![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগের অনেকের প্রিয় আবার অনেকের কাছে অবশ্য অপ্রিয় যিনি তিনি হলেন আমাদের প্রিয় ব্লগার চাঁদগাজী ভাই।
আনুমানিক গোপন সূত্রে জানতে পারলাম উনার রাহুর দশা খারাপ করে রাখছেন ব্লগের বিগ বিগ নেতা কর্মীরা ।
আমরা জানি সামুতে একজন মাত্র ব্লগারই আছেন যার কনেন্ট এবং পোস্ট অনেকের পছন্দ হয় না ।আবার আরেক
দিকে বিবেচনা করলে দেখা যাবে তার ভক্তকূলের সংখ্যাও কম নয় ।
সাধারন হিসেবঃ
চাঁদগাজী ভাই ব্লগীং করছেন ২ বছর ৮ মাস ।
চাঁদগাজী ভাই এ পযন্ত পোস্ট করেছেন প্রায় ৭৩৯টি অন্যদিকে তার মন্তব্যের সংখ্যাও একেবারে কম নয় । তিনি এ পযন্ত
প্রায় ৩৪১৪৫টি মন্তব্য করেছেন । সে তুলনায় আমরা অবশ্য তার পোস্টে মন্তব্য কমই করেছি। তিনি মাত্র ২৬০৭৩টি মন্তব্য
পেয়েছেন ।তিনি অনুসরণ করছেন ৩৫৯ জনকে অন্যদিকে চাঁদগাজী ভাইকে অনুসরণ করছেন প্রায় ৪৭৩ জন। এই
সাধারন পরিসংখ্যায় আমরা দেখতে পারছি এবং বুঝতে পারছি চাঁদগাজী ভাই আমাদের থেকে মোটামুটি অনেক ভালোই ব্লগীং
করছেন । তাই ব্লগ কৃতপক্ষের কাছে বিশেষ আবেদন থাকল যে চাঁদগাজী ভাইয়ের রাহুর দশা এবং শনির দশা সব কাটিয়ে তাকে
সহ সকল জানা অজানা যে সকল ব্লগার গন জেনারেল হয়ে আছে সকলকে সেফ এবং সুস্থ ব্লগীং করার নিশ্চয়তা দিতে হবে ।
তথ্যসূত্রঃ বেশ কিছুদিন উনার কোন লেখা নাই ।
০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেশ কিছুদিন উনার কোন লেখা নাই । সেটাই তথ্যসূত্র ।
২| ০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
রাজীব নুর বলেছেন: হয়তো ব্যস্ত আছেন।
যাই হোক। শুধু একটা কথা বলি- সামুতে এক নম্বর ব্লগার হচ্ছেন চাদ্গাজী ।
০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি কিন্ত লেখা মূল বিষয় ধরতে পারছেন ভাই ।সে জন্য ধন্যবাদ ।
৩| ০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
মোঃ তানজিল আলম বলেছেন: উনি একটু স্থগিত আছেন। বেশি লেখা পোস্ট করা ভালো না।আবার হাজির হবেন নতুন কোনো লেখা নিয়ে।
০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না এমন স্থগিত কোন ব্লগারই পক্ষে কাম্য নয় বিশেষ করে চাঁদগাজী ভাইতো নয়ই।
৪| ০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
রাজীব নুর বলেছেন: উনি সামুতে আছেন। এবং মন্তব্য করছেন।
হয়তো খুব অল্প সময়ে তাঁর কাছ থেকে লেখাও পাবো।
০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহুর রহমতে আশা করছি সেটা খুব শিগ্রই ঠিক হয়ে যাবে । আমরা আমাদের চাঁদগাজী ভাইকে আগে মত আবার দেখতে চাই।
৫| ০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
রাজীব নুর বলেছেন: উনি সামুতে আছেন। এবং মন্তব্য করছেন।
হয়তো খুব অল্প সময়ে তাঁর কাছ থেকে লেখাও পাবো।
০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহুর রহমতে আশা করছি সেটা খুব শিগ্রই ঠিক হয়ে যাবে । আমরা আমাদের চাঁদগাজী ভাইকে আগে মত আবার দেখতে চাই।
