![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের উত্তর ও পূর্বাঞ্চলীয় ১০টি জেলায় সাম্প্রতিক বন্যায় প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকার প্রাণিসম্পদের ক্ষতি হয়েছে বলে যানা যাচ্ছে।
যদিও ক্ষয়ক্ষতি পরিমান আরো বেশি হবে ।তবে পুরোপুরি সঠিক তথ্য জানার কথাও না।তবে প্রাণি সম্পদ অধিদফতরের স্বীকারউক্তি
মতে এবারের বন্যায় এই পযন্ত প্রায় ৮ হাজার ৩৩২টি পশু এবং হাঁস,মুরগি মারা গেছে।২ হাজার ৫১৩ মেট্রিক টন খাদ্যশস্য নষ্ট হয়েছে। ৫ হাজার ৫৯০ একর কৃষি জমিন প্লাবিত হয়েছে।১৪৭টি গবাদি এবং পোল্ট্রি খামারে পানি উঠেছে।সারাদেশে প্রায় ৪৩ লাখ প্রাণি এবং পোল্ট্রি খামার ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত প্রাণিগুলোর মধ্যে ৭ লাখ ৭৯ হাজার ১৬৬টি গরু ও ৫৩ হাজার ৬৩৭টি মহিষ, ২ লাখ ৩৭ হাজার ৩৭৬টি ছাগল এবং ১ লাখ ৯ হাজার ৯০২টি ভেড়া, ২৪ লাখ, ৩২ হাজার ৬১৮টি মুরগি ও ৬ লাখ ৪৭ হাজার ৪৯৬টি হাঁস রয়েছে।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো,সিরাজগঞ্জ ও গাইবান্ধা, কুড়িগ্রাম এবং জামালপুর।
সূত্র; ইন্টারনেট ।
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন চাঁদগাজী ভাই।হিসেবে তাইতো দেখছি ।
২| ০২ রা আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৩
প্রাইমারি স্কুল বলেছেন: গ্রামের মানুষের প্রতি তাকালে কান্না আসে
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি আর করার ভাই । কেদেও কোন লাভ হবে না ।
৩| ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:০১
প্রোলার্ড বলেছেন: ১৯৮৮ এর বন্যার সময় কাক্কু গামবুট পড়ে উপদ্রুত এলাকায় গিয়েছেন , ত্রাণ বিতরন করেছেন । কবিতাও লিখেছেন বন্যা ও তার ভয়াবহতা নিয়ে । এন্ড্রু কিশোরের কন্ঠে গাওয়া তার লিখা একটা গান সে সময়ে খুব টাচি ও ইন্সপিরেশনাল ছিল।
২০১৭ এর বন্যার সময় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ দূত ঐ কাক্কুকে এখন আর কবিতা ও গানের ঝাঁপি খুলতে দেখা যায় না । আমরা যারা এরশাদ টেনিউর দেখেছি তারা কাক্কুর এই গান ও কবিতাসমূহ খুব মিস করছি।
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।
৪| ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:১৫
ব্লগ সার্চম্যান বলেছেন: চাঁদগাজী ভাই বলেছেন কৃষকেরা পথে বসবে! একমত ।
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিকই বলেছে চাঁদগাজী ভাই।হিসেবে কিন্ত তাই দেখা যাচ্ছে ।
৫| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:২৮
ঠ্যঠা মফিজ বলেছেন: কৃষকের অবস্থা তাহলেতো খারাপ ।
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হিসেবে তাইতো দেখছি ।
৬| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮
আলআমিন১২৩ বলেছেন: এসব তথ্য বিশ্বাসযোগ্য না । এত ত্বরিৎ তথ্য সংগ্রহ করা ও তা প্রসেস করার অবকাঠামোগত সামথ সরকারি অফিসের আছে বলে মনে হয়না। এছাড়া বন্যার এফেক্ট এখনও শেষ হয়নি।
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কথা কিন্ত একেবারে মিশা না
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৭ ভোর ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
কৃষকেরা পথে বসবে!