নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

একটি কামান টেণে নিতে ২০টি ঘোড়া লাগে B-) ;)

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯


কার্টুওয়ে হচ্ছে এক প্রকার কামান সদৃশ সেইজি বন্দুক, ১৬ ও ১৭ শতকের দিকে ইউরোপীও যুদ্ধগুলোতে ব্যবহৃত হতো।
রোমান সাম্রাজ্যের সময়ে এই কামান সদৃশ বন্দুকগুলোকে বলা হতো কার্টনে ।

কার্টুওয়ে অস্ত্রটি নির্মাণ করা হয়েছিলো বোম্বার্ড ধরনের অস্ত্রের ধারণা থেকে। কার্টুওয়ের ক্যালিবার ছিলো প্রায় ৮ ইঞ্চি ২০০ মিলিমিটার লম্বা, এবং ওজন ছিলো প্রায় ৮০০০ পাউন্ড ৩৬০০ কেজি। প্রায় ৫২ পাউন্ড বা ২৪ কেজি ওজন সমৃদ্ধ ক্যানন বল নিক্ষেপ করার ক্ষমতাসম্পন্ন করে এক একটি কার্টুওয়ে তৈরি করা হতো। একটি কার্টুওয়েকে টেনে নিয়ে যেতে ২০টি ঘোড়ার প্রয়োজন হতো।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০০

সাদা মনের মানুষ বলেছেন: এটাকে টেনে নিতে ২০ ঘোরার দরকার বলে আমার মনে হয় না।

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তথ্য দেখে মনে হলো লাগতেও পারে ।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮

মামুন ইসলাম বলেছেন: এটা টেনে নিতে বিশটি ঘোড়া প্রয়োজন ।

১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয়ত লাগত ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২০

ভাবুক কবি বলেছেন: দারুণ তথ্য কিন্তু অবিশ্বাস্য।

ব্লগে নতুন বলেই সবার ভালবাসা চাই।

১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আশাকরি পাবেন ।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৯

আদর্শ সৈনিক বলেছেন: এই কামানের গোলা পাঠানোর রেঞ্জ কতটুকু?

২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.