৬| ০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
বনসাই বলেছেন: চাঁদগাজী'র লেখা আমাকে ভিন্নভাবে চিন্তার সু্যোগ করে দেয়, যদিও তিনি কিছু কিছু ক্ষেত্রে উস্কানি, নেতিবাচক মন্তব্য করেন তবুও তিনিসহ সকলকে নিয়মিত দেখতে চাই।
০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহুর রহমতে আশা করছি খুব শিগ্রই সব ঠিক হয়ে যাবে । আমরা আমাদের চাঁদগাজী ভাইকে আগে মত আবার দেখতে চাই।
৭| ০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
খায়রুল আহসান বলেছেন: আশা রাখছি, উনি নতুন একটা চমৎকার পোস্ট নিয়ে অচিরেই হাজির হয়ে যাবেন।
০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহুর রহমতে আশা করছি খুব শিগ্রই সব ঠিক হয়ে যাবে ।
৮| ০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
মানিজার বলেছেন:
০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বিপদের হাত পা নাই সকলের জীবনেই কম বেশি দূর্ঘটনা ঘটতে পারে । জিবলা বাহির হইয়া যাওয়ার মত কিছু হইনাই
বুঝলেন মানিজার সাব
৯| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:০২
কলিমুদ্দি দফাদার বলেছেন: রোহিংগা ইসুতে যেমন মূল এ যেমন চীন নিরাপত্তা কাউন্সিল এ ভ্যটো দিয়ে আবার বাংলাদেশে রিলিফ পাটিয়েছে । চাঁদগাজী তেমন ইতিবাচক নিতিবাচক দুই ভাবে সামুর মূল কেন্দ্র বিন্দু হয়ে আছে। সামু ওনাকে হজম করতে পারছে নাহ আবার ছুড়ে ফেলে দেওয়া ই সম্বব নাহ। তবে ওনার সাথে আমার পথচলা দারুন।
০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চাঁদগাজী ভাই একজন অন্যরকম ব্লগার । সত্যিকার অর্থে তার তুলনা হয় না।
১০| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:০৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জানা আপুর দৃষ্টি আকর্ষণ কামনা করছি। চাঁদগাজীকে স্বাভাবিক ব্লগিং সুবিধা ফিরিয়ে দিতে।
০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চাঁদগাজী ভাই ব্লগে না থাকলে কেমন জানি ব্লগটি লবন ছাড়া ভাত খাওয়ার মত মনে হয়।
১১| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:০৭
মামুন ইসলাম বলেছেন: এটা ব্লগ কৃতপক্ষই ভালো বুঝেন ।
০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্য ভাই জাতি কৃতপক্ষের আশাই বসে আছে ।অবশ্যয়ই কৃতপক্ষ চাঁদগাজী ভাইয়ের স্বাভাবিক ব্লগিং সুবিধা ফিরিয়ে দিবেন।
১২| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি এই ব্যপারে পোস্ট দিব ভাবছিলাম, আপনি দিয়ে দিয়েছেন। টানা ১০ দিন কোন লেখা নেই উনার। এটা নজিরবিহীন ঘটনা সামু'তে...
০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাইতো সম্ভব হলে একটু খবর নিয়ে দেখুনত ভাই আসলে উনার অবস্থা কি এবং শরীর কোন অসুস্থ বা অন্য কোন সমস্যা
কি না।
১৩| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:২৮
গেম চেঞ্জার বলেছেন: দূর সংবাদ কী?
