নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

এই কয়েকটি প্রশ্নের উত্তর কি হতে পারে ?

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৬

১। সত্য কে ?
উত্তরঃ আমার বাবা,আমার মা,নাকি আমি ?
উত্তর হবে পৃথিবীতে জন্মের পর হতে বুুঝ হবার পরে যখন মা একজন লোক দেখিয়ে
বললেন ইনি তোমার বাবা ! তখন থেকে ভেবে নিলাম তিনিই আমার বাবা ।
অর্থাত সত্য আর মিথ্যে যেটাই হোক সেটা আমার মা নিজেই ।
২। বিশ্বাস কে ?
উত্তরঃ আমার বাবা,আমার মা,নাকি আমি ?
পৃথিবীতে জন্মের পর হতে বুুঝ হবার পরে যখন মা একজন লোক দেখিয়ে
বললেন ইনি তোমার বাবা ! তখন থেকে বিশ্বাস করে নিলাম তিনিই আমার বাবা ।
অর্থাত বিশ্বাস আমি নিজেই ।
৩। আগে নামাজ নাকি আগে পূর্ণ ঈমান ?
উত্তর হবে,পরিপূর্ণ ভাবে পাঁচ ওয়াক্ত নামজ পড়লে ঈমান এমনেই চলে আসবে,
সূতারং আগে নামজ ।
৪। আগে মসজিদে যেতে হবে নাকি আগে নামাজ শিখতে হবে ?
মসজিদে যেয়ে একে অপরে কাছে দেখলে শিখা হয়ে যাবে,নামাজ পড়তে
হলে মসজিদে যেতে হবে ।
৫।আগে কুরআন পড়তে হবে নাকি আগে কুরআন বুঝতে হবে ?
কুরআন না শিখলে না পড়লে কুরআনকে বুঝা যাবে না ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৪

নির্ভীক সত্যান্নেষী বলেছেন: সবই ঠিক আছে। নামাজীরও অভাব নাই। কিন্তু সমস্যা হয় তখন যখন নামাজ থেকে শিক্ষা গ্রহন করতে না চায়। দেশে যারা অন্তত যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে তারা যদি নামাজের সঠিক শিক্ষাটা তার জীবনে বাস্তবায়ন করত তাহলে নামাজ কামেয়ম হয়ে যেত।

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কথা মিছা কন নাই সত্য কইছেন।

২| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৩

মীর মোহাম্মদ উল্লাহ বলেছেন: ৩ নম্বরের সাথে একমত হতে পারলাম না।

ভাই ঈমান যদি না আসে তাহলে সে নামায পড়তে যাবে কেন?
আল্লাহর প্রতি ঈমান আনলেইতো ঈমানের দাবি অনুসারে নামায পড়তে যাবে।
তাছাড়া হাদিসে তো স্পস্টভাবেই এসেছে যে, ঈমানের পরে সর্বপ্রথম হুকুম হল নামায।

তাই আগে ঈমান তার পরে নামায।

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: B-)

৩| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪

চুঙ্গ্গামামা বলেছেন: বাল্পুস্টে গদাম।

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠুঙ্গামামা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.