নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

গোলাপী সুন্দরি এখন তার রঙ বদলে হয়েছে হলুদ পরী

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১২


নগরীতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে নতুন ধরনের ইয়াবার সন্ধান পাওয়া যাচ্ছে। মিয়ানমার থেকে সাধারণত যেসব ইয়াবা বাংলাদেশে আসে সেগুলো হত গোলাপী রঙের। কিন্তু টাস্কফোর্স এখন নতুন ধরনের যে ইয়াবা জব্দ করেছেন সেগুলোর রঙ হলো হলুদ। আকারেও দেশে বর্তমানে ব্যবহৃত ইয়াবার চেয়ে বেশ খানিকটা বড়।হলুদ রঙের এধরনের ইয়াবা ট্যাবলেট গুলো মাদক বিক্রেতারা আইপিআই নামে বিক্রি করছেন বা বাজার জাতক করছেন । তবে মূল কথা হলো আসলে হলদে রঙের এই বড়িগুলো ইয়াবা না
এগুলো হল নেশার জগতে প্রবেশ করা নতুন এক মাদক তবে মাদক ব্যবসাহীরা এটাকে ইয়াবা হিসেবেই বাজার জাতক করছেন।
এর মূল কারন হল গোলাপী ইয়াবায় যে ধরনের উপাদান থাকে হলুদ ইয়াবায়ও ঠিক সেটাই আছে। তবে এটা আকৃতিতে খানিকটা বড়। যারা মাদকের ব্যবসা করেন তারা এটাকে আইপিআই বড়ি বলেন। মাদক ব্যবসাহীরা বলছেন আইপিআই হচ্ছে নেশার জগতে প্রবেশ করা সদ্য নতুন ধরনের এক নেশার বড়ি। কিন্তু আমরা এটাকে ইয়াবা বলেই চালিয়ে দিচ্ছি।

সাম্প্রতিক সময় এ মাসেই চট্টগ্রাম নগরীর সদরঘাট থেকে র‌্যাব প্রায় দশ হাজার (১০ হাজার ) পিস হলুদ ইয়াবাসহ দুজনকে আটক করেছে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শিরোনাম দেইখ্যা ভাবছিলাম আমার ম্যাডামরে কটাক্ষ কর্তাছেন।জামার হাতা গুটাইয়া আইসা দ্যাহি কেইস ভিন্ন।
এই বেলায় বেঁচে গেলেগো মামু...................... ;) :P

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনারে হ্যার লেইগ্গা লাল সালাম আর আননের ম্যাডামরে ছামলাই রাইখেন কওনত যায়না B-)

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

উদাস মাঝি বলেছেন: জিনিশ টা খাইতে কিরাম মামু ?

২-১ টা সেম্পুল পাটান যায় না ? ;)

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখতে নাকি পীলের মত ।শুনেছি আগে লাল হতো এখন নাকি হলুদও হয় তয় এখনো দেখি নাই। :)

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪০

ঠ্যঠা মফিজ বলেছেন: খুব খারাপ খবর ।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব আসছে মিয়ানমার থেইক্কা

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা কি করি ভাইয়ের মতোই আমার অবস্থা , শিরোনাম দেখে বেশ কৌতুহল জন্মায়ছিল মেকাপ জগতে হয়তো হলুদ কিছুর সূচনা হইছে... কিন্তু, ভেতরে দেখি কারবারটা ভিন্ন!

যাক ভালোই হইল, জানা রয়ে গেল

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হা হা হা
কমেন্টে অনেক অনুপেরিত হোলাম ভাই।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো হয়েছে।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবিডা যতই দ্যাহি খালি টপটপাইয়া লোল পড়ে...............উলজজজজজ,,,,,,স্রুওওওপ

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সংবিদ্ধ সতর্করনীয়ঃ
মাদক দ্রব্য মাদক সেবকদের মিত্যুর কারন হতে পারে।

৭| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৯

ব্লগ সার্চম্যান বলেছেন: এটা দেশের জন্য ভালো কথা নয় ।

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইছেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.