![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়ানমারে সহিংসতা অব্যাহত থাকার কারণে সেখান থেকে আসা প্রায়
৬০০০ রোহিঙ্গা শিশুদের জন্য আলাদা আশ্রয়ের পরিকল্পনা করছেন বাংলাদেশ সরকার।
জ্যেষ্ঠ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, সামাজিক কল্যাণ মন্ত্রণালয় মাঠ থেকে ২০০ একর (৮০ হেক্টর) জমি
অধিগ্রহণের জন্য স্থানীয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে এবং প্রায় ১,৫৪০ জন শিশুকে ইতিমধ্যে নিবন্ধিত করাও হয়েছে।
বাংলাদেশের মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জিল্লার রহমান ঢাকায় সাংবাদিকদের বলেছেন সরকার রোহিঙ্গা শিশুদেরকে প্রাপ্তবয়স্কদের কাছ থেকে দূরে রেখে তাদের আলাদা ভাবে দেখাশোনা করবেন।
সূত্র
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ রিনা আপি ।শুভ রাত্রী ।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৮
কলাবাগান১ বলেছেন: বিনপি গতকাল জায়নামাজ, টুপি বিতরন করেছে রহিংগাদের মাঝে!!!!!!!!!!!!!!!!!!!!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আওমিগ কি এ পযন্ত কিছু বিতরন করে নাই ভাই ।আপনেরা এত নিমক হারাম কেন ? সরকার দেশের মানুষদের কত ধরনের সাহায্য করছে,আর আপনেরা সুনাম করছেন বিএনপির ।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২৭
চাঁদগাজী বলেছেন:
বাচ্চাদের সাহায্য করার ভাবনা বিশালভাবে ইতিবাচক।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।আপনার অবস্থা কি ভাই । আমি যদি ভুল ধারনা না করে থাকি তাহলে মনে হয় আপনি ব্লগে রেষ্ট নিচ্ছেন ।যাইহোক
মেইল করুন আশা করছি কৃতপক্ষ আপনার সমস্যা সমাধান করবে ।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮
ঠ্যঠা মফিজ বলেছেন: এতা সরকার একটা ভালো উদ্ধেগ হাতে নিয়েছে ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
ব্লগ সার্চম্যান বলেছেন: নিশ্চয় সরকারের জন্য এটা ভালো একটা কাজ ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
কানিজ রিনা বলেছেন: খুব ভাল লাগল শুনে, যদি আমাদের দেশের
স্টেশনে রাস্তায় থাকা শিশুগুল সরকার একটা
ব্যবস্থা নিতো এর থেকে ভাল আর কি হতো।
ধন্যবাদ।