|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
মিয়ানমারে সহিংসতার পর থেকে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানরা দলে দলে ছুটে আসছে ন বাংলাদেশ সীমান্তের দিকে। নিরাপদ আশ্রয়ের খোজে আসা এসব মানুষের ঢল কোনভাবেই থামছে না। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় নো ম্যানস ল্যান্ডে এখনো অপেক্ষায় আছে হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলমান ।মিয়ানমারে গুলিবিদ্ধ আরও তিনজন রোহিঙ্গাকে রোববার ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।বাংলাদেশের সীমান্ত এলাকার বাসিন্দারা মিয়ানমারের গুলির শব্দে আতঙ্কের মধ্যে রয়েছে। পালিয়ে আসা রোহিঙ্গারা সেখানকার নিরাপত্তা বাহিনীর নানা নির্যাতনের বর্ণনা দিয়েছেন। যা শুনলে চোখের পানি ধরে রাখা সম্ভব নয়। 
 
 নিরাপত্তা বাহিনীর হামলা শেষে এখন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করছে ন শত শত রোহিঙ্গা বসতি। চলছে সশস্ত্র সংঘাত। মরছে  শত শত মানুষ। 
মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকায় রোহিঙ্গা বিদ্রোহী  এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর মধ্যে এখনও চলছে তুমূল লড়াই । শুক্রবার থেকে শুরু হওয়া লড়াইয়ে এই পর্যন্ত প্রায় ১০৪ জনের মৃত্যু হয়েছে। সহিংসতার কারণে রাখাইনের উত্তরাঞ্চলীয় ওই এলাকা থেকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক কয়েকটি ত্রাণ সংস্থার কর্মীরাও সরে যেতে বাধ্য হয়েছেন। অন্যদিকে মিয়ানমারে সহিংসতার জন্য আন্তর্জাতিক ত্রাণকর্মীদের দায়ী করছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি। তিনি বলেন এসব ত্রাণকর্মী মিয়ানমারের সন্ত্রাসীদের সহায়তা করছেন। সুচির এ বক্তব্যেই বোঝা যায় আসলে রোহিঙ্গা’রা সন্ত্রাস চাঁদাবাজ নয়, বড় সমস্যা রোহিঙ্গারা মুসলিম তারা মুসলমান ।
 ২৪ টি
    	২৪ টি    	 +২/-০
    	+২/-০  ২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৪০
২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই অল্প কিছু জনসংখ্যাকে সব মুসলিম দেশ মিলে ভাগ করে নিলেই হত। এটা যেমন একটা সমাধান আবার আরেকদিকে রোহিঙ্গাদের মিয়ানমারে থাকারো অধিকার আছে ।
২|  ২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৩৮
২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৩৮
বিজন রয় বলেছেন: বড়ই করুন!!
তবে এই ইস্যু নিয়ে আপনাদের বেশি কথা বলতে দেখি।
পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, বাংলাদেশ নিয়ে তো খুব বেশি বলতে দেখি না।
পৃথিবীর সব নির্যাতিত মানুষদের পাশে আছি। শুধু মুসলমান নয়।
আমার মনে হয় এভাবেই দেখলেই ভাল হয়।
ধন্যবাদ।
  ২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৪৩
২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বিজন দা শেষের কথাটা মন ধরিয়ে দিলেন । খুব ভালো লাগল কথাটি,কিন্ত কবি নিরব কে শুনে কার কথা।
সব মাছেই ঘু খায় আর নাম পরে গাওড়া মাছের বেশি এই যা আর কি ।
এখন পৃথিবীর সব দেশেই মুসলিমদের একটা পরিচয় মুসলিম হল সন্ত্রাস ।
৩|  ২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৪৩
২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৪৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওইযে বললাম, শাসকরা মেরুদণ্ডহীন। তাই রোহিংগাদের যে মায়ানমারে থাকার অধিকার আছে সেটা নিয়ে কেও কথা বলে না।
  ২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৪৫
২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর কতদিন এই মেরুদণ্ডহীন প্রাণীগুলোর ছায়াতলে আমাদের বসবাস করতে হবে কে জানে ?
