নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

ব্লগার-দের নিয়ে রম্য+ফানি কবিতা

১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯


ব্লগ মাতাজি ম্যাম ‘জানা,
সকলে বাধ্য তাহার কথা মানা ।
উনি ব্লগে সবার উপরে ছায়ার মত রাখেন নজর,
কেও টিড়িং বিড়িং করলে বেশি করেদেন তার খবর।

আসেন দেহী ‘কাল্পনিক_ভালবাসার, ভাবনা,
তিনি ব্লগ ভালো,মন্দ, লেখার বিচারক,তয় কোন ঘুষটুছ খাননা ।
দেননা তিনি কাওকে কোন খাজনা,
চলবেনা এসব ঘুষথুছ নিয়ে কোন গাণি বাজনা।
সকলকে দেন ভরপুর ভালোবাসা,
নিজের জন্য নাই কোন তার আশা
নাই নিজের কোন ভাবনা,
ফাকে ফাকে মনের ভিতর নিজেকে নিজে করেন আল্পনা।
যদিও অনেকে ডাকে তারে বলে ‘কাভা’
তয় কিন্তু আইজো দেখি নাই,মারতে কারো কথায় থাবা।
তিনি বদ্ধ গুটি চালক দাবা,
ভুলট্রুটি বেয়দবী করুক ছাই ক্ষেমা ।

কি জানি নাম তার ?
ওহ! মনে পড়ছে নাম তার,গেম চেঞ্জার
গেম খেলা কর্ম তার,
সব জিতলেও অবশেষে প্রেম খেলায় মানেন হার।
খেলেন তিনি নতুন নতুন খেলা,
খেলতে খেলতে যায় কেঁটে বেলা ।

সুমন কর,
দেন করে নিজেই ফাকি ভরপুর
করের হিসাব না মিলাতে পেরে
কাঁদেন শুধু রাত-দুপুর ।

আহমেদ জী এস,আই,
তিনি হলেন হগল ব্লগারদের বড় ভাই,
ব্লগে তাহার কোন ক্যাচাল নাই,
আমরা সারা জীবন আপনাকে এভাবেই,
হগল ব্লগারদের সাথে দেখতে চাই,
সুখে দুখে সব সময় যেন আপনাকে আমাদের পাশে পাই ।


তিনি মন্তব্য করে ব্লগারদের দেন সাহস,
পড়লেই দিল খোঁশ ।
তার যেমন লেখা তেমন মন্তব্য,
সবই যেন তার সীমানা গন্তব্য।
তার লেখা পড়ে হয়না কেও বিরক্ত,
তিনি আমাদের ভাই বিদ্রোহী ভৃগু।

লেখাটি যাষ্ট সকলকে ফানের চোখে দেখা অনুরোধ করছি ।ভুলত্রুটি মানুষ মাত্রয়,ভুলের নাই শেষ নাই ক্ষয়,এ যেন মানুষের মাঝে সম্পদ বিরাট এক অক্ষয়।

প্লীজ সকলের নাম মনে পড়ছে না,তাই সকলে পড়ে একটি করে মন্তব্য করে,এই কবিতায় আপনাকে অ্যাক্টিভিশন করুন

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
লিখেছেন রম্য
হল কতটুকু কর্ম্য
ছুটছে কি ঘর্ম্য

হা হা হা

এত অল্প কেনু !!!!

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাইয়া ।
অল্প দিয়েই শুরু করলাম । সামনে বাড়িয়ে দিমুনি । :)

২| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

দৃষ্টিসীমানা বলেছেন: সবার পেটে সস্তায় ভাল জিনিসটি দিচ্ছি , সেই খাদ্যটি তো নিয়ম মাফিক বের হয়ে যাচ্ছে তাই আমার কথা মনে আসেনি , তাই না ? :)

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :P
দুঃখীত আপু দুটি কারনেই !
১। প্রথমটি জবাব দিতে দেরি হলো বলে ।
২। ২য়টি হলো মনে ছিলো না বলে । :)

৩| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: হুম।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু................. ;)

৪| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৪

সুমন কর বলেছেন: এইতো ৩ দিন আগেই, সব করের হিসাব সরকারকে বুঝিয়ে দিয়ে আসলাম......বেশিই দিলাম। !:#P

দিয়ে কিন্তু ভালোই লাগছে।...........হাহাহাহাহা

হালকা মজা পেলাম।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আচ্ছা............... তাই :)
থ্যাঙ্কু সুমন কর ভাই।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১২

শাহরিয়ার কবীর বলেছেন:

৬| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১৫

কানিজ রিনা বলেছেন: মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি
মুখের কথা আ আ আ.....?

৭| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: ফান কাব্যখানি দারুন উপভোগ্য ।
ধন্যবাদ

৮| ১৮ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~ =p~

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :-/ =p~

৯| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: ছন্দে কিছুটা জটিলতা থাকলেও লেখার জন্য ধন্যবাদ।

১০| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১১| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

গেম চেঞ্জার বলেছেন: বাব্বাহ!

দারুণ লাগলো!! B-))

১২| ১৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ব্লগারদের নিয়ে ফান- ভাব্লাম বিশাল হবে কোবতে কিন্তু একি এ যে কয় লাইনেই শেষ... তবে হয়েছে কিন্তু বেশ !

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: =p~ =p~

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১০

আহমেদ জী এস বলেছেন: :):):)(:(:(:হাসু মামা ,



হাসু মামা !
লিখেছেন আহমেদ জী এস নামা ;
কলমে দিয়েছেন ঠাঁই
অনেক ধন্যবাদ জানাই ।

হোলই না হয়
এটা একটা ফান,
তবুও জানবেন, আহমেদ জী এস
আপনাদের মাঝেই থাকতে চান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.