![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিঁছিয়ে দেয়া হল।আদালত আগামী ৮ অক্টোবর দিন ধার্য করেছেন। তবে এটাই প্রথম নয় এই নিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ প্রায় ৫০ বারের মতো পেছাল। গতকাল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা পিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিবেদন দাখিল না করার কারনে ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক এ আদেশ প্রদান করেন।এই হল আমাদের দেশ একটি হত্যা মামলার তদন্ত পর্ব
যদি ৫০ হয়;
যেমন ধরাযাক আজ একটি মামলা আদালতে দাখিল করার তারিখ ছিল,কিন্তু তা কোন কারনে দাখিল না করে তারিখ
পিছিয়ে দেয়া হল কম করে হলেও ১৫দিন,তাহলে আমরা ১৫ কে যদি ৫০ এর সাথে গুণ দেই তাহলে দেখা যাবে (১৫ X ৫০) = ফলাফল ৭৫০দিন। অথচ ৩৬৫ দিনে একবছর,আর অন্যদিকে ৭৩০দিনে ২ বছর বাকি আরো বিশ দিন।এটা আমি সাধারণ একটা হিসাব দেখালাম । সাগর রুনি হত্যার কত বছর হল সেটা বড় কথা না ।কথা হল দুইজন প্রফেশনাল সাংবাদিক হত্যার মামলার তদন্তই যদি এতদিন লেগে যায়,তাহলে দেশের বিচার বিভাগ বা আদালত দেশের বাকি মানুষের হত্যা ও অন্যান্য অপরাদের তদন্ত কখন করবেন বা কখন করবেন বিচার ?
২৫ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ঠিক বলেছেন ।
২| ২৪ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:০৯
ঠ্যঠা মফিজ বলেছেন: লুন্ঠিত হয়ে যাচ্ছে রাষ্ট্রিয় বিচার বিভাগ।
২৫ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই যাই বলেন বিচার বিভাগের অবস্থা খুবই কাহিল মনে হচ্ছে ।
৩| ২৪ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৫৪
সোহানী বলেছেন: আর বিচার!!!!! সেটা আবার কি জিনিস!!!!
২৫ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কথা মন্দ বলেন নাই সোহানী আপু ।
৪| ২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:০৪
ব্লগ মাস্টার বলেছেন: আর আমাদের দেশের বিচার।
২৫ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আশা করি একটা সময় সব ঠিক হয়ে যাবে।
৫| ২৫ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৪৬
ব্লগ সার্চম্যান বলেছেন: অসাধারন হাসু ভাই। আপনার কথাগুলোর সাথে একমত ।
২৫ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেশের বাইসকোপ দেখতে দেখতে সাধারন মানুষের পিঠ এখন ওয়ালে ঠেকেছে।
৬| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৩
আখেনাটেন বলেছেন: বিচারের বাণী নিভৃতে কাঁদে। অাচ্ছা উনাদের একটা বাচ্চা মেঘ না কি যেন নাম? কি অবস্থা?
২৮ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যদি আমার সঠিক জানা নেই,তবুও মনে হয় বাবা মা ছাড়া কোন সন্তানই সুখী নয় ।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:১৩
চাঁদগাজী বলেছেন:
ইনভেস্টিগেটর, বিচারক, আইনবিদরা আমাদেরই ইউনিভার্সিটিগুলোর গতকালের বিপ্লবীরা।