![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কথা আমার ধাঁধা
সত্য করে বলছিগো আছো ব্লগ যত, বোন,ভাই, দিদি, দাদা,
মানুষ আমি ভালা মনেতে নাই কোন কাঁদা।
এটা কবিটাতো নয় যেন ফান,
জানি এইটা পড়ে অনেকের গরম হইয়া যাইবো কান,
কেহ কেহ আইবো মোর চোদ্দ গুষ্ঠির নাম ধইরা দিবো টাণ,
তবুও মুই সত্যি কইরা বলছি লেখছি এটা ফান,
তোমরা মোর কাইরো না জান,
দিয়ো না কলিজায় ধইরা টাণ,
গাই মুই বরিশাইল্লা ভাষায় গাণ
পুয়া মুই বরিশাইল্লা না,হইলাম চাঁদপুইরা চাঁন ।
জাতি মুই বাংলাদেশী,
পুরো বাংলাদেশ মোর প্রাণ।
মাঝে মধ্যে খাই মুই বরিশাইল্লা টক আমড়া,
আবার মাঝে মধ্যে খাই রাজশাহীর মিষ্টি পান।
এইটারে এহানে দিনু ইতি……………..টাণ
আগামীবার লেখমু সামুজিরে নিয়া কবিতা নয়ত একখান গান।
©somewhere in net ltd.