হওয়ার কয়েক মিনিট পরে ।

সার্ভার চালু হওয়ার কয়েক মিনিট পরেই সামুর সব ওল্টাপাল্টা লাগছিল। এতে সামুতে অ্যাক্টিভিশন থাকা দেশ ও দেশের বাহিরে সকল জনগন ব্যফক আঘাত প্রাপ্ত হন । অনেকেই ভেবে নিয়েছিলেন সামু হ্য়ত হ্যাক হয়েছে । যাই হোক শেষ খবর পাওয়া পযন্ত, যদিও ব্লগ দলের নেতা ও নেত্রীরা গত ২৬/০৯/২০১৬ তারিখে এ সিদ্ধানত নেন এবং নোটিশ বোর্ড সূত্রে এক বিশেষ সংবাদ সম্মেলনের ২৭/০৯/২০১৬ তারিখে সকাল ৭টা থেকে বিকাল ৩টা পযন্ত এ হরতালের কথা জানানো হয়। কিন্ত কিছু সমস্যার জন্য সামুর সার্ভার ঠিক মত কাজ না করায় ২৯শে সেপ্টম্বর সকল ৭ঘটিকা পযন্ত ব্লগারদের বেশ হয়রানি হতে হয়েছে ।

তবে এখনো মনে হচ্ছে সামুর সার্ভার এর অবস্থা চরম খারাপ পর্যায় ।
১। মন্তব্য ৫টি দেখতে গেলে দেখায় দুটি ।
২। পোস্ট হচ্ছে না ।
৩। মন্তব্য করা যাচ্ছে না।

ব্লগার দেখাছে ৫৩২জন আর ভিজিটর প্রায় ৪৫০০জন মোবাইল থেকে প্রায় ২৫০০ তবে এটা আরও দের ঘন্টা আগে দেখেছিলাম ।
যাই হোক আবার সামু ঠিক হয়েগেছে । আশা করছি এখন আর কোন সমস্যা নাই বা এখন আর সমস্যা হবে না।
অক্লান্ত পরিশ্রম করে আবার পূর্বে ন্যয় সামুকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়ায় কতপক্ষকে আন্তরিক ধন্যবাদ ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৪

বোরহাান বলেছেন: গত দুই দিন খুব প্যারায় সময় কাটছিলো!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখনও শেষ হয়নি অনেকে পোস্ট ৭৫০ এর উপরে পঠিত হয়েছি সেগুো এখন দেখাচ্ছা ৩০ থেকে ৩২বার ।
কিছু পোস্টের রেটিং মানে প্লাস নাই ।আবার কিছু নির্বাচিত হওয়া পোস্টও নির্বাচিত পাতায় নাই।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩২

খায়রুল আহসান বলেছেন: ৮ ঘন্টার হরতাল শেষ পর্যন্ত ৪৮ ঘন্টায় গড়ালো। হরতাল শেষ, তবুও এখনো রাস্তায় তেমন গাড়ী ঘোড়া দেখা যাচ্ছেনা।
চিরাচরিত জ্যাম দেখার অপেক্ষায় আছি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখনও শেষ হয়নি অনেকে পোস্ট ৭৫০ এর উপরে পঠিত হয়েছি সেগুো এখন দেখাচ্ছা ৩০ থেকে ৩২বার ।
কিছু পোস্টের রেটিং মানে প্লাস নাই ।আবার কিছু নির্বাচিত হওয়া পোস্টও নির্বাচিত পাতায় নাই।ঘটণা গুরুত্বর ।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক সামুকে ধন্যবাদ তবু সে এসেছে ফিরে ।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০২

রক্তিম দিগন্ত বলেছেন:
নোটিফিকেশন প্রবলেম এখনো কাঁটেনি। আগে তো তবুও সংখ্যা দেখাতো। এখন নোটিফিকেশন অনেকগুলো আসলেও শুণ্যই থাকছে।

লোড হতেও প্রচুর টাইম লাগছে। ভেবেছিলাম আইএসপির সমস্যা। পরে দেখি, মোবাইল-পিসি কোনটাতেই লোড হয় না ভাল করে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুঝতে পারছিনা এর শেষ কোথায় ? অবস্থা খুব গুরুত্বর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.