নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

আমার ভাই তোমার ভাই ব্লগার চাঁদগাজী মামা এগিয়ে চলুন আগে আগে =p~ =p~

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৪


আমার ভাই তোমার ভাই ব্লগার চাঁদগাজী মামা এগিয়ে চলুন আগে আগে, আর আসি পিঁছে পিছে।
আজকাল দেখছি চাঁদমামুর দুঃখের শেষ নাই ! আহা!রে বেচারা চাঁদগাজী মমুর পোস্টে বলে কোন পাঠক জমছে না ।
সে দুঃখে আমাগো চাঁদ মামা রাজনীতি ছেড়ে প্রেম নীতি ধরবেন =p~
মানে হলো চাঁদ মামার ইচ্ছে এখন থেইক্কা তিনি রাজনীতিবিদ বাদ দিয়ে কবি কাজীনজরুল,রবিন্দ্রনাথ,দলে যোগদিতে চান ।
তিনি বিবেক আনন্দ হতে চান ।
বাদ দিবেন রাজনীতি
এই বুঝি বুড়ো বয়ছে তাকে ধরেছে ভীমরতি
আহা! চাঁদ মামা
বেশি না করিয়া কাবা কাবা
চালাইয়া যান রাজনীতি
আর স্বপ্ন দেইখেন না হওয়ার কটিপটি
চলুক পোস্ট আপনার রাজনীতি লেখা ভালো ভালো
আপনার লেখায় জ্বলুক সকলের স্বপ্নের আলো ।
আমার ব্যাক্তিগত মতামত আমি এই ব্লগের অল্প কয়েকদিনের মেহমান বলাচলে এই আছি হয়ত এই নাই । তবে একটি কথা
ব্লগে যেমন কবিতা,ছড়া,গল্প,ছন্দের প্রয়োজন আছে, তেমন রাজনীতির সম্পর্কে বুঝা ও জানারও প্রয়োজন আছে ।
কিছু কিছু কাজ যেমন অশ্র দিয়ে হয় না,সেগুলো হয় কলমের শক্তি দিয়ে ।যাই হোক ব্লগার চাঁদগাজী ভাইয়ের রাজনীতি নিয়ে লেখাগুলো আমার কাছে বেশ ভালই লাগে । তাই আমি মনে করি কোন একক দলীয় ভাবে না লেখে পুরো দেশের ভালো মন্দ এবং দেশের সকল রাজনীতি দলের ভালো মন্দ প্রেক্ষাপটগুলো ভালোভাবে তুলে ধরুন ।যাতে করে আমরা ছোটখাটো ব্লগাররা আপনার পোস্ট থেকে রাজনীতি সম্পকে নতুন নতুন ভালো ভালো ম্যসেজ দেখতে পাই এবং কিছু শিখতে পাই। যাতে করে আপনার লেখা থেকে দেশ ও দেশের মানুষের জন্য মঙ্গলময় কিছু বয়ে আনে । তাছড়াও আপনার লেখার হাত অনেক ভালো। আরো ভালো করুন।আশা করি আপনার পাঠক
আপনারই থাকবে। সবাই যে রজনীতি পোস্ট পড়বে সেটা কোন কথা নয়,যার ভালো লাগবে সে পড়বে,যার ভলো লাগে না সে পড়বে না,
তাতে সমস্যা নাই । আপনি লেখে চলুন অবিরত অবিরতিহীন ভাবে ।আমরা আপনার পোস্ট পড়বো।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:




ভাবছিলাম, কবিতা লেখার চেস্টা করবো, বেঁচে গেলাম, সাগরেদ ১টা পাওয়া গেছে!

শেখ হাসিনা মানুষের টাকাগুলোকে যক্ষের মতো রিজার্ভে ধরে রেখেছেন; এ টাকা থেকে বছরে ২/৩ বিলিয়ন ডলার খরচ করে, পুরো জাতিকে ফ্রি পড়ানো সম্ভব। উনি আমার পোস্ট পড়লে পিএইডি কেনার দরকার হতো না।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৮:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমাদের দুঃখটা ওখানেই উনারা আমাদের কথা শুনেন না । আর এর কারন হচ্ছে উনারা আমাদের কথা শোনলে ওনাদর পেট ভরে খাওয়া চলবে না ।বিশ্ব রাজনীতি দলগুলোর কথাই একবার ভেবে দেখুন ।

২| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: ভাল পরামর্শ দিয়েছেন ।




০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.