নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

শুয়াংহি হলো চীনের সবচেয়ে উঁচু গুহা

১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৫



সম্প্রতিক চীন এবং ফ্রান্সের একদল যৌথ অনুসন্ধানী চীনের সবচেয়ে দীর্ঘতম গুহাটি চিহ্নিত করেছেন ।গুহাটি উচ্চতায় প্রায় একশো ৮৬ কিলোমিটার। এটি চীনের সবচেয়ে উঁচু এবং এশিয়ার দ্বিতীয় উচ্চতম এই গুহাটি শুয়াংহি অথবা কার্স্ট গুহা নামেও পরিচিত। গুহা গবেষকরা ২০১৬ সালের ১৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণ ও পশ্চিম চীনের গাইজু প্রদেশের ওয়েনকোং জনপদের শুয়াংহি গুহায় একটি যৌথ অভিযান চালান।অনুসন্ধানীরা গুহার অভ্যন্তরে ১৩টি স্থানে মেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম খুঁজে পেয়েছেন। পড়ে থাকা অস্থিগুলোর বেশকিছুকে তারা ভাল্লুক এবং হাতির বলে ধারণা করছেন।


কার্স্ট গুহাটি প্রথম আবিষ্কার হয়েছিল ১৯৮০ সালে। তারপর ১৯৮৭ সাল থেকে এই গুহাটি নিয়ে ১০টিরও বেশি পরীক্ষা নিরীক্ষা চালান চীন এবং বিদেশি গবেষকরা। সেসব গবেষণায় গুহাটির মোট দুইশো তিনটি প্রবেশপথ খুঁজে পাওয়া যায়।তবে নতুন অভিযানের গবেষক দল জানান ২০১৪ সালে শুয়াংহির উচ্চতা যতটুকু ছিলো তার তুলনায় সে ২৫ কিলোমিটার বেড়েছে।
তথ্যসূত্র, ইন্টারনেট।




মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.