|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর একটি এলাকায় দুটো বিস্ফোরণের ঘটনা ঘটেছে । হাজার হাজার মুসলিম রোহিঙ্গার মাঝে সেই সহিংসতার ঘটনা ঘটে।এদিকে বাংলাদেশী কর্তৃপক্ষ বলছেন সে বিস্ফোরণের ঘটনায় একজন নারী একটি পা হারিয়েছে ।ঘটনাস্থলটিতে রয়টার্সের সাংবাদিকরা বলছেন তারা বোমা বিস্ফোরণের আগেই গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের কথা শুনেছিল। মায়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর একটি সহিংস অভিযানের জন্য বিশ্বের নেতাদের কাছ থেকে ক্রমবর্ধমান সমালোচনার মুখোমুখি হওয়ায় ঘটনাটি ঘটে। রোহিঙা বিদ্রোহীদের কয়েকটি পোস্টে রোহিঙ্গাদের হামলার পর রাখাইন রাজ্যে গত সপ্তাহে সংঘটিত যুদ্ধে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা পালিয়ে গেছে। সমালোচকরা বলছেন মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা নাগরিকদের নির্বিচারে হত্যা করছে এবং হাজার হাজার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে।  
সূত্রঃ DAILY BEAST NEWS
 ২ টি
    	২ টি    	 +১/-০
    	+১/-০  ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:০৩
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:৩৪
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:৩৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ হাসু ভাই সংবাদটির দেয়ার জন্য ।