০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভুল হইছে মনে হয় এইটা হইব দুর সংবাদ
১৪| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী সাহেবের লেখা ছাড়া ব্লগটা কেমন জানি অচেনা লাগে।
০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত ভাই ।
১৫| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩০
ধ্রুবক আলো বলেছেন: চাঁদগাজী ভাইয়ের লেখা দেখতে চাই।
০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কতটা দিন হয়েগেল তার নতুন কোন লেখাই ব্লগে আসছে না।
১৬| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: সহ ব্লগার চাঁদগাজীর নি:শর্ত মুক্তি চাই।
০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত ।
১৭| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিতর্কিত বিষয় নিয়ে পোস্ট করে করে উনি বড় ব্লগারের কাতারে শামিল হয়েছেন।
০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: উনার বেশির ভাগ পোস্ট গুলো কাজের পোস্ট এবং মানুষের কথা বলে।
১৮| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭
কানিজ রিনা বলেছেন: মনে হচ্ছে চাঁদগাজী পূজা নিয়ে ব্যস্ত। কারন
দশদিন ধরেই তো পূজা চলছে।
০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
১৯| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮
তারেক ফাহিম বলেছেন: উনার মন্তব্যেগুলো যথার্থ
আমার মতে সময়ের স্বাপেক্ষে আলোচিত ব্লগার হিসেবে চাঁদগাজী ভাই’র জুড়ি নেই। সামুতে রেগুলার ব্লগার হিসেবে একমাত্র চাঁদগাজী ভাই আলোচিত সমালোচিত। আমি নিজেও ব্যক্তিগতভাবে তাকে সাপোর্ট করি।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৩:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আশা করছি খুব শিগ্রহ নতুন কোন পোস্ট নিয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন চাঁদগাজী ভাই।
২০| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:০৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গাজী আংকেল ভালো খারাপ মিলিয়েই আছেন।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই। ওনার লেখাগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
২১| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আপনার পোষ্টে। আপনার মতো আমিও দাবী করছি শ্রদ্ধেয় চাঁদগাজী ভাইকে আবারও সরব দেখতে চাই ব্লগে।
যদি তাকে জেনারেল করা হয় তবে সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক সিদ্ধান্ত....
০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয় ভাই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
২২| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৮
নিরাপদ দেশ চাই বলেছেন: আমাদের মত সাধারন ব্লগারদের জেনারেল করে রাখুক ব্লগ কোন সমস্যা নাই কিন্তু একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে কোন কারনে জেনারেল করে রাখা হয়েছে সেটা ব্লগ কতৃপক্ষ জানালে কৃতার্থ হতাম। যদি বিশেষ কোন পোস্টে ব্ল কতৃপক্ষের আপত্তি থাকে তবে সেটা মুছে দিলেই হয় বা ব্লগারকে সতর্ক করে দিলেই হয়। কিন্তু এইভাবে জেনারেল করে রাখাটা বাক স্বাধীনতা কেড়ে নেবার সামিল।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আশা করছি খুব শিগ্রহ নতুন কোন পোস্ট নিয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন চাঁদগাজী ভাই।
২৩| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৮
আহমেদ জী এস বলেছেন: (
:হাসু মামা ,
সবাই যে সবার মনের মতোন হবেন , তা তো নয় ! কেউ কাছের কিম্বা কেউ দূরের হয়ে ওঠেন ।
সব মিলিয়ে ব্লগে চাঁদগাজীর উপস্থিতি কাঙ্খিত হোক বা না হোক , ব্লগে তার সরব পদচারণা ব্লগে এক অন্যরকম আমেজ তৈরী করে এসেছে এতোদিন ।
যার কাছে যেমনই লাগুক , তিনি তো একজন ব্লগার , আর ব্লগকে উনি সামাজিক জীবনে অগ্রাধিকার দিয়েছেন , সব শ্রেনীর ব্লগারদের বলেছেন - ব্লগের প্রান , ব্লগের উন্নতি কামনা করেছেন সততই ।
তাঁর সাময়িক এই অনুপস্থিতি ( যে কারনেই হোক ) অচিরেই আবার উপস্থিতি নিয়ে হাজির হবে এমন আশা করতেই পারি !
০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই । আশা রাখি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।
২৪| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:১৬
সচেতনহ্যাপী বলেছেন: মন্তব্য/প্রতিমন্তব্য দিয়ে ব্লগকে সচল রাখেন।। লেখায় না শুধু উপস্থিতিও কম!! আসলেই কি?? লেখায় না হলেও মন্তব্যেই প্রমান।। এখন কিন্তু মাঝে মাঝেই আউট/ইন হন।।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্য কথা বলতে কি ভাই গাজী ভাইয়ের তুলনা হয়না এবং তাদের মত ব্লগারদের কাছ থেকে অনেক কিছু শিক্ষ্যনীয় আছে আমাদের।
২৫| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:৩০
ফাহমিদা বারী বলেছেন: কেন তাকে জেনারেল করা হয়েছে?
