নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

ভুলবোই না কেন আমরা যে বড় অকৃতজ্ঞ বাঙালি জাতি

২৫ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৩৩


আমরা অকৃতজ্ঞ একটা জাতি তার একটা ছোট নমুনা বা প্রমান এই আগস্ট মাসকেই ঘীরে। নিশ্চয় ব্লগে থাকা ছোট বড় সিনিয়র জুনিয়র আমাদের ব্লগারদের ভুলে যাওয়ার কথা নয় ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামীলিগের ওপরে নির্মম এবং ভয়ংকর সেই গ্রেনেড হামলার কথা।

সেদিন সেই গ্রেনেড হামলায় ঘটনা স্থলেই আওয়ামীলিগকে ভালোবাসার খাতিরে অনেক আওয়ামীলিগের নেতা কর্মীদের প্রাণ দিতে হয়েছিল ।তাছাড়াও অনেককে হারাতে হয়েছিল স্বজনদের। আর অনেককে হতে হয়েছিল পঙ্গু কানা পতিবন্ধী ।

সেদিন সে ঘটনায় হাজারো লোকের সাথে থাকা বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং সমাজকর্মী। যার পুরো নাম জেবুন্নাহার আইভি ।সেই মুহুরতেও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রীয় সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধ এবং সমাজসেবায় অনন্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছিলেন আইভি রহমান।অন্যদিকে তার আরেকটি বড় পরিচয় হল তিনি ততকালীন প্রয়াত রাষ্ট্রপতি এবং বিশিষ্ট রাজনীতিবিদ জিল্লুর রহমান এর শ্ত্রীও ছিলেন।


সেই ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকা সে গ্রেনেড হামলায় ঘটনা স্থলে গুরুতর আহত হয়েছিলেন আইভি রহমান।তাকে হাসপাতালে নেয়া হয় এবং পরে ২০০৪ সালের ২৪শে আগস্ট রাত ২টায় তিনি প্রয়াত হন।


যদিও আমি পোস্টের শুরুতে লেখেছি আমাদের ভুলে যাওয়ার কথা নয় কিন্ত আসল পর্যবেক্ষনে আমরা সেটাই হয়ত করে বসে আছি । ভুলে গেছি সেদিনের সেই ঘটনা। আর ভুলবোই না কেন আমরা যে বড় অকৃতজ্ঞ বাঙালি জাতি ।

আমি ব্যক্তিগত ভাবে মনে করি যদি সেদিনের সেই ভয়ংকর গ্রেনেড হামলার কথা নাই ভুলে যাবো তাহলে কেন স্বরণ করিনা এইদিনটি অর্থাৎ ২১শে আগস্ট ভয়ংকর গ্রেনেড হামলার দিনকে এবং ২৪শে আগস্ট আসলে আইভি রহমানের মৃত্যুর দিনটিকে ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৪৩

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল হাসু ভাই অকৃতজ্ঞ্য মানুষদের ওপরে আপনার কথার বুলবুজার চালানোর এই ধরণটা ।

২৫ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২৫ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:০০

চাঁদগাজী বলেছেন:


৯ বছর আওয়ামী লীগের সরকার ক্ষমতায়, এটার বিচার শেষ করার দরকার ছিল ২০০৯ সালেই; এবার বুঝেন এদের দক্ষতা!

২৫ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চাঁদগাজী ভাই আমার মনের মত একটা কথা কইছেন । আসলে মাঝে মাঝে চাঁদগাজী ভাই তাদের দক্ষতা নিয়ে আমার বড়
সংকোচ হয় ।এরা এত ভারি মাথা নিয়ে কেমনে চলে ?

৩| ২৫ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনি ভুলে গেছেন, কোনদিন ২১ শে আগস্ট ছিল; আজকে ২৫ শে আগস্ট!

২৫ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একদিন ওভার করেই পোস্ট দিয়েছি ।

৪| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:১২

সাদা মনের মানুষ বলেছেন: কালকে বিএনপির এক নেতার মুখে শুনলাম এই ঘটনা নাকি আওয়ামীলীগই ঘটিয়েছে! হায়রে রাজনীতি!! হায়রে রাজনীতিবিদ!!!

২৮ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পৃথিবীর বুকে সেরা নোংরা রাজনীতি চলে বাংলাদেশে ।

৫| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৭

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল লেখাটা।

২৮ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাইজান ।

৬| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৪

আল ইফরান বলেছেন: প্রাণঘাতী ম্যাস-ভায়োলেন্স কোনদিনই কারো জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে নাই, সেইটা আওয়ামী লীগ হোক বা বিএনপিই হোক না কেন।

২৮ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাইজান একটা উপযুক্ত কথা বলছেন।

৭| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩০

প্রামানিক বলেছেন: ভালো লাগল লেখা। ধন্যবাদ

২৮ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাইজান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.