![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যার ভাই আছে ঘা
তারে ভাই দে আরেক ঘা
যার নাই
তাকে আর দিছনে ভাই
যার আছে পাঁচশত টাকা
তাকে দে আরো হাজার টাকা
আর যার আছে দশ টাকা
তারাতারি করে দে তার পকেট আরো ফাকা ।
যার আছে বহু বাড়ি
তার সাথে করিছনে কোন আরি
যার আছে একটা ঘর
তাকে দূরত দূরে ছরিয়ে দে কর তাকে পর।
যার আছে প্রচুর সম্পদ
বলিছ নে যেন সে ভাই লম্পদ
যে হল সম্পদ বিহীন
বেশি করে বল ভাই, সে বড় চরিত্রহীন।
যার ভাই বহু অর্থ আছে,
বহু লোকবল থাকে তার পিঁছে।
যার নাই,
তার না থাকার বহু জ্বালা,
তয় তার পিঁছু মানুষ না থাকলেও,
থাকেন একজন,সে হলো মোদের আল্লা।
পৃথিবীতে সম্পদ যার কম
সেই বড় উত্তম,
সম্পদও কম,
কম হলো তার জ্বালা,
এটাই হল তার জন্য সব থেকে বেশি ভালা ।
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
২| ১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৩
মামুন ইসলাম বলেছেন: +
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৩| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৮
ওমেরা বলেছেন: পৃথিবীতে সম্পদ যার কম , আখিরাতে তার হিসাব দিতে হবে কম ।কিন্ত সেটা তো চিন্তা করি না মন চায় দুনিয়ার সব সম্পদ আমার হোক ।
ধন্যবাদ হাসুমামা।
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ওমেরা,আ বা ভা
৪| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৪
মানবী বলেছেন: ছড়ার মূল ভাবে ভালো লেগেছে, ধন্যবাদ।
মহান আল্লাহ্ আমাদের সকলের সহায় হোন।
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপু আপনাকেও ধন্যবাদ।
হু হেতে ছাড়া আর আমাগো কেই বা আছে ?
মহান আল্লাহ্ আমাদের সকলের সহায় হোন।
৫| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৩
মো: খায়রুল ইসলাম বলেছেন: ছড়ার মূল ভাবে ভালো লেগেছে, ধন্যবাদ। তেলওয়ালা মাথায় তেল দিলে লাভ আছে, তেলছাড়া মাথায় তেল দিলে লাভ নেই্। তাই তেলওয়ালার সাথে সবাই থাকে।
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ঠিক কইছেন ভাই,তেলওয়ালা মাথায় তেল দিলে লাভ হয় ।
৬| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৯
ব্লগ সার্চম্যান বলেছেন: অন্যরকম ভাল লাগা ছড়া হাসু মামা ।
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
৭| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৫
অতঃপর হৃদয় বলেছেন: ইমো গুলা জব্বর হইছে।
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ইচরে কি কন ভাই
৮| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৪
blogermassud বলেছেন: অনেক কিছু লিখেছেন ।
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরও অনেক বাকিও আছে !
৯| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫১
শেয়াল বলেছেন: রে মামু, ফাটায় ফালাইচিস
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু গোসল কইরা ফালাইচি।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪১
ধ্রুবক আলো বলেছেন: মানুষ তো তাই স্বার্থপরতা মনে কাজ করবেই। অতিরিক্ত স্বার্থপর মানুষ তখন আর মানুষ থাকেনা পশু হয়ে যায়