![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ইঞ্জিনিয়াস ইন্সটিটিউশনের মিনি অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ ঘোষনা দিয়েছেন রাজধানীতে আগামী ১৫ই এপ্রিল থেকে আর কোন সিটিং বা গেটলক এবং স্পেশাল সার্ভিস নামে কোনো সার্ভিস চলবে না । তিনি আরো বলেছেন রুট পারমিটে সিটিং সার্ভিস বলতে কোনো শব্দ নেই। সিটিং সার্ভিসের নামে কোনো পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না। সিটিং বাদ দিয়ে স্ট্যান্ডিং যাত্রী নিলে বেশি যাত্রী যেতে পারবে। এতে করে মালিকদেরও আয় বাড়বে। এরপরও কোনো পরিবহন এ বিষয় না মানলে আমরা বিআরটিএ ও ডিএমপির সাথে আলোচনা করে ব্যবস্থা নেব। ঢাকার শহরও শহরতলীতে সাড়ে ৪ হাজার পরিবহন চলাচল করে।আলোচনায় আরো সিদ্ধান্তে জানানো হয়, যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। সরকারের নির্ধারিত চার্ট অনুযায়ী ভাড়া আদায় করতে হবে। গাড়িতে থাকা ছাদের উপর, ক্যারিয়ার, সাইড অ্যাঙ্গেল এবং অতিরিক্ত সিট খুলে ফেলতে হবে।রংচটা রংবিহীন এবং জরাজীর্ণ গাড়িগুলো দৃষ্টিনন্দন করে রাস্তায় চালাতে হবে। প্রতিটি বাস ও মিনিবাসে মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষিত রাখতে হবে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ভিজিল্যান্স টিমও গঠন করা হবে।
১১ ই মে, ২০১৭ রাত ২:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি কিনে দেন।
২| ১৬ ই জুলাই, ২০১৭ ভোর ৪:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো সংবাদ ছিল, হয়েছে কিনা জানিনা।
১৭ ই জুলাই, ২০১৭ রাত ১:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয় নাই ।
৩| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ২:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হুম জানতাম, এত সহজ নয় ব্যাপারটা। কারণ, বাস মালিক সমিতির সুক্ষ্ণ চাল এটা। পাবলিকদের বোকা বানানো ছাড়া আর কিছুই নয়। সিটিং এর নামে অযথা বেশি টাকা নেয়া।
১৮ ই জুলাই, ২০১৭ রাত ১:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সাথে আমাগো সরকারের লম্বা হাতও আছে ।
৪| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১:০১
চাঁদগাজী বলেছেন:
আমি একা নই, সবাই মিলে ঠিকই কিনে নেবো শীঘ্রই
১৯ শে জুলাই, ২০১৭ রাত ১:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্ত আমার কি হবে ভাই আমার লেখা যে প্রথম পাতায় যায় না ।
৫| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:৪০
চাঁদগাজী বলেছেন:
দেখি, সব জেনারেলদের পক্ষ থেকে আমি েকটা পোস্ট দিয়ে সামুকে অনুরোধ করবো, সবাইকে একবার ছেড়ে দিতে।
১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক আছে দেখা যাক ঘটনা কি হয় ।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
যাত্রীদের নিজের বাস থাকা উচিত।