![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হোয়াইট হাউজ বেশ কয়েকটি উল্লেখযোগ্য সংবাদ মাধ্যমকে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে প্রবেশে বাধা প্রদান করেছে। কোন কারন প্রদর্শন ছাড়াই হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসার, বিবিসি, সিএনএন, দ্যা নিউইয়র্ক টাইমসসহ কয়েকটি সংবাদ মাধ্যমকে ওই সংবাদ সম্মেলনে প্রবেশ করতে বাধা দেয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা অনুষ্ঠিত হওয়ার অল্প কিছুক্ষণ পরেই শন স্পাইসারের সংবাদ সম্মেলন ডাকা হয় এবং সেখানে শুধু নির্দিষ্ট কিছু সংবাদ মাধ্যমকে প্রবেশের অনুমতি দেয়া হয়। তারা শুধু এবিসি নিউজ, ফক্স নিউজ, ব্রেইটবার্ট নিউজ, রয়টার্স এবং ওয়াশিংটন পোস্টকে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করতে দিয়েছে।
এই বিষয়ে স্পাইসারকে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন তার এই সিদ্ধান্ত ছিল সাংবাদিকককে বাজিয়ে দেখা। তিনি সংবাদ মাধ্যমকে হুশিয়ার করে আরো বলেন মিথ্যা খবর রটানো বন্ধ করতে নয়তো এভাবেই তাদের বয়কট করা হবে। এ ঘটনায় সংবাদ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় উঠেছে। এর প্রতিবাদ হিসেবে এপি, ইউএসএ টুডে, টাইম ম্যাগাজিন সংবাদ সম্মেলনে প্রবেশ করেনি। কেন তাদের এভাবে সংবাদ সম্মেলনে প্রবেশে বাধা দেয়া সে বিষয়টি তাদের কাছে পরিষ্কার নয়। সংবাদ জগতের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম ঘটেছে বলে জানান নিউইয়র্ক টাইমসের প্রধান নির্বাহী বার্তা সম্পাদক ডিন বাকোয়েট।
সূূূত্রঃ বিবিসি
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইছেন ভাই ।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্পের ১ম ভুল।
০২ রা মার্চ, ২০১৭ ভোর ৫:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু ভাই আমার হ্যামনি মনে হয়।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
শেয়াল বলেছেন: ভালা কইরসে
০২ রা মার্চ, ২০১৭ ভোর ৫:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যা বলেন পন্ডিত মশাই ।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩
টারজান০০০০৭ বলেছেন: দারুন কাম করছে ! ছাম্বাদিকগো দৌড়ের উপরই রাখা দরকার। ট্রাম্প ভাই এগিয়ে চলো , আমরা আছি তোমার লগে!
০২ রা মার্চ, ২০১৭ ভোর ৫:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তয় আপনি যা বলেন ।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬
অগ্নি সারথি বলেছেন: কামডা বুদ্ধিমানের মত হয় নাই!
০২ রা মার্চ, ২০১৭ ভোর ৫:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর মাথাও কিছু ঢুকছে না অগ্নি ভাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শেষের শুরু।