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তা বলতে পারিনি আপু ।
২৬| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৩:১৩
লেখা পাগলা বলেছেন: আর বইলেন না হাসু ভাই । এইযে আমারে প্রায় আজ ৭ মাস হচ্ছে জেনারেল কইরা রাখছে ।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও
২৭| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৩:২২
নতুন বিচারক বলেছেন: আহারে আমারে নিয়া যদি কেও এরকম পোস্ট দিত তাহলে বোধ হয় আমিও জেনারেল মুক্তি পাইটাম ।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহারে আপনার কথা শুনে মনে বড়ই কষ্ট পেলাম।
২৮| ০২ রা অক্টোবর, ২০১৭ ভোর ৫:১৫
মলাসইলমুইনা বলেছেন: চাঁদগাজী ভাই/সাহেবকে নিয়ে আমার মতো অল্প পড়াশুনা জানা (উনার মন্তব্য অনুযায়ী) মানুষের মন্তব্য করাই উচিত না I তবুও তার লেখার শান্তি কামনা করি !!
২৯| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৪
নাইম রাজ বলেছেন: সামু এখন একটু বেশি বারাবাড়িই করছে যাই হোক চাদগাজী ভাইয়ের মুক্তি পথ চেয়ে রইলাম ।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ।
৩০| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মডারেশন, জবাব চাই!
৩১| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:১০
কলাবাগান১ বলেছেন: "মনে হচ্ছে চাঁদগাজী পূজা নিয়ে ব্যস্ত। কারন
দশদিন ধরেই তো পূজা চলছে।"
ইনারা আবার ধর্মের বড়াই করেন আর অন্য ধর্ম কে কটাক্ষ করেন???
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার সাথে আমিও আছি
৩২| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:২২
ঠ্যঠা মফিজ বলেছেন: হয়ত পুজার ছুটি কাটাছেন,পুজাতো শেষ,আজ কালকের ভিতরই আবার এসে পড়বেন । একটা লোকই তিনি যাই হোক তিনি তারাতারি ফিরে আসুক,আর ব্লগ মাঠ গরম করুক ।
আরেকটা কথা কলাবাগান ১ ভাইয়ের মাথা এত গরম কেন মনে হয় ফ্রিজের ঠাণ্ডা পানি কলাবাগান ভাইয়ের মাথায় ঢালতে
হবে !
৩৩| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৭
কলাবাগান১ বলেছেন: সত্যি কথা বললে অনেকের ই গায়ে লাগে....এতেই আমি সার্থক
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৩৪| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪০
ঠ্যঠা মফিজ বলেছেন: কলাবাগান ১ ভাই সত্য কথার ভাত নাই আপনার নামে ১৪৪ ধারা জারী করা হলো তার পর ঘুম করমু আপনেরে ।
৩৫| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৯
মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: @মামার কি লেখার কোনো বিষয় বস্তু নাই ????????????????
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না ভাই আমি তেমন কিছু লেখতেও পারি না আবার ব্লগ ছেড়েও যেতে পারছি না।
৩৬| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪
মোজাহিদুর রহমান ব বলেছেন: এমন অনেক পোস্ট আছে যেটাতে একটি কমেন্ট সেটা সুধু মাএ চাঁদগাজী ভাই এর।
যায় হোক তিনাকে আবারও সরব দেখতে চাই।
৩৭| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৮
মোহাম্মদ গোফরান বলেছেন: তার মন্তব্যের কথা বিবেচনা করে তাকে আরেকবার সুযোগ দেওয়া হোক।
০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ব্লগীং বিষয় তার ভাবনা অনেক ভালো।
৩৮| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৯
এডওয়ার্ড মায়া বলেছেন: গোপন সূত্রে জানা গেছে হাসু মামা এণ্ড চাঁদগাজী একি মতাদর্শের !!
০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার ভাবনায় আমি সিয়ুর কুন গন্ধগোল আছে। আরে ভাই তিনি প্রায় আজ ১১বা১২দিন হতে চললো ব্লগে কোন লেখাই দিচ্ছেননা তাহলে এরকমটা আমরা মনে করতেই পারি।
৩৯| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৮
এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার ভাবনায় আমি সিয়ুর কুন গন্ধগোল আছে।
হুনেন !!
চাঁদগাজী সাব একটা চিজ !
