![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপরের ছবিটি আজ সকালে সাতটার দিকে যখন ব্লগ লগিন করেছিলাম তখনকার স্কোর বা পরিসংখ্যান ।
কদিন থেকেই দেখছি ব্লগে ঢুকতে বেরুতে গেলে অথবা নতুন পোস্ট লেখতে ও মন্তব্য বা মন্তব্যের পতিউত্তর দিতে গেলে ম্যাসেজ আছে
504 Gateway Time-out
nginx
মনে হচ্ছে সামুর যে সার্ভার,সেটার রোম স্প্রিট খুব বেশি একটা ভালো না।এ ছাড়াও সম্ভবত সামুর সার্ভার পিসি খুবই দূর্বল ।
যাই হোক রোগ থাকলে রোগের ঔষুধও আছে !
যেমন পৃথিবীর কোথাও লাইলী থাকলে মজনুও আছে।
সুতারাং সার্ভারের রোগ হলে তার চিকিৎসাও আছে ।সামুর মহাদয় কৃতপক্ষের কাছে অনুরোধ থাকবে যত দুরত সম্ভব,
ব্লগে এসব রোগের চিকিৎসা করান।
২| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২৮
অন্তু নীল বলেছেন: একটা মন্তব্য করতে দুই তিন বার রিলোড করতে হয়।
এটার দ্রুত সমাধান দরকার।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৫
অবনি মণি বলেছেন: সামুর মহাদয় কৃতপক্ষের কাছে অনুরোধ থাকবে যত দুরত সম্ভব,
ব্লগে এসব রোগের চিকিৎসা করান।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: সকাল থেকে চেষ্টা করে করে আজ রাত ১০ টায় একটা পোস্ট দিতে পেরেছি জিনপিংকে বিরিয়ানি খাওয়ানো নিয়ে । কতুপক্ষ এ বিষয়ে নজর দিলে ভাল হত ।
ধন্যবাদ বিষয়টা নজরে আনার জন্য ।
৫| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৮
রক্তিম দিগন্ত বলেছেন:
502 Gateway Time-out
সকাল বেলা সমস্যাটা বেশি করেছে। একমাত্র সকালটাতেই একটু স্পিড পাওয়া যায়। তখনই দেখি গেটওয়ের সমস্যা।
ব্লগ এমনিতেই মৃতপ্রায় ছিল। এখন প্রায় একদম শেষ বলা যায়। কষ্টেসৃষ্টে অনেকেই পোস্ট করছে তবুও। কিন্তু পড়তেই তো পারছে না কেউ, জবাব দেওয়া তো দূরের কথা।
সমস্যা অতিদ্রুত সমাধান করতে হবে। নাহলে সামুর ইতি ঘটতে সময় লাগবে না।
৬| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫০
হাকিম৩ বলেছেন: ধন্যবাদ বিষয়টা নজরে আনার জন্য ।
৭| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৫
অরুনি মায়া অনু বলেছেন: একটি মন্তব্য করতে ১৫ মিনিট লেগে যাচ্ছে ,ধৈর্য্য রাখা মুশকিল
৮| ১৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫০
সামিউল ইসলাম বাবু বলেছেন: অামি অনেক চেষ্টা করেও অাজ সকালে কোন ছবি অাপলোড করতে পারলাম না।
বিরক্তি কর
৯| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫০
জে.এস. সাব্বির বলেছেন:
আমার সামু এখন ফুরফুরা....
সামুকে freebasicsডটcom এ যোগ করার দাবি জানাচ্ছি!
১০| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
লেখা পাগলা বলেছেন: প্রায় সময় ঝামেলা হয়।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২৪
সুমন কর বলেছেন: খুবই বিরক্তিকর !! কয়েক দিন ধরে অনেকেই এ সমস্যার কথা জানিয়েছে। তবুও সমাধান কিংবা কোন নোটিশ পাওয়া যাচ্ছে না। এভাবে চললে ব্লগার সংখ্যা কমে যেতে পারে। আশা করি, কর্তৃপক্ষ দ্রুত কোন ব্যবস্থা গ্রহণ করবে।