নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রপতি আঙ্কেল আমাদের কথা কি একটু ভাববেন প্লীজ

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১০


পত্রিকার হেড লাইন দেখলাম আজ আমাদের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আঙ্কেল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।
তাই বলছিলাম শুধু আপনাদের নেতা মন্ত্রীদের কথা ভাবলে চলবে না,দেশের সকল মানুষের কথা ভাবতে হবে।
শুধু আপনাদের শাররী সাস্থ্য খরাপ হলেই চিকিৎসা বা পরীক্ষা করা এবং ভালো সেবা নেয়ার জন্য বিদেশে যাবেন অথচ
দেশের বহু লোক সাধারন অসুস্থতার কারনে ও চিকিৎসার অভাবে মিত্যু বরণ করছে তাদের কথা ভাববে কে ?
কেন আপনাদের জীবনে মূল্য কোটি কোটি লক্ষ টাকা আর সাধারন মূল্য কি এক আনাও নাই ।একটু ভেবে দেখুন
আপনারা বিদেশ যে পরিমান অর্থ খরচ করে চিকিৎসার জন্য যান,সে পরিমান অর্থ খরচ করে চাইলে
আমাদের দেশেও অনেক উন্নত মানের হাসপাতার এবং চিকিৎসকের ব্যবস্থা করা যায়,
আর সেটা হলে বা করলে দেশের সকল মানুষ দেশের ভিতরেই ভালো চিকিৎসা পাওয়ার
সুযোগ পাবে ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৭

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন। জনগনের জন্য সুযোগ সুবিধা তৈরী হওয়া দরকার।

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি পাশে থাকার জন্য।

২| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৯

নিতাই পাল বলেছেন: ভালো লিখেছেন, চিন্তাও করেছেন দেশের মানুষের কথা। যেই কথা বড়বড় নেতাদের মাঝে নাই।
ধন্যবাব ভালো থাকবেন আশা করি।

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।ব্লগে স্বাগতম।

৩| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:



উনি এখন কোথায়, দেশে নাকি সিংগাপুরে?

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দুপুরে চলেগেছেন আঙ্কেল।

৪| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৪

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লিখেছেন ।

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।তবে আপনাদের মত পারি না ।

৫| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৬

নতুন বিচারক বলেছেন: ভালো বিষয় তুলে ধরেছেন ।

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

৬| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: যারা অফিস আলালতে চাকরি করে তাদের একসময় অবসর নিতে হয়। কিন্তু যামা মন্ত্রী এমপি তাদের কোনো কালেও অবসত নিতে দেখলাম না।

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এদের মরনের পরে চিরন্তর অবসর।

৭| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১০

চিটাগং এক্সপ্রেস বলেছেন: রাষ্ট্রপতি হওয়ার পর সবাই সিঙ্গাপুর ব্যাংকক দৌঁড়ায়।

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহারে সিঙ্গাপুর ব্যাংকক যদি আমি একবার যাইতে পারতাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.