![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি দিব তোমার উপমা ?
কি বা তোমার নাম ওগো প্রিয়তমা ?
জানি তুমি শুধু সুন্দর,
তাই কিছু না জেনেও তোমার প্রেমে পড়েছে আমার পোড়া অন্তর।
আমি জানি না তুমি কার ?
তবে তোমায় ছাড়া মনে হয় কাছে আমার,
এই পুরো দুনিয়া আধার,
এখন তুমি আমার সকল শক্তি এক মাত্র বাচার ।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: মামা তো দেখছি মামীর প্রেমে দেওয়ানা হইছে
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২০
মামুন ইসলাম বলেছেন: চমতকার মামু
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৪
পলাশমিঞা বলেছেন: সর্বনাশ হয়েছে! আগে খবর নিলে ভালো হবে নইলে সব অন্ধকার হয়ে যাবে।