০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি জানি হেইটাতো আবার আমরা জানি না বইন
৪০| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: তিনি ব্লগ পর্যবেক্ষণ করছেন। আবার স্বরূপে ফিরবেন।
৪১| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৬
নূর আলম হিরণ বলেছেন: তাকে সেইফ করে দেওয়া উচিত। যদিও তার অনেক কথায় একমত না তারপরেও আমি চাই উনি লেখুক।
৪২| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: !
৪৩| ০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
ব্লগের "জেনারেল" স্ট্যাটাসে থাকা ব্লগারদের নিয়ে লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ; ব্লগারেরা "জেনারেলদের" পক্ষে কথা বলেছেন, সব ব্লগারকে ধন্যবাদ!
ব্লগিং হলো "ইন্টেলিজেন্ট মানুষদের মিলন-মেলা", এখানে সবকিছু ইন্টেলিজেন্ট ওয়েতে হবে একদিন, সব লেখক লিখতে পারবেন, বলতে পারবেন, আলোচনা করতে পারবেন।
মুক্তিযুদ্ধের জেনারেশনের পরেই, সবচেয়ে বুদ্ধিমান জেনারেশন হচ্ছেন, ব্লগার জেনারেশন, এঁরা বাংলাদেশের সমাজে বুদ্ধিভিত্তিক পরিবর্তন আনবেন; এঁরাই আগামী দিনের বুদ্ধিভিত্তিক সমাজের ভিত্তি স্হাপন করছেন।
৪৪| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২
জাহিদ হাসান বলেছেন: ব্লগ মানেই হচ্ছে যা জানেন না তা নিয়েও একটা জ্ঞানগর্ভ মন্তব্য করা। চাদঁগাজী সাহেবের এই গুণটা সর্বাধিক।
০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৪৫| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনাকে আবারো ধন্যবাদ, আমার সমস্যা নিয়ে লিখার জন্য; আমার মতো হয়তো হাজার ব্লগার এই সমস্যায় হারিয়ে গেছেন।
আমাকে নিয়ে আর লিখবেন না, প্লীজ; আমি চাইনা আমার জন্য আপনার স্ট্যাটাসের ক্ষতি হোক।
০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমাকে নিয়ে আর লিখবেন না, প্লীজ; আমি চাইনা আমার জন্য আপনার স্ট্যাটাসের ক্ষতি হোক।
কি আর হবে বরং ওয়াচে ফালাবে। প্রিয় চাঁদগাজী ভাই গত তিন চার বছর থেকেই নিক হারাতে হারাতে এ পযন্ত
তাই এখন আর ব্লক হওয়ার ভয়ও নাই।
তবে ব্লগ মানেই মন খুলে মত প্রকাশের স্থান কিন্ত দুঃখের বিষয় ভাই আমরা পারছি না ।
৪৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৫
নাইম রাজ বলেছেন: আমার কোন লেখা প্রথম পেজে যায়না। মডারেটরা কি ঘুমায়।
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাবে যাবে সময় হলে ঠিকি যাবে।
৪৭| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গাজী আংকেলের একটা ইন্টার্ভিউ নেয়া যেতে পারে। দারুণ হবে মনে হচ্ছে।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নেয়া যেতে পারে তবে মনে হয় তাতে তিনিই পাশ করবেন।
৪৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পাশ ফেলের জন্য না। তাকে বিব্রত করার জন্যও না। যাইহোক, প্রশ্ন কে তৈরি করবে? তাকে রাজী করাবে কে?
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি বলে দেখতে পারি তবে সেটা ব্লগ কমনিউটি হিসেবে থাকতে হবে ।কোন বিতর্কিত বা বিব্রতকর হলে হবে না ।যাস্ট যতটুক
আমাদের জ্ঞাণ চর্চার কাজে লাগবে ।কেননা কোন মানুষকে ছোট করে দেখা বা ছোট করা কোন মানুষের কর্ম নয়। আর প্রশ্নের বিষয়টি আপনি ভেবে দেখতে পারেন ।
৪৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা,তা তো অবশ্যই। কোন ব্যাক্তিগত ইণ্টার্ভিউ হবেনা। ব্লগের পক্ষ থেকে নেয়া হবে(যদি হয় আরকি)। আমি একা প্রশ্ন বানাতে পারব না। তাছাড়া ভালো প্রশ্ন না করলে তো কথা বের হবে না।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
রাজীব নুর বলেছেন: !!!!