![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে ফোনে আড়িপাতার যে অভিযোগ তুলেছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প তাকে মিথ্যাচার বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার টুইটারে দেয়া পোস্টে ট্রাম্প দাবি করেন যে তিনি নির্বাচিত হওয়ার এক মাস আগে ওবামা তার টেলিফোনে আড়ি পেতেছিলেন।
ট্রাম্পের সে অভিযোগের খবর আমেরিকান সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিলম্ব না করে তার জবাব দেন ওবামা। তার পক্ষ থেকে ২০শে জানুয়ারি ক্ষমতা থেকে বিদায় নেয়া ওবামার মুখপাত্র কেভিন লুইস বলেন ওবামা প্রশাসনের প্রধান নীতি ছিল আইন মন্ত্রণালয়ের কোনো তদন্তে হোয়াইট হাউসের কর্মকর্তাদের নাক না গলানো। আর সেই চর্চার অংশ হিসেবে ওবামা বা হোয়াইট হাউসের কোনো কর্মকর্তা মার্কিন কোনো নাগরিকের বিরুদ্ধে নজরদারির নির্দেশ দেননি। এ বিষয়ে যেসব অভিযোগ উত্থাপন করা হচ্ছে তা নিরেট মিথ্যাচার ছাড়া আর কিছু না।
নির্বাচনের মাসখানেক আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার ফোনে আড়ি পেতেছিলেন বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন ;ভয়ানক, এইমাত্র জানতে পারলাম নির্বাচনে জয়লাভের মাত্র কিছুদিন আগে ওবামা ট্রাম্প টাওয়ারে আমার টেলিফোনে আড়ি পেতেছিলেন। কিছুই পাননি।
তিনি আরও বলেন কতটা নিচে নেমে প্রেসিডেন্ট ওবামা খুবই শুদ্ধ একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আমার ফোনে আড়িপাতার মতো কাজ করলেন। এটা নিক্সন/ওয়াটারগেটের মতো। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এমনকি বিষয়টি নিয়ে পূর্ণ তদন্ত হয়েছে কি না সেটাও পরিষ্কার না।
ট্রাম্প আরও লেখেন আমি বাজি ধরে বলতে পারি একজন ভালো আইনজীবী বিষয়টি নিয়ে চমত্কার একটি মামলা সাজাতে পারবেন এবং অক্টোবরে নির্বাচনের ঠিক আগে দিয়ে প্রেসিডেন্ট ওবামার আমার ফোনে আড়িপাতার বিষয়টি জনসম্মুখে নিয়ে আসতে পারবেন। ট্রাম্পের টুইটের পর ডেমোক্র্যাটিক দলের কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েল ট্রাম্পের টুইটের ছবি পোস্ট করে নিচে লেখেন আপনি বিশ্বাসযোগ্য না।
সূত্র ইন্টারনেট
০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই ।
২| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: আজকাল ফোনে আড়ি পাতা একটি কমন ব্যাপার হয়ে গেছে মনে হয়।
০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫২
লেখা পাগলা বলেছেন: রাজনীতি এখন একটা ভাইরাস হয়ে গেছে ।
০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্য কথা বলছেন ।
৪| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৪
মানবী বলেছেন: ট্রাম্পের বিরোধি মহল চাইছে ওবামার আড়ি পাতার ব্যাপারটা সত্য হোক তাহলে ট্রাম্পকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সহজ হবে!
পোস্টের জন্য ধন্যবাদ।
০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মানবী আপু ।
৫| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৯
blogermassud বলেছেন: পোস্টের জন্য লেখককে ধন্যবাদ।
০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মাসসুদ ভাই।
৬| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৬
মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ হাসু মামা চমৎকার পোস্টের জন্য।
০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৩
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্পের লোকজন রাশিয়ানদের সাথে কি নিয়ে কথা বলেছে এফবিআই তা জানে ও বিচার বিভাগকে অভিত করেছে।