নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

শেষ পযন্ত রোহিঙ্গাদের লালন পালনের দায়িত্ব বাংলাদেশকেই বহণ করতে হবে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪


একজন স্বামী একজন শ্ত্রী'কে প্রতিদিন ইচ্ছা মত মারধোর করে,আর প্রতিদিন মারধোর ও ঝগড়া শেষে
ওই শ্ত্রী স্বামীকে প্রশ্ন করেন,আচ্ছা তুমি আমাকে প্রতিদিন এভাবে মারো কেন ?
তুমি কি আমাকে নিয়ে ঘর বা সংসার করবে না ? স্বামী শ্ত্রী'কে উত্তর দেন,আরে =এখানে একটু খারাপ টাইপের
ভাষা বা গাল মন্দ হবে সেটুকো ভদ্রতা বজায় রাখতে ব্যবহার না প্রজোয্য,যাই হোক উদাহারন,তুই কি বোঝছ
না মাইরের স্টাইলে যে তোরে নিয়ে সংসার করমু কি না তোরে রাখমু কি না !
তো সে রকম অবস্থাই চলছে বর্তমান রোহিঙ্গা ও মিয়ানমার সরকার এবং সুচিদের মধ্যে ।

প্রথমত একটু লক্ষ করে দেখুন তাদের মানে রোহিঙ্গাদের পুরো মিয়ান মার থেকে চাপাতে চাপাতে
রাখাইন রাজ্যের এক পাশে অানছে তার পর সেখান থেকে বের করে দিয়েছে এর পর মিয়ানমারের সেনাবাহিনীরা
বাংলাদেশ এবং মিয়ানমার সীমানায় মাইন পুটতে শুরু করলো অবশেষে তারা বাংলাদেশের এবং মিয়ানমার
সীমানায় নতুন করে যে কাটাতারের বেরা ব্যবহার করছে সে কাটাতারের বেরার ভিতর বিদুৎ সংযোগও দিয়ে দিচ্ছে
যা সম্পূণ্য ভাবে মানোবধিকার লঙ্গন । এখন এতেও কি স্পষ্ট বোঝা যাচ্ছে না আসলে সুচি বা মিয়ান মার সরকার
কোন ভাবেই আর চাচ্ছে না যে রোহিঙ্গারা ফিরে যাক মিয়ানমারে ।

আর আগে পরেও যে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে এসেছে তাদের মধ্যেই কতজনকে তারা ফিরিয়ে নিছে
তাও কিন্তু সকলের জানা আছে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১১

অর্থহীন জীবন (রিয়াজ) বলেছেন: আসলেই সূচির জন্য কিছু একটা করতে হবে এটা জাতি সংঘের দেখতে হবে রোহিঙ্গারা তো মানুষই তাদের বাচানো মানুষের ধর্ম।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুচির জন্য কি করবেন সেওতো আরেক শয়তান মহিলা ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

আখেনাটেন বলেছেন: এটি এখন চরম বাস্তবতা হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশের আর কিচ্ছু করার নেই। কূটনৈতিকভাবে বাংলাদেশ মারাত্মকভাবে দুর্বল। পাশে ভারত থাকলে হয়ত কিছুটা সফল হতে পারত। কিন্তু দুর্ভাগ্য দাদারা মোক্ষম সময়ে লাথিটা মেরেছে আমাদের বাংলাদেশীদের...।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।শুভ রাত্রী।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০২

ব্লগ সার্চম্যান বলেছেন: হুম তাদের ভাগ্য খারাপ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।শুভ রাত্রী।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১০

চাঁদগাজী বলেছেন:


রোহিংগাদের প্রাণ বাঁচানোর একমাত্র দেশ হলো বাংলাদেশ।
তবে, সরকার তাদের চাহেনি, দালালরাই ওদের দেশে ঢোকার ব্যবস্হা করেছে; পরে, সরকার বাধ্য হয়েছে।
সমস্যা হবে সামনের দিনগুলোতে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাইয়া।শুভ রাত্রী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.