![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বা্লাদেশের একটি ছোট পাখি
নাম তার টুনটুনি"
খুব ভোরে মধুর সুরে
তাদের কন্ঠে গান শুনি ।
ঘুম ভাঙে তাদের ডাকে
মনতা আমার তখন স্বপন আঁকে ।
নাচে টুনা গাছের ডালে ডালে
টুনির সুরের তালে তালে ।
রঙিন পালক ছড়িয়ে
এক জোরা মন আকাশ পানে দেয় উড়িয়ে ।
দিন শেষে সন্ধ্যায় আসে ফিরে
দুটি মনের এক মনে বাঁধা ছৌট এক নীড়ে ।
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মোবাইল থেকে পোস্ট দিয়েছি ভাই তাই ছবি দিতে পারছি না ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৯
লেখা পাগলা বলেছেন: সুন্দর ছড়া ।
২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৪
চাঁদগাজী বলেছেন:
আমি প্রকৃতির উপর লেখা পছন্দ করি; অন্যদের পছন্দ বর্ধিত করতে ছবিযুক্ত করুন।