![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার আহমেদ জী এস
মাল একখান বেশ,
ব্লগেই তাহার ঘর বাড়ি
ব্লগেই তিনি দেন জমিয়ে প্রেম সাগর পাড়ি,
ব্লগকেই তিনি করেছেন বিয়ে,
কি হবে আর কাজী অফিস যেয়ে ।
ব্লগার ঢাকাবাসী
বয়স হবে কত ? সত্তোর কি আশি
মন অনেক চাঙ্গা
তাই এখনো ঘুরে ফিরে দেখেন জলে আর দাঙ্গা,
কোথাও আছে কিনা প্রেমের সিট খালি
পাইলে সুযোগ দিয়ে মুখে শিষ
দেন ধেলে প্রেমের টাণ পোড়া বিষ।
বিদ্রোহী ভৃগু
তিনি নিয়মিত ব্লগে করেন প্রেম পিড়িতির যুদ্ধ
কিন্তু দুঃখের কথা
যা শুনলে মনে লাগে ভীষন ব্যাথা,
আইজো তার কপালে কোন প্রেম নাই জোটে
সব মাইয়ারা তারে প্রেমের আশা দিয়া ভাগোল পুরে ফোটে ।
নাম তার ব্লগার সুমন কর
মেয়ে মানুষ দেখলে যার বুক করে ধরফর
কইতে পারে না কাউরে মনের কথা
দেখাইতেও পারে না সে তার বুকের ব্যথা
রাগে টেণে নিজ মাথার চুল ছিড়ে
তার দিন কেটে যায় প্রেম বাগানে ঘুরে ফিরে ।
বড্ড লাগছে দেখে তাকে
কমেন্ট তাহার দেখলে সবাই যায় যে রেগে
মানুষ একখান পাজি
যখন তখন ব্লগে মারছেন ট্যাংকি
তিনি করেন ব্লগবাজী
সে যে আমাদের ব্লগার ভাই চাঁদগাজী।
সাদা মনের মানুষ তাই
লোকটা ভালো ভাই,
ক্যামেরা নিয়ে বনে বাদরে ঘুরে বেড়ান
সুযোগ সুবিদা পেলে,
বাংলা রমনীর পিছু পিছু দৌড়ে তারান
যেখানে পছন্দ সেখানে ক্যামেরা দিয়ে সট মারেন একখান ।
আপুমণি সায়মা
কি লিখবো তাকে নিয়ে
রাধেন পোলাও মাংস রোশ,
হয় যদি কোন ব্লগার নানা নানীর বিয়ে ।
কি করি আজ ভেবে না পাই
কি প্রয়োজন ভাবনার ভাই
এত ভাবনার সময় কই
বুঝছি প্রেমের ভাবনা ছাড়া আপনার কুনো কাম কাইজি নাই।
আবু হেনা
যায় না তাকে চেনা,
তিনি চলেন ভেসে ভেসে
কথা বলেন হেসে হেসে,
সুুযোগ পেলেই বসে যান আড্ডায়
বড্ড রসিক লোক তিনি মশকরা আর ঠাঠ্রায় ।
প্রমানিক ভাই লিখেন কবিতা ছড়া
মাঝে মাঝে প্রেমিকাদের কাছে খাইয়া যান ধরা
তখন করেন শরু প্রেম পত্র পাঠ করা
দিন যায় কেটে
বেলা যায় হেঁটে
তবুও হয়না শেষ তার প্রেম পত্র পড়া।
সব শেষে কথা বলি একখান
এই ব্লগ ও ব্লগাররা একই পাত্রে ভালোবাসার দান।
ব্লগেই সবার বাড়ি ঘর
সকল ব্লগার সকল ব্লগারে আপন
কেউ কারো নয় পর।
১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৪
চিন্তক মাস্টারদা বলেছেন: সেইরম মজা পেলুম
আপনি একটা নিয়ে (অবশিষ্টগুলো) যাঁদের তরে এতো বেজাল মিশ্রিত প্রেম প্রকাশ করলেন তাদেরকে (সন্দেহ মুক্ত সন্দেশ) দিয়া দিয়েন
১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪০
আহমেদ জী এস বলেছেন: (
:হাসু মামা ,
প্রেমসাগর আর পাড়ি দিতে পরলুম কই ? প্রেমনদী-ই পাড়ি দিতে পারিনি এখনও ।
কাজী অফিসে তো যেতেই হবে ! মাত্র একখানা বিয়ে করেছি ।
সুন্নতী বিয়া তো আরও তিনখানা বাকী আছে ।
আহ....হারে ভুল হয়েছে - একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করা বউ, আর একটা বেকাজীতে বিয়ে করা মুফতের ব্লগ-বউ ।
দুইখানা বাকী আছে তাহলে ।
মজাই মজাআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ
১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সকল ব্লগার সকল ব্লগারে আপন
কেউ কারো নয় পর।
এক্কে বারে হাচ্ছা কথা কইছেন।