![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতিরসংঘ আপনাদের নজর কি শুধু আমাদের মাতৃভূমি বাংলাদেশের ওপরেই পরে,
কেন মিয়ানমারের সুচিদের ওপরে পরে না।আগে মিয়ান সরকার এবং সুচিদের বলুন তারা আর কোন রোহিঙ্গার ওপরে হামলা না করে ,আর কোন রোহিঙ্গার ওপরে যেন তারা নির্যাতন না চালায় । তার পর বাঙ্গালীকে বলতে আসুন, তবে মনে হয় বাঙ্গালীকে আপনার
বলার প্রয়োজন হবে না কারন আপনেরা বলার আগেই আমরা যতদূর সম্ভব রোহিঙ্গাদের পাশে দাঁড়াবো ।আজও পত্রিকায় দেখলাম ভিটা-মাটি ছেড়ে পালিয়ে আসা আশ্রয়হারা খোলা আকাশের নিচে শত শত রোহিঙ্গা মুসলিম নারী ও পুরুষ এবং শিশুরা জীবনের সাথে অকালন্ত সংগ্রাম করছেন ।কোন ভাবেই মিয়ানমার সেনাদের বর্বরতা থামছে না। তারা একের পর এক মুসলিম অধ্যুষিত গ্রামগুলো মর্টারশেল আর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে।
কোথায় জাতিরসংঘ,কোথায় মানবধিকার সংস্থা আপনেরা ? কেন মিয়ানমারকে একবারো বলছেন না এই ঘৃণ্য মর্মান্তিক জঘণ্য
নির্যাতন মূলক কর্ম কাণ্ড থেকে সরে দাঁড়াতে ।মায়ানমার থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গা সীমান্ত দিয়ে প্রবেশ করছে তা দেখে আপনেরা বলছেন এই সঙ্কট মোকাবেলায় আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে। আরে মিয়া খালি রোহিঙ্গা কেন প্রয়োজনে আপনেরাও যদি কোন আন্তর্জাতিক সমস্যায় পরেন আর যদি আমদের সাত সমুদ্র তের নদী পার হয়ে যেয়ে আপনাদের পাশে দাঁড়াতে হয় প্রয়োজনে তাও দাঁড়াবো,ইনশাল্লাহ একটুও পিঁছু পা হটবো না।তাই বলছি দয়া করে আমাদেরকে নন্দঘোষ না ভেবে এবং আমাদের না বলে আগে মিয়ানমার তার সরকার এবং সুচিকে সাবধান করুন ।
৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাই বলেন আহমেদ জী এস ভাই জাতিরসংঘের ওই চাটুয়াবাজদের এই নিরব ভূমিকা দেখেই বোঝা যাচ্ছে তারা এই লেকচার
দেয়া ছাড়া আর কিছু করতে পারবে না ।
২| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৮
তারেক ফাহিম বলেছেন: লেকচার দাতা সবসময় লেকচার দিয়ে খ্যাত।
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঐ সকল লোকগুলো লেকচার দেয়া ছাড়া আর কিছু করতে পারবে না ।
৩| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৯
চাঁদগাজী বলেছেন:
বার্মা, উ: কোরিয়া, ইরান, রাশিয়া, জিম্বাবে, সোমালিয়া জাতিসংঘের কথা শুনে না, মানে না; আপনি চান বাংলাদেশও ওদের মতো হোক?
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর দূরমিয়া কোন কাজে না লাগলে কথা শুনে আপনি কি করবেন ?
৪| ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
রাজীব নুর বলেছেন: আপাতত আশ্রয় দিন, খাদ্য দিন, চিকিৎসার সুযোগ দিন- তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না।
তাঁরা ছন্নছাড়া, পরিবারহীন। তাঁদের সংখ্যা এখন শতক থেকে কয়েক হাজারে পৌঁছেছে।
রোহিঙ্গা পরিচয়ে নয় তাঁরা মানুষ হিসেবে একটু আশ্রয় চায়, মানবতা চায়।
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত ।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩২
আহমেদ জী এস বলেছেন:

(
:হাসু মামা ,
আমরা জাতিসংঙ্ঘের লেকচার চাইনা । আমরা দরজা খুলে দিয়ে আঙুল চুষবো আর বার্মিজরা চাঁদমারী প্রাকটিস করেই যাবে ???