নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ আকাশসীমা অতিক্রম করার কথা মিয়ানমার অস্বীকার করেছে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৩৭


মিয়ানমারের রাষ্ট্রপতির মুখপাত্র শনিবার বলেছেন যে কোনও অপ্রীতিকরতা ঘটনা সম্পর্কে কোন প্রমাণ নেই বাংলাদেশের কাছে যা তারা লঙ্গন করেছে ।কিন্তু বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েদিছেন মিয়ানমারের ড্রোন এবং হেলিকপ্টার রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবারে বাংলাদেশী আকাশসীমা অতিক্রম করেছে। একই সাথে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সতর্ক করে দিয়েছেন যে,যেকোন প্রকার উত্তেজনক মূলক কাজের ফলাফল মিয়ানমারের জন্য ভালো দিকে যাবে না। অন্যদিকে ইয়াঙ্গুনের রাষ্ট্রপতির মুখপাত্র জা হ্যায় বলেছেন মায়ানমারের সামরিক বাহিনী বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার যে বিষয়টি অস্বীকার করেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫২

ঠ্যঠা মফিজ বলেছেন: কিছু করার নাই ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলছেন । কেননা এ দেশটি যে মগদের মুল্লুক।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২৮

অরণ৽ বলেছেন: যখন সীমা লঙ্গন করেছিল তখনি সত৿ক না করে বোমা মেরে ওগুলো উড়িয়ে দেওয়া উচিত ছিল। যত সব ফাকাফাকি B-)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো .................কইছেন:)

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ক্যামনে বিরোধী দলকে ঘায়েল করা যাবে এই নিয়ে গালাগাল দিতেই ব্যস্ত সেই সংগে ক্যামনে পকেট ভারী হবে সে চিন্তাও তাহলে সামরিক শক্তি বাড়বে কী করে?






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এইতো আমরা আর আমাদের দেশ । :)

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯

ব্লগ মাস্টার বলেছেন: আরে বাদ দেন আমাগু দেশের সব হল হিজড়া ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এইটা ঠিকনা ভাই ভালো শক্তি সামনত্য মানুষও আছে কিন্ত ।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৯

উচ্ছল বলেছেন: এই ড্রোন, হেলিকপ্টার ইত্যাদি বিএনপি জামায়াতের হওয়া উচিত ছিল। তাইলে তামাশা আরো জমতো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ;)

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

নিরাপদ দেশ চাই বলেছেন: বাংলাদেশের সরকার যে আসলে কতটা দুর্বল তা ভয়ঙ্কর ভাবে ধরা পড়ছে।ক্ষমতায় থাকতে কেবলমাত্র এক ভারতের সাথে বন্ধুত্ব করতে গিয়ে পুরো বিশ্বে একাকী হয়ে গেছে বাংলাদেশ। ভারত সুযোগ বুঝে মুখ ফিরিয়ে নিয়েছে। মিয়ানমার বারবার আকাশসীমা লংঘন করছে অথচ বাংলাদেশ কড়া প্রতিবাদ পর্যন্ত করছে না, রোহিংগা ইস্যূ নিয়ে পুরোপুরি চুপ মেরে আছে সরকার। এসব আলামত আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ।

শেখ হাসিনা যদি দেশকে ১% ও ভালবাসে, তাহলে তার উচিৎ এখনই ক্ষমতা আর্মির অধীনে একটি দক্ষ উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত তত্বাবধায়ক সরকারের হাতে হস্তান্তর করা। দেশের সার্বভৌমতা এখন হুমকির মুখে।এই অবস্থকে সামাল দেয়া সম্ভব একমাত্র দক্ষ লোকদের।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই মুহুর্তে বাংলাদেশে একজন দক্ষ্য দেশ অপরেটার দরকার।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

ব্লগ সার্চম্যান বলেছেন: আরো একটু বিস্তারিত লেখলে ভালো হত ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ;)

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

কানিজ রিনা বলেছেন: মশা উরছে আমরা দেখছি চেয়ে। আমাদের
মশা মারার ইস্প্রে ছিটাতে সময় লাগছে।
কারন দশলাখ রহিঙ্গা বাঁচাতে হিমশীম
খাওয়া বাংলাদেশ হয়ত চাচ্ছে না যুদ্ধের
দামামা বাজাতে। জাতীসংঘ ও আন্তরজাতীক
মানবধীকার অনুমতি দরকার।
এখন এই অসভ্য বর্বর জাতীর সায়েস্তা
করতে গেলে রহিঙ্গা স্বরনার্থী বাচাঁনো
কঠিন হয়ে পড়বে। তারপর চীন ভারত
মায়নমারের পক্ষে কাজ করছে। বাংলাদেশ
সরকার অনেক কঠিন সময় অতিক্রম
করছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপু । শুভ রাত্রী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.