|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
দেশকে বদলাতে হলে চাই নিরদলীয় ভাবে আমাদের সাধারন মানুষে ঐক্যমত ও জনসচেতনা এবং নাগরিক আন্দোলন গড়ে তোলা। যার যার স্থান থেকে সকলকে জাগরন এবং নিজের অধিকার আদায় ও বাস্তবায়ন সমন্বয় গড়ে তোলতে হবে।
কথায় নিজের ভাল কিন্তু পাগলেও বোঝে; আর আমরাতো আশা করি সম্পূর্ণ সুস্থ তাহলে আমরা কেন নিজেদের ভাল মন্দ বুঝব না। আমাদের অর্থাৎ এদেশের নাগরিকদের অধিকার এবং দেশের সাধারন মানুষের সকল সুখ দুঃখের দায় যে দেশের সরকার এবং প্রধাণ মন্ত্রীদয় গণের তা তাদের বুঝাতে হবে বা তাদের সামনে তুলে ধরতে হবে। 
 দেশের সাধারণ মানুষ হিসেবে যেমন সরকার এবং বিরোধী দলের পাশে দাঁড়ানো আমাদের আমাদের নাগরিক অধিকার,তেমনী সরকার ও বিরোধী দলেরও দেশের যে কোন ভাল মন্দ এবং দেশ উন্নয়ন কাজে দেশের সাধারণ মানুষদের মতা মত নিতে হবে বা নেয়া প্রয়োজন । 
কথায় কথায়  বিরোধী দলের হরতাল অবরোধ ডাকা চলবে না,এবং দেশের নাগরিক হিসেবে সেটা আমরাও মেনে নেবো না । কথায় কথায়  বিরোধী দলের কোন নেতা কর্মিদের গ্রেফতার চলবে না ।
বছর বছর বিদুৎ,গ্যাস,পানি এবং অন্যান্য সরকারী সামগ্রী দাম এবং কথায় কথায়  ভ্যাট বারানো যাবেনা। মোটামুটি সব কিছু
দেশের নাগরিক দের সার্থের ভিতরে থাকতে হবে ।
দেশের সাধারন জনগণরা এমন কোন সরকার চান যে,যে সরকার শুধু নিজেদের ভালো মন্দ ছাড়া দেশের সাধারন জনগণের কোন খোঁজ খবর রাখবেন না;দেশের সাধারন নিরহ মানুষগুলো কিছু আশা প্রত্যাশা কিছু দাবীদাওয়া বা চাওয়া প্রতিটি সরকারের কাছেই থাকে,আর এটাও সাধারন নাগরিক অধিকার । 
নির্বাচনের আগে কত বড় আশা দিয়ে রাখেন নেতাকর্মিরা অথচ নির্বাচনের পর মন্ত্রী,প্রধান মন্ত্রী,ও সরকার গঠনের পর দেশের সাধারন মানুষের হক এবং সাধারন নাগরিক অধিকারটুকো নাগরিকদের বুঝিয়ে দেয়ার পরিবর্তে উল্টো হনন করছেন এবং দিনকাদিন কেড়ে নেয়া হচ্ছে নাগরিক অধিকার,যা মোটেও সাধারন মানুষদের সরকারের কাছে কাম্য নয় এবং গ্রহণ যোগ্য নয় ।  
  আমরা দেশের সাধারন জনগণ কোন সামন্তবাদী সরকার বা বিরোধী দল চাই না, চাই সেবামূখি সরকার অর্থাত এমন
সরকার ও বিরোধী দল চাই,যারা  নিজেদের নয় দেশের সাধারন মানুষের সুখ,দুঃখ বুঝবে। সুখে দুঃখে সব সময় দেশের 
সাধার মানুষের পাশে থাকবে ।
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০  ২৯ শে জুলাই, ২০১৭  ভোর ৫:৩৯
২৯ শে জুলাই, ২০১৭  ভোর ৫:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগল ।
২|  ২৬ শে জুলাই, ২০১৭  রাত ১:০০
২৬ শে জুলাই, ২০১৭  রাত ১:০০
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: মান্না টান্নাদেরও চাই না............
  ২৯ শে জুলাই, ২০১৭  ভোর ৫:৪০
২৯ শে জুলাই, ২০১৭  ভোর ৫:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেশের জন্য আমরা চাই সত লোক ।
৩|  ২৬ শে জুলাই, ২০১৭  রাত ১:৩২
২৬ শে জুলাই, ২০১৭  রাত ১:৩২
চিটাগং এক্সপ্রেস বলেছেন: আগে সামন্তবাদী সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসুন।
  ২৯ শে জুলাই, ২০১৭  ভোর ৫:৪১
২৯ শে জুলাই, ২০১৭  ভোর ৫:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্ত কেমনে ? 
৪|  ২৬ শে জুলাই, ২০১৭  রাত ৩:৪৩
২৬ শে জুলাই, ২০১৭  রাত ৩:৪৩
ব্লগ মাস্টার বলেছেন: ভালো বক্তব্য ।
  ২৯ শে জুলাই, ২০১৭  ভোর ৫:৪১
২৯ শে জুলাই, ২০১৭  ভোর ৫:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওকে ভালো লাগলেই ভালো । 
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৭  রাত ১২:৫১
২৬ শে জুলাই, ২০১৭  রাত ১২:৫১
হাফিজ হুসাইন বলেছেন: পোষ্ট টা ভালো লাগলো। আর পোষ্টের ছবিটাও দারুন সুন্দর