৪|  ২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৪৯
২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৪৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: যতদিন না আমরা ইসলামকে লাইফস্টাইল হিসেবে গ্রহণ করব।
  ৩০ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:৪৩
৩০ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাইতো মনে হচ্ছে ভাই।
৫|  ২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৪৯
২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৪৯
বিজন রয় বলেছেন: এখন পৃথিবীর সব দেশেই মুসলিমদের একটা পরিচয় মুসলিম হল সন্ত্রাস ।
আশাকরি এটা আগামী কয়েক বছর পর আর থাকবে না।
কারণ মুসলিম সম্প্রদায় আস্তে আস্তে সচেতন হচ্ছেন, শিক্ষিত হচ্ছেন।
গুটিকয়েক মুসলিমের জন্য সব মুসলিম নিশ্চয়ই দোষী নয়।
সবার ভিতরে শুভবুদ্ধির উদয় হোক।
সবার জন্য শুভকামনা।
  ৩০ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:২১
৩০ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আশির্বাদ করুন এটাই যেন হয় । আপনার মুখে চন্দ্রন ফুটোক।
৬|  ২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৫১
২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৫১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিজন সাহেব ঠিক বলছেন। ধর্ম ভিন্ন বলে মানুষকে আলাদা ভাবার কিছু নাই।
  ৩০ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:২২
৩০ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত । মানুষে মানুষে কোন ভেদাভদ থাকা উচিত নয়।
৭|  ২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৫৩
২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: সুচির ফাঁসি চাই।
  ৩০ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:২৯
৩০ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুচির ফাঁসি চাই।সুচির ফাঁসি চাই।সুচির ফাঁসি চাই।
৮|  ২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৫৫
২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৫৫
আদর্শ সৈনিক বলেছেন: উগ্র বৌদ্ধ ভিক্ষুদের মাধ্যমে যে রোহিঙ্গাবিরোধী দাঙ্গা শুরু করা হয় সেই সূত্র ধরে দেশটির রাষ্ট্রীয় বাহিনী নির্যাতনের স্টিমরোলার পাঁচ দশক ধরে অব্যাহত রয়েছে রোহিঙ্গাদের বিরুদ্ধে। সেনাবাহিনী পাঠিয়ে নিজ দেশের জনগণের ওপর এমন নিধন অভিযান ইতিহাসে বিরল। রোহিঙ্গাদের বলা হয় বিশ্বের সবচেয়ে নির্যাতিত সংখ্যালঘু জাতিগোষ্ঠী। দশকের পর দশক ধরেই চরম মানবাধিকার লঙ্ঘনের এ ঘটনা। মিয়ানমারের ১৩৫টি আদিবাসী জাতিগত গ্রুপের তথ্য সরকারি খাতায় লিপিবদ্ধ করেছে, সেখানে রোহিঙ্গাদের স্থান হয়নি। তারা শত শত বছর ধরে বংশ পরম্পরায় মিয়ানমারে বাস করে এলেও কর্তৃপক্ষ তাদের অবৈধ অভিবাসী বিবেচনা করে।
মিয়ানমারে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দিতে কাজ করে উগ্র বৌদ্ধদের অনেকগুলো গ্রুপ। ২০১৫ সালে মিয়ানমার সেন্টার ফর রেসপনসিবল বিজনেসের এক জরিপে দেখা যায়, অনলাইনে ঘৃণাসংবলিত যেসব পোস্ট দেয়া হয় তার ৯০ ভাগই মুসলিমদের টার্গেট করে দেয়া। সামান্য অজুহাতেও এখানে মুসলিমদের ওপর ঝাঁপিয়ে পড়ে উগ্র বৌদ্ধরা।
  ৩১ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:৩৩
৩১ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই মুহুর্তে একমাত্র আলাহু তাদের সহায় ।
৯|  ২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৫৯
২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৫৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লাল রঙ্গের সন্ত্রাসীদের হাত থেকে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় লাভের অধিকার আছে।
  ৩১ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:৩৪
৩১ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় পৌঁছে দিন।
১০|  ২৯ শে আগস্ট, ২০১৭  বিকাল ৩:০৪
২৯ শে আগস্ট, ২০১৭  বিকাল ৩:০৪
ধ্রুবক আলো বলেছেন: বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো যদি সতর্ক ও দায়িত্ববান থাকতো এ ব্যাপারে তাহলে রোহিঙ্গাদের উপর অত্যাচার করার সাহস সূচির মত মহিলা পেত না। আফসোস আমরা মুসলিম রা বিচ্ছিন্ন। নাহলে এই দিন দেখতে হতো না। 
  ৩১ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:৩৭
৩১ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আফসোস আমরা মুসলিম রা বিচ্ছিন্ন। নাহলে এই দিন দেখতে হতো না। 
সহমত।
১১|  ২৯ শে আগস্ট, ২০১৭  বিকাল ৩:২৮
২৯ শে আগস্ট, ২০১৭  বিকাল ৩:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রোহিঙ্গারা মানুষ না, ওরা বাঙালি মুসলমান। মুসলমানদের কেউ মানুষ বলে ট্রিট করে না, সন্ত্রাসী বলে চিহ্নিত করে। ফ্রান্সে প্রকাশ্যে কেউ 'আল্লাহু আকবর' বললে তাকে সাথে সাথে গুলি করার আদেশ জারি হয়েছে। মানবতা নামক বিবেকবোধ মুসলমানদের জন্য নয়। তবে, আমাদের দেশের মুসলমানদের কথা আলাদা; এদেশেরই মুসলমানদের জন্য তাদের মন না কাঁদলেও বাকি সব দেশের সব মানুষের জন্যই তাদের মানব হৃদয় মানবতা রক্ষার বেদনায় উথলে ওঠে।
সবাই মানুষ, মানুষ মানুষেরই জন্য- জাতি-ধর্ম-গোত্র কোনো বাধা নয়- বিশ্ববিবেক এর মাহাত্ম্য অনুধাবন করে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসবে?
  ৩১ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:৩৮
৩১ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই ।
১২|  ২৯ শে আগস্ট, ২০১৭  বিকাল ৩:২৯
২৯ শে আগস্ট, ২০১৭  বিকাল ৩:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবাই মানুষ, মানুষ মানুষেরই জন্য- জাতি-ধর্ম-গোত্র কোনো বাধা নয়- বিশ্ববিবেক এই মাহাত্ম্য অনুধাবন করে কবে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসবে?
  ৩১ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:২৮
৩১ শে আগস্ট, ২০১৭  সকাল ১০:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সঠিক বলতে পারছি না তারা কি এগিয়ে আসবে কি না ।
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৩৬
২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ১১:৩৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই অল্প কিছু জনসংখ্যাকে সব মুসলিম দেশ মিলে ভাগ করে নিলেই হত। আফসোস,আজ মুসলিম শাসকরা মেরুদণ্ডহীন।