![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ দু’দিন হলো আমি জেলখানা থেকে মুক্তি পাইছি,আর ওমনেই আইলাম
আপনাগো লগে কয়েকদিন ক্যাচাল করতে,তারপর আবারও জেলখানায় বন্দি হবো ।
যাইহোক আমার জন্য আপনেরা একটু দোআ কইরেন,যাতে অন্তত সামুর মডুদের
নজর এড়িয়ে চলতে পারি ।আর যেন আমাকে এই জেলখানায় বন্দি না হতে হয় ।
সেযেকি যন্ত্রণা যার একবার এই রাস্তায় পা পরেছে সেই বুঝবে এই বন্দিশালার কি মর্ম ।
ধন্যবাদ সামুর দয়াময় ও সুহৃদয়বান মডু ও মডারেট এবং কৃতপক্ষকে ।
২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
সনেট কবি বলেছেন: খুব খুশী হলাম।
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভকামনা থাকল । আমার লেইগ্গা একটু মন দিল খরচ করিয়া দোয়া কইরেন স্যার ।
৩| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
মিঃ মটু বলেছেন: অভিনন্দন
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মটু ভাই ।
৪| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আশীর্বাদম.............
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মন থেইক্কা খুইল্লা কইরেন ।
৫| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
Al Rajbari বলেছেন: সেযেকি যন্ত্রণা যার একবার এই রাস্তায় পা পরেছে সেই বুঝবে এই বন্দিশালার কি মর্ম।।
অ্যাঁ-!!
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ক্যাঁ-!! কোন সমস্যা
৬| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
মিঃ পাতলু বলেছেন: খুশির খবর। অভিনন্দন।
ভাই, আমার পাঁচদিন হইছে, কিন্তু! তিনদিনের পর্যবেক্ষণ শেষ হলো না কেন!! কোন সমস্যা করছি কিনা তাওতো জানিনা!!
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একি ব্লগে দেখছি মটু সাথে আবার পাতলু সবাই হাজির ।
৭| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৩
এম আর তালুকদার বলেছেন: অভিনন্দন...
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভেচ্ছা ।
৮| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:১১
ওমেরা বলেছেন: এবার বেশী বেশী লিখুন !
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যদি আপনেরা কথা দেন পড়বেন তয় আমি কথা দিলাম লিখমু ।
৯| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৪
পবন সরকার বলেছেন: জেলখানা থেকে ছাড়া পাইছেন খুশি হইছি আবার জেলখানায় যাওয়ার মত কিছু কইরেন না।
১০| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪২
সুমন কর বলেছেন: শুভ মুক্তি !!
১১| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪২
লেখা পাগলা বলেছেন: আমি একবার কি ভুল করেছিলাম জানি না সে জন্য আজ কত মাস হয়ে গেল আমাকে জেনারেল বানিয়ে
রাখছে । আপনার পথ চলা শুভ হোক ।
১২| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অভিনন্দন... ও ফুলের মালা।
১৩| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৩:২৫
জনতার আদালত বলেছেন: অনুসরন করলাম ।আপনার লেখাগুলো নিয়মিত পড়ার জন্য ।
১৪| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৫১
ঠ্যঠা মফিজ বলেছেন: শুভ হোক আপনার দিন।
১৫| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা, আর যেন বন্ধিত্ব বরণ করতে না হয় সেই কামনা করছি।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
সুখবর, লিখুন