![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু যেমন আনন্দ একটি অংশ তেমনি সুখে দুঃখ পাশে থাকা অবসরে সময় কাটানোর পরম বন্ধুও। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কি আছে আমার প্রিয়বন্ধু ও গুরু সামুর কাছে ?
উত্তর : সামু সে তো আনন্দ হাসি সুখ দুঃখ সব মিলিয়ে
অবসরে পাশে থাকা বন্ধু যেমন তেমনি সে এক অফুরন্ত শেখার ভাণ্ডার ।
সামুতে গল্প রচনা কবিতা ছড়া কি নেই বা কি না আছে ।
এক কথায় সামুতে আমি সবই পেয়েছি এবং অনেক কিছুই দেখেছি ও
শিখেছি । সামুর প্রতিটি লেখকের প্রতিটি লেখা অন্যরকম ও অসাধারণ হয়
এবং সেই লেখার সাথে মিলিয়ে কি অসাধারণ অসাধারণ ছবিও পোস্ট করা হয় ।
এগুলো ভাবলে খুববই অভাগ লাগে মাঝে মাঝে নিজের কাছে ।
কত ধরণের মজার মজার হাসির ছড়া ও কৌতুক ও সাহসী গল্প
আরো থাকে কত ধরণের রমান্চ গল্প থাকে কিশোর যুবকদেরও
উপন্যাস । আসলে সামুর এত গুনবলি যা বলে শেষ করার নয় ।
আমি নিয়মিত বা অনিয়মিত যাই হোক নতুন ছাত্র ।
মাঝে মাঝে আমার মনতা ভাবিয়ে দেয় সামুর সুন্দর সুন্দর লেখা গুলো
আমি কি কোনদিন এমন সুন্দর সুন্দর লেখা লেখতে পারমু ।
তবে গুরুজনদের মুখেই শুনেছি ইচ্ছে থাকলে অনেক কিছুই করা সম্ভব ।
তাই আমার ইচ্ছের যেমন ত্রুটি থাকবে না তেমন আপনাদের দোয়াও
চাই ।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন, পাঠে ভাল লাগল ।
শুভেচ্ছা নিবেন ।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আলী ভাই ।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩
সুমন কর বলেছেন: শুভকামনা রইলো।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০২
মামুন ইসলাম বলেছেন: কতগুলো চমতকার কথাই লিখেছেন ।