![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তানি হানাদার বাহিনীরা বঙ্গবন্ধুর সাথে যা করার সাহস পযন্ত পায় নাই বা করে নাই,অথচ ঘরের লোক,দেশের লোক
এবং বঙ্গবন্ধুর সব থেকে কাছের ও আপন লোকেরাই সেই কাজটি করল।ঘরের আপন জন হয়ে নিয়মিত যারা ঘরে আসা যাওয়া করত সেই সব কাছেরলোকেরাই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করল, বঙ্গবন্ধুর সাথে বেঈমানী করল ।বঙ্গবন্ধু সব সময় যাদের নিজের কাছের মানুষ ভাবতেন এবং তাদেরক এত কাছে রেখে স্নেহ ভালোবাসা দিতেন অথচ তারাই শেষ পযন্ত হত্যা করলেন বঙ্গবন্ধুকে বেঈমানী করলেন,দেশ জাতি ও দেশের মানুষের সাথে ।
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একদম কারেত কথা বলছেন ভাই । এ বিষয়টি নিয়ে যে যাই বলুক আমারও যতটুকো মনে হয়
জিয়া,এরশাদ,এবং আরো দুই চারজন জেনারেল ছিল,তারা আসলে ঐ মুহুর্তে হয়ত হুকুমের গোলাম
নয়ত কাঠের পুটুলের মত শক্তিহীন কোন প্রাণী হয়ে গেছিল । ধন্যবাদ চাঁদগাজী ভাই ।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৫
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবকে হত্যা করেছে সিআইএ; সেনা বাহিনীর বেশীর ভাগ অফিসার সিআইএ'র কন্ত্রোলে ছিল; সিআইএ ২ পয়সায় ফারুক, রশিদ, ডালিম মালিমদের কিনেছে শেখ সাহেবকে হত্যা করার জন্য; সামন্তরালভাবে, দেশ চালনার জন্য তারা জিয়া, এরশাদ, ও আরো ২/৪ জন জেনারেলকে পাইপ লাইনে রেখেছিল বলে মনে হয়।