|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
যে দিনকাল পরছে তাতে মনে হচ্ছে এবার পানি খাওয়াও বন্ধ করে দিতে হবে নয়ত ব্যাবহার কমিয়ে দিতে হবে ।
কিছু করার নাই আগে পানি বাংলাদেশের পাতালপুরী থেকে উত্তলন করা হত,এখন মনে হয় সে পানি আগামী মাস 
থেকে জাপান কিং বা আমেরিকা থেকে ইনপোট বা আনা লাগবে ।
আগামী অগাস্ট মাস থেকে ঢাকা ওয়াসার পানির দাম ৫ শতাংশ হারে বাড়িয়ে নিবে। তারা বলেছেন এখন নাকি আমরা 
অন্যকিছু খাওয়ার বদলে পানি বেশি বেশি খাচ্ছি তাই বর্তমান সময়ে পানি পাতালপুরী থেকে উত্তলোন ও উৎপাদন খরচ এবং 
পরিচালনায় অনেক খরচ বেড়ে যাচ্ছে তাই তাদের বাধ্য হয়ে পানির দাম বাড়াতে হচ্ছে ।আগামী ১ অগাস্ট থেকে সেটা কার্যকর 
করা হবে। গৃহস্থালিতে প্রতি এক হাজার লিটার পানির দাম ১০ টাকার বদলে এখন ১০ টাকা ৫০ পয়সা আর বাণিজ্যিক গ্রাহকদের 
প্রতি এক হাজার লিটার পানির জন্য এখন ৩২ টাকার পরিবর্তে ৩৩ টাকা ৬০ পয়সা দিতে হবে।
 ২০ টি
    	২০ টি    	 +২/-০
    	+২/-০  ৩১ শে জুলাই, ২০১৭  রাত ১:৫৮
৩১ শে জুলাই, ২০১৭  রাত ১:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটা ঠিক কথা কইছেন । শুরু থেকে ভালো পদক্ষেপ নিলে ভালো হতো ।
২|  ৩১ শে জুলাই, ২০১৭  রাত ১:৪৩
৩১ শে জুলাই, ২০১৭  রাত ১:৪৩
মোহামেদ বলেছেন: 
আমেরিকার মত উন্নত দেশেও পানি মেপে খরচ করতে হয়।
বিল মাসে ৮-১০ হাজার টাকা পরে
  ৩১ শে জুলাই, ২০১৭  রাত ১:৫৬
৩১ শে জুলাই, ২০১৭  রাত ১:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমেরিকার মত উন্নত দেশেও পানি মেপে খরচ করতে হয়।
বিল মাসে ৮-১০ হাজার টাকা পরে  
ভাই আমেরিকার ইনকাম আর আমাদের বাংলাডেশের ইনকাম সোর্স কি এক ?
আমেরিকাত মনে হয় অনেক সময় পানির পরিবর্তে মদ বিয়ারো খায় । 
৩|  ৩১ শে জুলাই, ২০১৭  রাত ২:১২
৩১ শে জুলাই, ২০১৭  রাত ২:১২
আহা রুবন বলেছেন: পানির দাম আরও বাড়ানো উচিত। তাহলে অপচয় কিছুটা কমবে। বৃষ্টিতে ছাদের পানি কীভাবে জলাধারে জমা করা যায় তার চিন্তা করবে বাড়ি্ওয়ালারা। কিন্তু তার চেয়ে বড় কথা--পানিই তো ঠিক মত অনেকে পায় না।
  ৩১ শে জুলাই, ২০১৭  রাত ২:২০
৩১ শে জুলাই, ২০১৭  রাত ২:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:  কিন্তু তার চেয়ে বড় কথা--পানিই তো ঠিক মত অনেকে পায় না।   
 
জব্বর একখান কথা কইছেন বতে, তবে গ্রাহক সেবা পাক আর না পাক কিন্ত কম্পানির টাকা দিতেই 
হবে ।
৪|  ৩১ শে জুলাই, ২০১৭  সকাল ৮:৫০
৩১ শে জুলাই, ২০১৭  সকাল ৮:৫০
ঠ্যঠা মফিজ বলেছেন: পানি খেয়ে কি লাভ ? তার চেয়ে ভালো জল খান ।
  ০১ লা আগস্ট, ২০১৭  ভোর ৫:২৯
০১ লা আগস্ট, ২০১৭  ভোর ৫:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো বলেছেন মন্তব্যে লাইক ।
৫|  ৩১ শে জুলাই, ২০১৭  সকাল ৯:৫৭
৩১ শে জুলাই, ২০১৭  সকাল ৯:৫৭
প্রোলার্ড বলেছেন: ওয়াসার পানিতে নানা ধরণের জীবন্ত প্রটিন পওয়া যায় , সাথে বিভিন্ন পানি বাহিত রোগ বিনা মূল্যে । দাম বাড়ানোই উচিত।
  ০১ লা আগস্ট, ২০১৭  ভোর ৬:১৫
০১ লা আগস্ট, ২০১৭  ভোর ৬:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৬|  ৩১ শে জুলাই, ২০১৭  সকাল ১০:০৩
৩১ শে জুলাই, ২০১৭  সকাল ১০:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা সত্য কথা কেউ কইেব না!
