নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ সে কালো পাথুরে

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১১


বহু ঘুরে ফিরে,
পেয়েছিলাম তার খোঁজ,
বহু পথ পেরিয়ে,বহু কষ্ট মাড়িয়ে,
পেয়েছিলাম তার সোর্স।
বিশ রাত্রী বিশ দিন পর,
যেয়ে পৌঁছালাম,
পাশে বনে,ক্লান্ত হয়ে পড়লাম,
দুই নয়ন ভরে তিনশত হাত সামনে সে পাথর দেখলাম
স্বপ্নে দেখা পাথরের সাথে মিলিয়ে নিলাম।
মাঁঝ রাতে,বনের ঝারে,পাশে বড় বৃক্ষের দাড়ে,
অক্লান্ত নিঠুর ঘুমের ঘরে,
দেখি দুই পাহার বেয়ে নেমে আসছে বহু যুবতি,
সবই যেন অক্লান্ত,কাবুতি,
ছিল সেদিন তাদের পহরে,
নিজ দেহের ফোঁটা ফোঁটা রক্তে,
রাঙ্গিয়ে তুললো ভক্তে।
কিছু সময় পথ পেরিয়ে,
হঠাৎ পাথুরে হলো সর্পরাজে,
বহু রমনী বহু সাঁজে,
এসে চমু খায় তার কপালে,
আর সময় হবে না চন্দ্রিমা পারালে।
একটা করে লাল তিলক
ওটা ছিল কালো রাতে লাল চন্দ্রের ঝলক।
সর্প রাজের মহিমা পেতে
নগ্ন নিট্যে ঢাক,ঢোল,বাদ্য,তালে,
সব পাহাড়ী রমনী,হাজার হাজার বছরের সাঁধনাতে
সর্পরাজের প্রেম লীলায় উঠে মেটে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৮

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মন্তব্যে অনুপেরিত।

২| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: হাসু মামা, ভালো হতে পারতো!

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয়ত হোত কিন্তু করিনি বেশি সুন্দর করতে গেলে বেশি অর্থবেদ হতো, আর হয়ত সে কারনে অনেকে বলতো ধর্ম বিরোধীতা
করছি,তাই করিনী। তবু ভেবেেছিলাম এবং ভয়ে ছিলাম একজনের লাইকক দেখে হয়ত চলেগেছে, পরে দেখি না যাইনি,ভাই
হলো। তবে আপনার মন্তব্যে অনুপেরিত হোলাম।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০০

অনুকথা বলেছেন: ভালো হয়েছে।

০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ মর্ণিং

৪| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪৯

রক্তিম দিগন্ত বলেছেন:
ভালই, তবে বাংলা কবিতায় ইংরেজী একটা শব্দই কবিতার ভাব নষ্ট করে দিল।

০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওটা কবিতার ছঁন্দ মিলানোর জন্য । ধন্যবাদ শুভ মর্ণিং ।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৯

মামুন ইসলাম বলেছেন: বাহ ! চমৎকার :-B

০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.