নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

মনে হচ্ছে মিয়ানমারের টার্গেট এবার বাংলাদেশ

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩২


বিভিন্ন সংবাদ পত্রিকাগুলো পড়ে যতটুক বুঝতে পারলাম তাতে মনে হচ্ছে মিয়ানমারের টার্গেট এখন বাংলাদেশের ওপর। বাংলাদেশ এবং মিয়ানমারের দীর্ঘ সীমান্তে আগেই কাঁটাতারের বেড়া দিয়ে দিছিলেন মিয়ানমার সরকার। কিন্তু ২০১৭সালের ২৩শে আগস্ট নিজেদের অভ্যন্তরে বিদ্রোহীদের সাথে সংঘাতের পর মিয়ানমারের সেনাসদস্যরা সীমান্তের প্রায় ৯টি পয়েন্টে এন্টি পার্সোনাল মাইন স্থাপন করেছেন । বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী বিভিন্ন সূত্রে পাওয়া গোপন স্থির চিত্র এবং ভিডিওতে মিয়ানমার বাহিনীর নানা তৎপরতা ধরা পড়েছে। বিশেষ করে ক্রস চিহ্নিত একাধিক স্থানেই দেখা যাচ্ছে মাইন স্থাপনের চিত্র।বিশেষ করে সীমান্তের জঙ্গল এলাকাগুলোতে মিয়ানমার বাহিনী অবস্থান নিয়েছেন এবং সেসব এলাকায় মাইন স্থাপন করছেন।আর সব মিলিয়ে মোটামুটি ভাবে সীমান্তে উত্তেজনাকার পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকেই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতেও চরম আতংক বিরাজ করছে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

ব্লগ সার্চম্যান বলেছেন: দেখুন শেষ পযন্ত কি হয়।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখাযাক । :)

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

নতুন বলেছেন: এন্টি পার্সোনাল মাইন স্থাপন করেছেন ।

এটা যাতে রোহিঙ্গা আর ফিরে যেতে না পারে।

যুদ্ধ শুরুর কোন পরিকল্পনা কারুরই নাই।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হতে পারে আবার যে পরিস্থিতি তা যুদ্ধ থেকে কিন্ত কমও না ।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সিমান্তে উত্তেজনা থাকবে, তবে যুদ্ধে ওরা জড়াবে না

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয়ত আপনার ভাবনাই ঠিক হবে ।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


"বিভিন্ন সংবাদ পত্রিকাগুলো পড়ে যতটুক বুঝতে পারলাম তাতে মনে হচ্ছে মিয়ানমারের টার্গেট এখন বাংলাদেশের ওপর। "

-আপনার হিজরত করার সময় হয়েছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিকই কইছেন ভাই চলেন দুই ভাই মিল্লা এক লগে হিজরত করে আসিকা । ;)

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

ব্লগ মাস্টার বলেছেন: যুদ্ধে লাগলে আমরাও লড়াই করবো ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্য কইছেন করবেন যুদ্ধ ? B-)

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০২

মলাসইলমুইনা বলেছেন: ডিপ্লোম্যাটিক ফেইলিয়োরটা বড় ইস্যু হয়ে যাচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে বাংলাদেশের জন্য | এই ফেইলিওরতা কিভাবে বাংলাদেশ কাটায় তার উপরে নির্ভর করছে অনেক কিছু | দোয়া করা ছাড়া এই মুহূর্তে আর কি করার আছে বুঝতে পারছি না |

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটাই এখন আসল কাজ হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.