বন্ধুত্বের ঋণ শুধিতে ফারাক্কা সহ ৫৪ নদীতে বাঁধ দিয়ে বাংলােদশ মরু করণ করা হচ্ছে.....
নদীর পািনর ন্যায্য হিস্যার জন্য আন্দোলন আইন লড়াই আন্তর্জাতিক চাপ না দিয়ে আবালীয় ভয় আর কথার ফুলঝুড়ি!!!
পানি বেশি খায়.. খরচ বেশী হয়...
নদী মাতৃক বাংলাদেশ আজ মরু কেন?
৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায় কর....
  ০১ লা আগস্ট, ২০১৭  ভোর ৬:১৯
০১ লা আগস্ট, ২০১৭  ভোর ৬:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্তু এই সত্যগুলো বলবে কে ? এদেশে দেখার মানুষ আছে কিন্তু সত্য বলার মত কোন মানুষ নাই ।
সবাই গুম হওয়া থেকে বাঁচতে চায় ।কারন সত্য কথা বল্লেই হয় গুলি খেতে হবে, না হলে গুম হতে হবে ।
৭|  ৩১ শে জুলাই, ২০১৭  সকাল ১০:২৫
৩১ শে জুলাই, ২০১৭  সকাল ১০:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পানিও খাওয়া যাবেনা শান্তি মতো!!
৮|  ৩১ শে জুলাই, ২০১৭  সকাল ১০:৩০
৩১ শে জুলাই, ২০১৭  সকাল ১০:৩০
ধ্রুবক আলো বলেছেন: পানির বদলে ঘাস পাতা ইত্যাদি খেয়ে পানির তৃষ্ণা দূর করতে হবে!! কিন্তু গোসল কিভাবে করা যাবে!!??
৯|  ৩১ শে জুলাই, ২০১৭  সকাল ১০:৩৪
৩১ শে জুলাই, ২০১৭  সকাল ১০:৩৪
বারিধারা বলেছেন: হযরত খান জাহান আলী (র) সুপেয় পানির অভাব দূর করার জন্য প্রথম বাগেরহাটে দীঘি খনন করেন। তার এই দৃষ্টান্ত সরকার গ্রহন করলে তারাও পানির অভাব রোধে কার্যকর ব্যবস্থা নিতে পারবে।
  ০১ লা আগস্ট, ২০১৭  ভোর ৬:৪৯
০১ লা আগস্ট, ২০১৭  ভোর ৬:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এ দেশে তা সম্ভব না এ দেশে যেটা সম্ভব সেটা হলো ক্ষমতা খনন করা । কিভাবে ক্ষমতার দীর্ঘ কুব খনন করা যায় ? এ ছাড়া
আমাদের দেশে আর কিছু সম্ভব না ।
১০|  ৩১ শে জুলাই, ২০১৭  সকাল ১০:৩৭
৩১ শে জুলাই, ২০১৭  সকাল ১০:৩৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ সময়যোগী ভালো একটা পোস্টের জন্য । হ্যা পোস্টে আলোচনা হতে পারে ।
  ০১ লা আগস্ট, ২০১৭  ভোর ৫:৩৬
০১ লা আগস্ট, ২০১৭  ভোর ৫:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কোথায় আলোচনা হতে পারে ভাইয়া পল্টনের মোরে নাকি স্কোসের মাঠে ? ধন্যবাদ । 
১১|  ৩১ শে জুলাই, ২০১৭  দুপুর ২:০৩
৩১ শে জুলাই, ২০১৭  দুপুর ২:০৩
সুমন কর বলেছেন: পানিতেও মারবেন !!
  ০১ লা আগস্ট, ২০১৭  ভোর ৫:৩৪
০১ লা আগস্ট, ২০১৭  ভোর ৫:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি আর করার ? মানুষকে কথা দিলে কথা রাখতে হয়,আর আগেই আপনাদের কথা দিয়েছিলাম এখন 
অনেক বছর পর এসে সে কথা রাখার চেষ্টা করছি । তাই সকলকে পানিতে মারার এ ব্যবস্থা ।  
 
শুভ প্রহর ।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০১৭  রাত ১:৪০
৩১ শে জুলাই, ২০১৭  রাত ১:৪০
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে যারা ব্যক্তিগতভাবে গভীর টিউব-ওয়েল ব্যবহার করছেন, সবগুলো বন্ধ করার দরকার ছিল ২০০০ সালের আগে।